লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) (৫.৫)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ | - | NCTB BOOK
40
40

পাটিগণিতে আমরা জানি,

4 এর গুণিতকগুলো হচ্ছে 4,8,12,16, 20, 24, 28, 32, 36, _____________

6 “ ” " 6, 12, 18, 24, 30, 36, _____________

4 এবং 6 এর সাধারণ গুণিতক হচ্ছে 12, 24, 36 _____________

4 এবং 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12.

দুই বা ততোধিক সংখ্যার ল.সা.গু. হচ্ছে এমন একটি সংখ্যা যা প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটো।

বীজগণিতীয় রাশির ক্ষেত্রে,

x2y2÷(x2)y=y

এবং x2y2÷xy2=x

অর্থাৎ x2y xy2 এর প্রত্যেকটি দ্বারা x2y2 নিঃশেষে বিভাজ্য।

সুতরাং x2y2 হলো x2y  xy2 এর একটি সাধারণ গুণিতক।

আবার, x2y=x×x×y

xy2=x×y×y

এখানে রাশি দুটিতে x আছে সর্বোচ্চ দুইবার এবং y আছে সর্বোচ্চ দুইবার।

ল.সা.গু. =x×x×y×y=x2y2

মন্তব্য: ল.সা.গু. সাধারণ উৎপাদক × সাধারণ নয় এরূপ উৎপাদক।

দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) বলা হয়।

ল.সা.গু. নির্ণয়ের নিয়ম

ল.সা.গু. নির্ণয় করার জন্য প্রথমে সাংখ্যিক সহগগুলোর ল.সা.গু. বের করতে হবে। এরপর উৎপাদকের সর্বোচ্চ ঘাত বের করতে হবে। অতঃপর উভয়ের গুণফলই হবে প্রদত্ত রাশিগুলোর ল.সা.গু.।

উদাহরণ ৩৫। 4x2y3z, 6.xy3z2 এবং x2 yz3 এর ল.সা.গু. নির্ণয় কর।

সমাধান:

রাশিগুলোর সাংখ্যিক সহগ 4, 6ও৪ এর ল.সা.গু. 24 প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাতবিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে x3, y3  z3 নির্ণেয় ল.সা.গু. 24x3y3z3

উদাহরণ ৩৬। a2-b2  a2+2ab+b2 এর ল.সা.গু. নির্ণয় কর।

সমাধান:

১ম রাশি = a2-b2=(a+b)(a-b)

২য় রাশি = a2+2ab+b2=(a+b)2

প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য সর্বোচ্চ ঘাতবিশিষ্ট উৎপাদকগুলো (a-b) (a+b)2

নির্ণেয় ল.সা.গু. (a-b) (a+b)2

উদাহরণ ৩৭। 2x2y+4xy2,4x3y-16xy3 এবং 5x2y2(x2+4xy+4y2) এর ল.সা.গু. নির্ণয় কর।

সমাধান:

১ম রাশি =2x2y+4xy2=2xy(x+2y)

২য় রাশি = 4x3y-16xy3=4xy(x2-4y2)=4xy(x+2y)(x-2y)

৩য় রাশি = 5x2y2(x2+4xy+4y2)=5x2y2(x+2y)2

সাংখ্যিক সহগ 2, 435 এর ল.সা.গু. 20]

প্রদত্ত রাশিগুলোতে সম্ভাব্য সর্বোচ্চ ঘাতবিশিষ্ট উৎপাদকগুলোx2,y2,(x+2y)2,(x-2y)

নির্ণেয় ল.সা.গু. (20x2y2(x-2y)(x+2y)2

কাজ: ল.সা.গু. নির্ণয় করা

3x2y39x3y212x2y2

২। 3a2+9a4-9a4+6a2+9

৩। x2+10x+21x4-49x2

৪। a-2,a2-4a2-a-2

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion