শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ কিং লিয়ার | - | NCTB BOOK
42
42

ডিউক - ইংল্যান্ডে প্রচলিত একটি সম্মানজনক উপাধি। ইংরেজি Duke.
পাণিপ্রার্থী - বিয়ে করতে ইচ্ছুক।
আর্ল - একটি উপাধি। ইংল্যান্ডে প্রচলিত ছিল।
জ্যোতি - আলো, উজ্জ্বল।
সন্তোষ - আনন্দ, খুশি।
এক-তৃতীয়াংশ - তিন ভাগের এক ভাগ।
হৃষ্টচিত্তে - আনন্দচিত্তে, খোশমেজাজে।
স্তম্ভিত - কোনো কারণে জড়ের মতো হয়ে যাওয়া। নির্বাক।
ক্রোধ - রাগ।
পালাক্রমে - একে একে।
আনন্দোৎসব - আনন্দ উদ্যাপনের জন্য যে উৎসব।
অন্তঃসারশূন্য - যার ভেতরে কিছু নেই। -
তোষামোদ - চাটুকারিতা।
ক্ষিপ্ত - ক্ষুব্ধ, রাগান্বিত।
কপর্দকশূন্য - টাকা-পয়সা নেই, এমন বোঝানো হয়েছে।
অশ্রুপূর্ণ - জলে ভরা।
প্রভেদ - পার্থক্য।
অনুচর - সঙ্গী, সহচর, ভৃত্য।
যোদ্ধারক্ষী - পাহারাদার সেনা।
উৎপাত - যন্ত্রণা, উপদ্রব।
তড়িঘড়ি – তাড়াতাড়ি।
রক্ষী - পাহারাদার, সেনা।
উপলব্ধি - অনুভব, অনুভূতি, বোধ।
নিদারুণ - কঠিন, নির্দয়।
বিদূষক - ভাঁড়, যে কৌতুক করে। রঙ্গরস-সৃষ্টিকারী অনুচর।
খামখেয়ালি - খেয়ালখুশি, খুশিমতো চলার স্বভাব বিশিষ্ট।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion