বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ (চতুর্থ অধ্যায়)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত - | NCTB BOOK
329
329

গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। আমরা ষষ্ঠ শ্রেণিতে চিহ্নযুক্ত রাশির যোগ-বিয়োগ এবং বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি। এ অধ্যায়ে চিহ্নযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

অধ্যায় শেষে শিক্ষার্থীরা -

  • বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ করতে পারবে।
  • বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারবে।
common.content_added_by

বীজগণিতীয় রাশির গুণ (৪.১)

65
65

গুণের বিনিময়বিধি

আমরা জানি,

2 × 3 = 6 আবার 3 × 2 = 6

2 × 3 = 3 × 2 যা গুণের বিনিময়বিধি।

a, b যেকোনো দুটি বীজগণিতীয় রাশি হলে, a×b = b×a অর্থাৎ, গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে, গুণফলের কোনো পরিবর্তন হয় না। যা সাধারণ বিনিময় বিধি।

গুণের সংযোগবিধি

(2 × 3) × 4 = 6 × 4 = 24 আবার 2 (3 × 4) = 2 × 12 = 24

(2 × 3) × 4 = 2(3 × 4)  যা গুণের সংযোগবিধি।

a, b, c যেকোনো তিনটি বীজগণিতীয় রাশির জন্য (a×b)×c=a× (b×c), যা গুণের সংযোগবিধি।

গুণের সূচকবিধি

আমরা জানি,

a×a=a2,a×a×a=a3,a×a×a×a=a4

a2×a4=(a×a)(a×a×a×a)=a×a×a×a×a×a×a=a6=a2+4

সাধারণভাবে amxan = am+n যেখানে m, n যেকোনো স্বাভাবিক সংখ্যা।

এই প্রক্রিয়াকে গুণের সূচকবিধি বলা হয়।

আবার, (a3)2=a3×a3=a6=a3×2=a6

সাধারণভাবে, (am)n = anm

গুণের বণ্টন বিধি

আমরা জানি,

2(a + b) = (a + b) + (a + b) [ 2x = x + x ]

= (a + a) + (b + b)

= 2a + 2b

আবার পাশের চিত্র হতে পাই,

ABEF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল

= দৈর্ঘ্য × প্রস্থ = BE × AB=a×2=2×a=2a

আবার, ECDF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

= EC×CD=b×2=2×b= 2b

ABCD আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল

= ABEF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল + ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= 2a + 2b

আবার, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= দৈর্ঘ্য × প্রস্থ

= BC × AB

= AB × (BE + EC)

= 2× (a+b)

= 2(a + b)

2(a+b) =2a+2b.

m(a+b+c+_______) = ma + mb + mc+ _________ এই নিয়মকে গুণের বণ্টনবিধি বলা হয়।
common.content_added_by

চিহ্নযুক্ত রাশির গুণ (৪.২)

57
57

আমরা জানি, 2 কে 4 বার নিলে 2 + 2 + 2 + 2 = 8 = 2 × 4 হয়। এখানে বলা যায় যে, 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে।

অর্থাৎ, 2 × 4 = 2 + 2 + 2 + 2 = 8

যেকোনো বীজগণিতীয় রাশি a ও b এর জন্য

a×b = ab _________ (i)

আবার

(- 2) × 4 = (- 2) + (- 2) + (- 2) + (- 2) = - 8 = - (2 × 4)

অর্থাৎ (- 2) × 4 = - (2 × 4) = - 8

সাধারণভাবে, (- a) × b = - (a×b) = - a × b __________ (ii)

আবার, a×(- b) = (- b) × a গুণের বিনিময়বিধি

= - (b × a)

= - (a × b)

= - a × b

অর্থাৎ, a×(- b) = - (a×b) = - ab _____________ (iii)

আবার, (-a)×(-b)=-{(-a)×b} [(iii) অনুযায়ী]

= - {- (a×b)} [ (ii) অনুযায়ী]

= - (- ab)

= ab

অর্থাৎ, (- a)(- b) = ab __________(iv)

লক্ষ করি :

  • একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল (+) চিহ্নযুক্ত হবে।
  • বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল (-) চিহ্নযুক্ত হবে।
common.content_added_by

একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ (৪.৩)

48
48

দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। উভয়পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়।

উদাহরণ ১। 5x2y4 কে 3x2y4 দ্বারা গুণ কর।

সমাধান:

5x2y4 × 3x2y3

= (5x3)×(x2×x2)×(y4+ y3)

=15x4y7 [সূচক নিয়ম অনুযায়ী।

নির্ণেয় গুণফল =15x4y7

উদাহরণ ২। 12a2xy2 কে -6ax3b দ্বারা গুণ কর।

সমাধান:

12a2xy2 × (-6ax3b)

=12×(-6) × (a2× a)×b×(x×x3)×y2= -72a3bx4y2

নির্ণেয় গুণফল -72a3bx4y2

উদাহরণ ৩। -7a2b4c কে 4a2c3d দ্বারা গুণ কর।

সমাধান:

(-7a2b4c) × 4a2c3d

= (-7×4)× (a2×a2)×b2×(c × c3 )× d = -28a4b4c4d

নির্ণেয় গুণফল -28a4b4c4d\

কাজ:

১। গুণ কর

(ক) 7a2b5 কে a5b2 দ্বারা

(খ) - 10x3y4z কে 3x3y5 দ্বারা

(গ) 9ab2x3y কে -5xy2 দ্বারা

(ঘ) -8a3x4by2 কে – 4abxy

common.content_added_by

বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ (৪.৪)

46
46

একের অধিক পদযুক্ত বীজগণিতীয় রাশিই বহুপদী রাশি। যেমন, 5x2y + 7xy2 একটি বহুপদী রাশি।

বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের (প্রথম রাশি) প্রত্যেক পদকে গুণক (দ্বিতীয় রাশি) দ্বারা গুণ করতে হয়।

উদাহরণ ৫। (5x2y +7xy2) কে 5x3y3 দ্বারা গুণ কর।

সমাধান:

    (5x2y +7xy2) x 5x3y3 = (5x2y×5x3y3) + (7xy2×5x3y3) = (5×5)×(x2×x3)x(y×y3) +  (7×5)×(x×x3)×(y2×y3) = 25x5y4 +35x4y5

নির্ণেয় গুণফল 25x5y4 +35x4y5

উদাহরণ ৬। 2a3-b3+3abc কে a4b2 দ্বারা গুণ কর।

সমাধান:

(2a3-b3+3abc)×a4b2= (2a3×a4b2)-(b3×a4b2)+(3abc×a4b2) =2a7b2-a4b5 +3a5b3c

কাজ: ১। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ কর:

()5a2+b2,4ab()3p2q+6pq3+10p3q5,8p3q2()-2c2d+3d3c-5cd2,-7c3d5

common.content_added_by

বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ (৪.৫)

56
56
  • বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়।
  • চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয়।
  • বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়।

উদাহরণ ৮। 3x + 2y কে x + y দ্বারা গুণ কর।

গুণের নিয়ম:

  • প্রথমে গুণ্যের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে।
  • এরপর গুণ্যের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। এ গুণফলকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে।
  • প্রাপ্ত দুটি গুণফলের বীজগণিতীয় সমষ্টিই হলো নির্ণেয় গুণফল।

উদাহরণ ৯। a2-2ab+b কে a - bদ্বারা গুণ কর।

উদাহরণ ১০। 2x2+3x-4 কে 3x2-4x-5 দ্বারা গুণ কর।

নির্ণেয় গুণফল 6x4+x3-34x2+x+20

কাজ: ১ম রাশিকে ২য় রাশি দ্বারা গুণ কর।

(ক) x + 7 , x + 9

(খ) a2-ab+b2, 3a+4b

(গ) x2-x+1 ,1+x+x2

common.content_added_by

অনুশীলনী (৪.১)

57
57

১ম রাশিকে ২য় রাশি দ্বারা গুণ কর (১ থেকে ২৪)।

 3ab,4a3

২। 5xy , 6az

5a2x2 , 3ax5y

 8a2b, -2b2

-2abx2,10b3xyz

-3p2q3,-6p5q4

-12m2a2x3,-2ma2x2

 7a3bx5y2,-3x5y3a2b2

 2x + 3y , 5xy

 5x2-4xy , 9x2y2

 2a2-3b2+c2 , a3b2

 x3-y3+3xyz , x4y

১৩। 2a - 3b , 3a + 2b

১৪। a + b , a - b

 x2+1 , x2-1

 a2+b2, a+b

 a2-ab+b2, a+b

 x2+2xy+y2 , x+y

 x2-2xy+y2 , x-y

 x2+2x-3 , x+3

 a2+ab+b2 , b2-ab+a2

২২। a + b + c , a + b + c

x2+xy+y2 , x2-xy+y2

 y2-y+1 , 1+y+y2

২৫। A=x2+xy+y2 এবং B = x - y হলে, প্রমাণ কর যে, AB=x3-y3

২৬। A=a2-ab+b2 এবং B = a + b হলে, AB = কত?

২৭। দেখাও যে, (a+1)(a-1)(a2+1)=a4-1

২৮। দেখাও (x+y)(x-y)(x2+y2)=x4-y4

common.content_added_by

বীজগণিতীয় রাশির ভাগ (৪.৬)

77
77

ভাগের সূচক বিধি

a5÷a2 = a5a2= a×a×a×a×aa×a =a×a×a [লব ও হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করে]।

= a3 = a5-2, a  0

সাধারণভাবে, am÷an = am-n যেখানে m ও n স্বাভাবিক সংখ্যা এবং m > n, a  0. এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয়।

লক্ষ করি:

a ≠ 0 হলে

(am)÷(am)=(am)(am)=am-m=a0

আবার, (am)÷(am)=(am)(am)=1

a0=1 , (a0)

অনুসিদ্ধান্ত: a0=1 , (a0)

common.content_added_by

একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ (৪.৮)

46
46

একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে হলে, সাংখ্যিক সহগকে পাটিগণিতীয় নিয়মে ভাগ এবং বীজগণিতীয় প্রতীককে সূচক নিয়মে ভাগ করতে হয়।

উদাহরণ ১১। 10a5b7 কে 5a2b3 দ্বারা ভাগ কর।

সমাধান:

10a5b75a2b3=105× a5a2 ×b7b3

=2a5-2 b7-3=2a3b4

নির্ণেয় ভাগফল 2a3b4

উদাহরণ ১২। 40x8y10z5 কে - 8x4y2z4 দ্বারা ভাগ কর।

সমাধান: 40x8y10z5 -8x2y2z4 = 40-8×x8x4×y10y2×z5z4

= -5×x8-4 × y10-2 × z5-4 = -5x4y8z

নির্ণেয় ভাগফল - 5x4y8z

উদাহরণ ১৩। - 45x13y9z4 কে - 5x6y3z2 দ্বারা ভাগ কর।

সমাধান: -45x13y9z4-5x6y3z2 =-45-5×x13x6×y9y3×z4z2

= 9  × x13-6 ×y9-3  × z4-2 = 9x7y6z2

নির্ণেয় ভাগফল 9x7y6z2

কাজ: প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর।

() 12a3b5c , 3ab2

()-28p3q2r5, 7p2qr3

() 35x5y7, -5x5y2

()-40x10y5z9, -8x6y2z5

common.content_added_by

বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ (৪.৯)

44
44

আমরা জানি, a+b+c একটি বহুপদী রাশি।

এখন

(a+b+c)÷d

=(a+b+c) × 1d

=a × 1d+b×1d+c×1d [গুণের বণ্টনবিধি]

=ad+bd+cd

আবার, ( a + b + c ) ÷ d

= a+b+c d =ad+bd+cd

উদাহরণ ১৪। 10x5y3-12x3y8 +6x4y7 কে 2x2y2 দ্বারা ভাগ কর।

সমাধান:

10x5y3-12x3y8 + 6x4y72x2y2

= 10x5y32x2y2- 12x3y8 2x2y2+ 6x4y7 2x2y2

= 5x5-2y3-2-6x3-2y8-2+3x4-2y7-2

= 5x3y-6xy6 +3x2y5

নির্ণেয় ভাগফল = 5x3y-6xy6 +3x2y5

কাজ:

 9x4y5+12x8y5+21x9y6 কে 3x3y2 দ্বারা ভাগ কর।

২। 28a5b6-16a6b8-20a7b5 কে 4a4 b3 দ্বারা ভাগ কর।

common.content_added_by

বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ (৪.১০)

