Academy

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

(যে কোনো ৪ টি)

পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয়? কেন তাঁকে পটুয়া নামে ডাকা হয়?

dsuc.created: 7 months ago | dsuc.updated: 7 months ago
dsuc.updated: 7 months ago

কামরুল হাসান (২ ডিসেম্বর ১৯২১ - ২ ফেব্রুয়ারি ১৯৮৮) প্রখ্যাত বাংলাদেশী চিত্রশিল্পী। তিনি চিত্রাঙ্কন-এ দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে 'পটুয়া' নামে পরিচিত হতে পছন্দ করতেন ।

কামরুল হাসান নিজেকে শিল্পী নয়, বলতেন ‘পটুয়া’। এর অর্থ জানো তো? গ্রামবাংলার যে লোকশিল্পীরা পটচিত্র আঁকেন, তাঁদের বলা হয় পটুয়া। এই পটুয়াদের অনেক উঁচু দরের শিল্পী হিসেবে শ্রদ্ধা করতেন কামরুল হাসান। তাই নিজেও হতে চেয়েছিলেন লোকশিল্পীদের মতো খাঁটি শিল্পী। তাঁর আঁকা ছবিগুলো যদি তুমি দেখো, তাহলে বিষয়টি স্পষ্ট হবে। তাঁর আঁকা দেখে মনে হয়, আমরা বাংলাদেশকেই দেখছি। আমাদের মানুষ, সমাজ, গ্রাম, পশুপাখি, প্রকৃতি সবকিছুকে তিনি পরম ভালোবাসায় ক্যানভাসে এঁকেছেন।

7 months ago

শিল্প ও সংস্কৃতি

Please, contribute to add content.
Content
Promotion