অমলের এলাকায় অনেকগুলো মুরগির খামার আছে। খামারিরা মুরগির বিষ্ঠা নিয়ে বেশ অসুবিধায় ছিলেন। অমল বিষ্ঠাকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে গ্যাস প্লান্ট তৈরি করেন। উৎপাদিত গ্যাস ব্যবহার করে তিনি আজ স্বাবলম্বী।
অমল স্বাবলম্বী হয়েছিলেন কীসের মাধ্যমে?
dsuc.created: 4 hours ago |
dsuc.updated: 4 hours ago