common.or
auth.dont_have_account auth.register
রিতা তার বাড়ির ছাদে বাগান করেছে। সকালে সে তার ছেলেমেয়েদের নিয়ে বাগানে কাজ করে। এতে সবাই আনন্দ পায়।
রিতার বাগানে কী গাছ আছে?
উল্লিখিত পরিস্থিতিতে নীরব ব্যবহার করবে-
i. বাসুডিন
ii. রিডোমিল
iii. আয়োডিন
নিচের কোনটি সঠিক?
নীরবের বাবা তাকে কী ব্যবস্থা গ্রহণ করতে বললেন?
মারুফা যেভাবে বাগানের যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন-
i. নিয়মিত পানি দেন
ii. আগাছা পরিষ্কার করেন
iii. ভালো বীজ রোপণ করেন
মারুফা সবজি বাগান করেন কেন?
সবাই মিলে বাগানে কাজ করায় কী লাভ হচ্ছে?
i. সবার সাথে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে
ii. অর্থের সাশ্রয় হচ্ছে
iii. অবসর সময়কে কাজে লাগানো যাচ্ছে
ভালো ফলন পেতে হলে জান্নাতকে-
1. মাটিতে সার দিতে হবে
ii. নিয়মিত পানি দিতে হবে
iii. কীটনাশক প্রয়োগ করতে হবে