ক) সফ্ট সোল্ডারিং (Soft Soldering )
অল্প উত্তাপে এবং অল্প শক্তি ব্যবহার করে যে সোল্ডারিং করা হয় তাকে সফ্ট সোল্ডারিং বা নরম সোল্ডারিং বলে। এতে জোড়ের শক্তি কম থাকে । এ ধরনের সোল্ডারিং সেখানেই ব্যবহার করা হয় যেখানে সার্ভিস টেম্পারেচার ১৫০° সেঃ এর নিচে থাকে। সঙ্কট সোল্ডারিং এ ফিগার অ্যাটেরিয়াল হিসেবে লেড বা সীসা এবং টিনের অ্যালয় ব্যবহার করা হয় । কাজের ধরনের উপর ভিত্তি করে এ দুটোর অনুপাত সংকর ধাতুতে বিভিন্ন রকম হতে পারে । শিট মেটাল ও প্লাম্বিং কাজে সাধারণত সফট সোল্ডারিং এর প্রয়োগ বেশি ।
খ) হার্ড সোল্ডারিং (Hard Soldering )
অধিক উত্তাপে অধিক বাঁধন শক্তি প্রদানের জন্য যে সোল্ডারিং করা হয় তাকে হার্ড সোল্ডারিং বা শক্ত সোল্ডারিং বলে। এতে জোড়ের শক্তি অনেক বেশি থাকে। এ ধরনের সোল্ডারিং এ যে সোল্ডার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক থেকে ১০০° সেঃ পর্যন্ত হয়ে থাকে। হার্ড সোল্ডারিং এ কিলার অ্যাটেরিয়াল হিসেবে কপার, সিলভার, টিন, লেড এবং তাদের সংকর ধাতু বা অ্যালয় সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। সিলভার সোল্ডারিং বিশেষভাবে বৈদ্যুতিক লাইন, অলঙ্কার তৈরি, উড়োজাহাজে এবং যেখানে বেশি শক্তি প্রয়োজন, সেখানে ব্যবহৃত হয়।
common.read_more