74
74

বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করার ক্ষেত্রে প্রথমে ভাজ্য ও ভাজক উভয়ের মধ্যে আছে এমন একটি বীজগণিতীয় প্রতীকের ঘাতের অধঃক্রম অনুসারে রাশিদ্বয়কে সাজাতে হবে। যেমন x2+2x2+110-48x একটি বহুপদী। একে x এর মানের অধঃক্রম অনুসারে সাজালে আমরা পাই: 2x2+ x2-48x+110 এরপর পাটিগণিতের ভাগ প্রক্রিয়ার মতো নিচের নিয়মে ধাপে ধাপে ভাগ করতে হবে।

  • ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তা নির্ণেয় ভাগফলের প্রথম পদ।
  • ভাগফলের ঐ প্রথম পদ দ্বারা ভাজকের প্রত্যেক পদকে গুণ করে গুণফল সদৃশ পদ অনুযায়ী ভাজ্যের নিচে বসিয়ে ভাজ্য থেকে বিয়োগ করতে হয়।
  • বিয়োগফল নতুন ভাজ্য হবে। বিয়োগফল এমনভাবে লিখতে হবে যেন তা আগের মতো বিবেচ্য প্রতীকের অধঃক্রম অনুসারে থাকে।
  • নতুন ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তা নির্ণেয় ভাগফলের দ্বিতীয় পদ।
  • এভাবে ক্রমান্বয়ে ভাগ করতে হয়।

উদাহরণ ১৬। 6x2+x-2 কে 2x - 1 দ্বারা ভাগ কর।

এখানে

6x2÷2x=3x এই 3.x দ্বারা ভাজক 2x+1 গুণ করে গুণফল ভাজ্যের সদৃশ পদের নিচে লিখে বিয়োগ করা হল: নতুন ভাজ্য 4x - 2 এর ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হল

সমাধান:

এখানে ভাজ্য ও ভাজক উভয়েই x এর ঘাতের অধঃক্রম অনুসারে সাজানো আছে।

নির্ণেয় ভাগফল 3x+2

উদাহরণ ১৭। 2x2-7xy+6y2 কে x - 2y দ্বারা ভাগ কর।

সমাধান: এখানে রাশি দুইটি x এর ঘাতের অধঃক্রম অনুসারে সাজানো আছে।

নির্ণেয় ভাগফল 2x + 3y

উদাহরণ ১৮। 16x4+36x2+81 কে 4x2-6x+9 দ্বারা ভাগ কর।

সমাধান: এখানে রাশি দুটি x এর ঘাতের অধঃক্রম অনুসারে সাজানো আছে।

নির্ণেয় ভাগফল 4x2+6x+9

মন্তব্য: ২য় ধাপে নতুন ভাজ্যকেও x এর ঘাতের অধঃক্রম অনুসারে সাজিয়ে লেখা হয়েছে।

উদাহরণ ১৯। 2x4+110-48x কে 4x+11+x2 দ্বারা ভাগ কর।

সমাধান: ভাজ্য ও ভাজক উভয়কে x এর ঘাতের অধঃক্রম অনুসারে সাজিয়ে পাই,

ভাজ্য = 2x4+110-48x=2x4-48x+110

ভাজক =4x+11+x2=x2+4x+11

নির্ণেয় ভাগফল 2x2-8x+10

উদাহরণ ২০। x4-1 কে x2+1 দ্বারা ভাগ কর।

সমাধান: এখানে রাশি দুটি x এর ঘাতের অধঃক্রম অনুসারে সাজানো আছে।

নির্ণেয় ভাগফল x2-1

কাজ:

 2m2 -5mn+2n2 কে 2m - n দ্বারা ভাগ কর।

2 a4 + a2b2+b4  কে a2-ab+b2 দ্বারা ভাগ কর।

 81p4+q4-22p2q2 কে 9p2+2pq-q2 দ্বারা ভাগ কর।

common.content_added_by

অনুশীলনী (৪.২)

57
57

প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর:

