শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ জিদ | - | NCTB BOOK
59
59

জিদ - একগুঁয়েমি, নাছোড় ভাব।
চরকা - সুতাকাটার যন্ত্র।
মুলাম - মোলায়েম, নরম।
গুল-এ-বকওয়ালি - বাকওয়ালি ফুল। এই নামে এক পরি ছিলেন। এখানে তার কাহিনির কথাই বলা হয়েছে।
বণিক - ব্যবসায়ী।
সোয়ার - আরোহণ করা।
টেকসই - মজবুত।
নাটাই - যে চরকি বা শলাকায় সুতা জড়ানো হয়।
শলা - কাঠি।
নলি - সুতা জড়াবার ছোটো নল।
তেনা - কাপড়ের টুকরা।
ঘষাপয়সা - ক্ষয়ে যাওয়া পয়সা।
আহ্লাদে - আটখানা
ভীষণ - খুশি হওয়া।
গুমর - গর্ব, দেমাক, অহমিকা। -
বাদানুবাদ – তর্ক-বিতর্ক।
পরিপাটি - সাজানো-গোছানো।
মীমাংসা - বিবাদ বা সমস্যার সমাধান।
মুরদা - মৃতদেহ।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion