আসীৎ পুরা ভৈরবো নাম কশ্চিৎ ব্যাধঃ। একদা স মাংসার্থং ধনুরাদায় বিশ্ব্যারণ্যং গতঃ। ততঃ স ধনুষা কশ্চিদ্
মৃগমহন্। মৃগমাদায় গচ্ছন্ স ঘোরাকৃতিং শূকরমেকং দৃষ্টবান্। ততঃ স মৃগং ভূমৌ নিধায় শুকরং শরেণ
আহতবান্। শূকরো২পি তত্রাগতা ঘোরগর্জনং কৃত্বা তং ব্যাধং হতবান্। তৎক্ষণাদেব স ভূমৌ অপতৎ।
অর্থ তয়োঃ পাদাস্ফালনেন কশ্চিৎ সর্পো২পি মৃতঃ। অনন্তরমেকঃ শৃগালঃ আহারার্থী পরিভ্রমন তান
মৃগব্যাধসর্পশূকরান অপশাৎ। সোহচিন্তয়, “অহো ভাগ্যম্। মহদৃভোজ্যং যে সমুপস্থিতম্। ভবতু, এবাং মাংসেঃ
মাসত্রয়ং যে সুখেন গমিষ্যতি। ততঃ প্রথমং ক্ষুধায়াং স্বাদহীনং ধনুর্গুণং বাদামি।" ইত্যুক্তা তথাকরোৎ।
ততশ্ছিন্নে গুণে দ্রুতমুপতিতেন ধনুষা তুলি নিভিন্নঃ স শৃগালঃ পঞ্চত্বং গতঃ।
"কর্তব্যো নাতিসঞ্চয়। M
অনুশীলনী
শব্দার্থ :
মাৎসার্থং— মাংসের জন্য। ধনুখা- ধনুকের দ্বারা। নিধায় রেখে। অপতৎ- পতিত হয়েছিল।
পাদাফালনেন পায়ের আস্ফালনে। পরিভ্রমন- পরিভ্রমণ করতে করতে। মাসবয়ং তিনমাস ।
ব্যাকরণ
(ক) সন্ধি বিচ্ছেদ :
ধনুরাদায় = ধনুঃ + আদায়। মৃগমহন্ = মৃগম্ + অহন। শূকরমেকং = শূকরম্ + একং। সর্পো২পি = সর্পঃ
+ অপি। ইত্যুবা= ইতি + উক্কা।
(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :
ধনুষা করণে ওয়া শুকরং- কর্মে হয়া। শরেণ- করণে ৩য়া। মে- সম্বন্ধে ৬ষ্ঠী। মাসব্রয়-
ব্যাপ্তার্থে ২য়া। ধনুর্গুণং— কর্মে হয়া। হৃদি- অবচ্ছেদে ৭মী।
-
(গ) ব্যাসবাক্যসহ সমাসের নাম :
আহারাধী— আহারম্ অর্থয়তে যঃ (উপপদ তৎ)। মাসব্রয়ং মাসানাং এবং (৬ষ্ঠী তৎ)। স্বাদহীনং – যাদেন
হীনং (ওয়া তৎ)।
প্রশ্নমালা
সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) ব্যাধের নাম ছিল চণ্ডরব/প্রণব/ মহীধর/ভৈরব।
(খ) ব্যাধ শিকারের জন্য গিয়েছিল নৈমিষারণ্যে/বিখ্যারণ্যে/দণ্ডকারণ্যে/ব্যাসারণ্যে।
মৃগ শিকার করে যাওয়ার সময় ব্যাধ দেখেছিল একটি বানর/ব্যাঘ্র/সিংহ/শূকর।
(ঘ) ব্যাধকে হত্যা করেছিল ভলুক/ শূকর/ ব্র্যাঘ্র/সিংহ।
(ঙ) শৃগাল পঞ্চত্ব প্রাপ্ত হয়েছিল ত্রিশূলের গদার/ধনুকের/কৃপাণের আঘাতে।
২। শূন্যস্থান পূরণ কর :
(ক) স
ধনুরাদায় বিদ্যারণ্যং গতঃ।
ব্যাধঃ শূকরং
আহবান
-স ভূমৌ অপতৎ।
মহদৃভোজ্যং সমুপস্থিত।
ধনুর্গুণং খাদামি।
বাক্য গঠন কর :
মাৎসার্থং, শৃগালঃ, শূকরং, নাম, সুখেন
৪। শব্দার্থ লিখ :
ধনুষা, পরিভ্রমন, নিধায়, অপতৎ, মাসয়ং।
৫। সদি বিচ্ছেদ কর :
সর্পো২পি, ধনুৱাদায়, মৃগমহন, ইত্যুক্বা, ততচ্ছিন্নে।
কারণসহ বিভক্তি নির্ণয় কর :
ধনুষা, মে মাসয়ং, ধনুর্গুণ, হৃদি।
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ :
আহারার্থী, যাদহীনং, মাস
বাংলায় অনুবাদ কর :
(ক) ততঃ স
দৃষ্টবান।
(খ) শূকরোঽপি
অপতৎ।
অনন্তরমেকঃ
ভবতু
- সমুপস্থিতম্।
তথাকরোৎ।
গল্পটির উপদেশ সংস্কৃত ভাষায় উদ্ধৃত করে তার বাংলা অর্থ লেখ ।
১০। 'ভৈরবব্যাৎ-কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ ।
common.read_more