শব্দার্থ ও টীকা

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - আনন্দপাঠ খুদে গোয়েন্দার অভিযান | - | NCTB BOOK
57
57

ধড়াস - হৃৎস্পন্দনের প্রবল শব্দ।
সন্তর্পণে - অতি সাবধানে।
অন্তরাত্মা -মন, হৃদয়।
লণ্ঠন - কাচে ঘেরা প্রদীপ।
হতভম্ব - বুদ্ধি কাজ না-করা। প্রয়োজনে কী করতে হবে বুঝতে না-পারা।
রিভলবার - এক হাতের মুঠিতে ধরে চালানো যায় এমন বন্দুক জাতীয় ছোট অস্ত্র।
ভাবান্তর - অন্য ভাব। এখানে ব্যবহৃত হয়েছে ভাবভঙ্গি বা চিন্তার কোনো পরিবর্তন না-হওয়া অর্থে।
নিরুত্তর - উত্তরহীন।
আত্মারাম - প্রাণপাখি, প্রাণ।
ক্রন্ত্রে - ভয়ে
থার্ড ক্লাস - সেকালে থার্ড ক্লাস বলতে এখনকার অষ্টম শ্রেণি বুঝায়।
ডিটেকটিভ - গোয়েন্দা।
সত্যেন ঘোষ - গোয়েন্দা উপন্যাসের একটি চরিত্র।
সাগরেদ - শিষ্য, সহকারী।
কীর্তিকলাপ - কৃতিত্বপূর্ণ কাজ, প্রশংসাযোগ্য কাজ।
ইনসপেক্টর - পরিদর্শক, পুলিশ পরিদর্শককে বোঝানো হয়েছে। ইংরেজি Inspector.
প্রভাতী সংবাদপত্র সকালের খবরের কাগজ।
আদ্যোপান্ত - শুরু থেকে শেষ পর্যন্ত। আদি ও উপান্ত যোগে আদ্যোপান্ত।
ওসি - থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইংরেজি Officer in-charge.
কনস্টেবল - পুলিশের প্রহরী।
হকচকিয়ে যাওয়া - ঘাবড়ে যাওয়া।
ছানাবড়া - দুধের ছানা দিয়ে তৈরি মিষ্টি। এখানে 'চোখ বড়ো' বা অবাক অর্থে।
খোশগল্প - আমোদজনক বা মজার আলাপ।
মোহন - দস্যু মোহন নামের একটি গোয়েন্দা সিরিজ গল্পের প্রধান চরিত্র।
গুলে খাওয়া - কঠিন ও তরল একাকার করে খেয়ে ফেলা।
হানা দেওয়া - আক্রমণ করা, তল্লাশির জন্য উপস্থিত হওয়া।
গোয়েন্দা-কাহিনি - রহস্য উন্মোচনমূলক কাহিনি। গুপ্তচরবৃত্তির মাধ্যমে রহস্য-উন্মোচনমূলক গল্প।
সেক্রটন ব্লেক - বিখ্যাত গোয়েন্দা কাহিনির লেখক।
কনান ডয়েল - আর্থার কোনান ডয়েল। বিখ্যাত ইংরেজি গোয়েন্দা কাহিনির লেখক।
নীহার গুপ্ত - নীহাররঞ্জন গুপ্ত।
পাঁচকড়ি দে - বাংলা গোয়েন্দা কাহিনির লেখক।
আগাথা ক্রিস্টি - ইংরেজি গোয়েন্দা কাহিনির লেখক।
বিভোর - আত্মহারা, অভিভূত।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion