অমিত তার বাড়ির পাশের ১ বিঘা জমিতে ধানের ফলন ভালো না পাওয়ায় এইবার ধানের পরিবর্তে মাসকলাইয়ের চাষ করেন। প্রথমে গাছগুলো ভালভাবে বেড়ে উঠলেও হঠাৎ পাতার উপর পাউডারের মতো আবরণ পড়ে। যথাসময়ে সে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করায় ভালো ফলন পান।
অমিতের উৎপাদিত ফসল-
i. আমিষের অভাব পূরণ করে
ii. ডালের যোগান দেয়
iii. শর্করার অভাব পূরণ করে
নিচের কোনটি সঠিক?