মাদুলি - ধাতুর তৈরি ছোটো ঢোলের মতো কবচ। -
রথ - চাকাযুক্ত অথবা চাকাহীন একধরনের কাল্পনিক বাহন।
শ্মশান - যে স্থানে মৃতদেহ দাহ করা হয়।
সিনান - স্নান।
মণি - দামি পাথর, যা গহনা হিসাবে ব্যবহৃত হয়।
মুক্তা - রত্নপাথর। মুক্তা ঝিনুকের মধ্যে তৈরি হয়।
পুথি - হাতে লেখা পুরনো বই বা পাণ্ডুলিপি।
হিকমত - কৌশল, কায়দা, চাতুর্য।
বুক পকেট - বুক বরাবর জামার পকেট।
শ্যাওড়া গাছ (শেওড়া) - এক ধরনের জংলা গাছ।
পাঞ্চজন্য - শ্রীকৃষ্ণের শঙ্খের নাম।
সওদাগর - বড়ো ব্যবসায়ী।
মধুকর - মৌমাছি, ভ্রমর।
বিশ্বজোড়া - পৃথিবীজুড়ে।
ময়ূরপঙ্খী - ময়ূর আকৃতির নৌকা।
বজরা - একপ্রকার বড়ো নৌকা।
সিন্ধুপতি - সাগরের রাজা।
রেবা - প্রাচীন ভারতের একটি নদী। বর্তমান নাম নর্মদা।
ইরাবতী - পাঞ্জাব অঞ্চলের নদী।
সিন্ধু - বিখ্যাত নদী। এ নদীর তীরে গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রাচীন সভ্যতা- যা সিন্ধুসভ্যতা নামে পরিচিত।
ভাগীরথী - ভারতের একটি নদী।
পুষ্পরথ - ফুল দিয়ে সাজানো রথ।
বায়স্কোপ - চলচ্চিত্র, সিনেমা।
মঙ্গল গ্রহ - সৌরজগতের একটি গ্রহ।
দোতলা বাস - দুই তল বা স্তর বিশিষ্ট বাস।
বেণু - বাঁশি।
ধেনু - গাভী
গৌরীশংকর - হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তর মরু - পৃথিবীর সর্ব-উত্তরের বরফ আচ্ছাদিত প্রান্ত।
মাদল - একধরনের বাদ্যযন্ত্র।
আশিস - আশীর্বাদ।
দীপ্ত - উজ্জ্বল।
রবি - সূর্য। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে।
খামার - মাঠ থেকে শস্য এনে রাখার এবং ঝাড়াই-মাড়াই করার জায়গা।
গোলা - ধান রাখার জায়গা।
রকেট - মহাকাশযান। ইংরেজি Rocket.
আরক - নির্যাস বা সারবস্তু।
common.read_more