শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র | - | NCTB BOOK
36
36

নিধন - হত্যা।
মাতুল- মামা।
নির্বাপিত - নিবে গিয়েছে এমন।
দুর্গ - সৈন্য থাকার স্থান।
চূর্ণ-বিচূর্ণ - গুঁড়া গুঁড়া হওয়া।
কূটকৌশল -চতুর কৌশল।
নিয়তির লীলা - ভাগ্যের খেলা।
বিমুগ্ধ - বিশেষভাবে মুগ্ধ।
দুরন্ত - অশান্ত, ভীষণ।
বীরোত্তম - বীরদের মধ্যে উত্তম।
মহত্তম - সবচেয়ে মহৎ।
সংকটকাল - বিপদের সময়।
শিরস্ত্রাণ - যুদ্ধে মাথায় পরার বর্ম বিশেষ।
দম্ভ - অহংকার।
নিষ্ক্রান্ত - চলে যাওয়া।
অলীক - মিথ্যা, অপার্থিব।
পদার্পণ - পা রাখা, আসা।
অনুশাসন - আইন, প্রথা।
দুর্দমনীয় - যা সহজে দমন করা যায় না।
শৌর্য - বীরত্ব, সাহস।
ক্রোধান্ধ - ক্রোধে অন্ধ।
শিবির - তাঁবু। সেনা-নিবাস। -
বিপন্ন - বিপদগ্রস্ত।
মল্লযুদ্ধ - কুস্তি, অস্ত্র ছাড়া যে যুদ্ধ।
তীক্ষ্ণধার - খুব ধারাল।
অমিত - অপরিমিত, প্রচুর।
অপরিমেয় - অসংখ্য, পরিমাণ করা যায় না এমন।
জর্জরিত - নিপীড়িত, জীর্ণ।
অনুশোচনা - পরিতাপ, খেদ।
করতলগত - নাগালের মধ্যে। মুঠোর ভেতরে।
স্বর্ণকবচ - সোনা দিয়ে বানানো মাদুলি বা তাবিজ।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion