শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ পদ্য লেখার জোরে | - | NCTB BOOK
39
39

সান্ত্রি - প্রহরী, রক্ষী। যে পাহারা দেয়।
উজির - মন্ত্রী।
নাজির - আদালতের কর্মচারী।
পাত্র-মিত্র - রাজসভার উজির বা মন্ত্রী।
সভাসদ - রাজ-দরবারের লোক।
সভায় - যোগদানকারী ব্যক্তি।
দরবার - সভা।
প্রাসাদ - রাজভবন।
প্রাচীর - দেয়াল।
হিজিবিজি - আঁকাবাঁকা রেখাযুক্ত অস্পষ্ট লেখা।
চাঁদি - মাথার উপরিভাগ।
গাঁট্টা - মুঠি করা আঙুলের জোরালো আঘাত। -
শূল - ধারালো সরু মুখযুক্ত কাঠ বা লোহা বিশেষ।
আর্জি - নিবেদন।
এন্তার - যাবতীয়, সকল।
গাম্ভীর্য - গম্ভীর ভাব। চাঞ্চল্য না-দেখানো।
পেল্লায় - বড়ো আকারের কোনো কিছু।
ফ্যাচোর ফ্যাচোর - বিরক্তিকর অদরকারি বাক্যপ্রয়োগ।
দশমুনে - দশমণ-বিশিষ্ট।
বান্ডিল - আঁটি। ইংরেজি Bundle।
টানা হ্যাঁচড়া - টানাটানি করা।
অভিধান -এক ধরনের বই। অর্থসহ শব্দকোষ।
বিদ্যাসমুদ্দুর - জ্ঞানের সাগর।
বাহাদুরি - কৃতিত্ব বা সাফল্যে গৌরব করা।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion