১,২,৩,৪, _______ ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে নিম্নরূপে লেখা যায়।
_____________ ইত্যাদি।
আবার, ০.১, ১.৫, ২.০৩, _______ ইত্যাদি দশমিক সংখ্যা।
এখানে যা সংখ্যাগুলোর ভগ্নাংশ আকার।
আবার একটি ভগ্নাংশ সংখ্যা।
উপরে বর্ণিত সংখ্যাগুলো মূলদ সংখ্যা।
অতএব, শূন্য, সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যা: _______ সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়। ফলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। অনুরূপে _______ ইত্যাদি । সংখ্যাগুলোকে ও দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাই এগুলো অমূলদ সংখ্যা।
লক্ষ করি: _________ ইত্যাদি অমূলদ সংখ্যা এবং ২,৩,৫,৬ _________ ইত্যাদি পূর্ণ বর্গসংখ্যা নয়। সুতরাং পূর্ণ বর্গসংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
উদাহরণ ৮। ০.১২ সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই কর।
সমাধান: এখানে,
৫ যা একটি স্বাভাবিক সংখ্যা যা ভগ্নাংশ আকারে লেখা যায় না।
এবং = ১ ; যা একটি স্বাভাবিক সংখ্যা।
মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা।
কাজ: ১.০৫৬৩ সংখ্যাগুলো থেকে মূলদ ও অমূলদ সংখ্যা বের কর। |
common.read_more