45a4, 9a2

-24a5, 3a2

 30a4x3,-6a2x

8-28x4y5z2 , 4xy2z

-36a3z3y2,-4ayz

-22x3y2z ,-2xyz

3a3b2-2a2b3 , a2b2

 36x4y3+9x5y2 , 9xy

 a3b4-3a7b7,-a3b3

 6a5b3-9a3b4 , 3a2b2

15x3y3+12x3y2-12x5y3 , 3x2y2

 6x8y6z-4x4y3z2+2x2y2z2 , 2x2y2z

 24a2b2c-15a4b4c4-9a2b6c2 ,-3ab2

 a3b2+2a2b3, a+2b

 6x2+x-2 , 2x-1

 6y2+3x2-11xy , 3x-2y

 x3+y3  , x+y

 a2+4axyz+4x2y2z2, a+2xyz

 16p4-81q4 , 2p+3q

 64-a3 , a-4

 x2-8xy+16y2 , x-4y

 x4+8x2+15 , x2+5

x4+x2+1 , x2-x+1

 4a4+b4-5a2b2 , 4a2-b2

 2a2b2+5abd+3d2 , ab + d

  x4y4-1 , x2y2+1

 1-x6, 1-x+x2

 x2-8abx+15a2b2, x - 3ab

common.content_added_by

বন্ধনীর ব্যবহার (৪.১১)

84
84

একটি স্কুলের ম্যানেজিং কমিটি তাদের স্কুলের 10 জন গরীব শিক্ষার্থীর জন্য দুঃস্থ কল্যাণ তহবিল থেকে a টাকা বরাদ্দ করল। সেই টাকা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি b টাকা মূল্যের 2 টি করে খাতা ও প্রতিটি c টাকা মূল্যের 1টি করে কলম বিতরণ করা হলো। এতে কিছু টাকা উদ্বৃত্ত হলো। এই টাকার সাথে আরও d টাকা যোগ করে তা 2 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো।
উপরে বর্ণিত তথ্যগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি:

[a-(2b+c)x10+d]÷2]

এখানে, ১ম বন্ধনী (), ২য় বন্ধনী {}, ৩য় বন্ধনী [] ব্যবহার করা হয়েছে। বন্ধনী স্থাপনের নিয়ম হচ্ছে [[()]]। এ ছাড়াও রাশিটিতে প্রক্রিয়া চিহ্ন,, ও ব্যবহার করা হয়েছে। এরূপ রাশির সরলীকরণে 'BEDMAS' (B for Braket, E for Exponent, D for Division, M for Multiplication, A for Addition. S for Subtraction) অনুসরণ করা হয়। আবার, বন্ধনীর ক্ষেত্রে পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৩য় বন্ধনীর কাজ করতে হয়।

বন্ধনী অপসারণ:

লক্ষ করি: b > c

চিত্রে দেখা যায়, a + (b - c) = a + b - c

বন্ধনীর আগে '+' চিহ্ন থাকলে, বন্ধনী অপসারণে বন্ধনীর ভিতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন হয় না।

আবার, লক্ষ করি: b > c a > b - c

চিত্রে দেখা যায়, a - (b - c) = a - b + c
লক্ষ করি: a - (b - c) + (b - c) = a
আবার, a - b + c + (b - c) = a
সুতরাং, a - (b - c) = a - b + c

[ - (b - c) এর যোগাত্মক বিপরীত (b - c) ]

বন্ধনীর আগে'-' চিহ্ন থাকলে, বন্ধনী অপসারণে বন্ধনীর ভিতরের পদগুলোর চিহ্নের পরিবর্তন হয়ে বিপরীত চিহ্নযুক্ত হয়।
কাজ: নিচের রাশিগুলোর বন্ধনী অপসারণ কর।
বন্ধনীযুক্ত রাশিবন্ধনীমুক্ত রাশি
8+(6-2)
8-(6-2)8-6+2
p+q+(r-s)
p+q-(r-s)
কাজ: নিচের রাশিগুলোর মান অপরিবর্তিত রেখে বন্ধনী স্থাপন কর।
রাশিবন্ধনীর আগের চিহ্নবন্ধনীর অবস্থানবন্ধনীযুক্ত রাশি
7+5-2+২য় ও ৩য় পদ ১ম বন্ধনীভুক্ত অর্থাৎ, (5-2)7+(5-2)
7-5+2-২য় ও ৩য় পদ ১ম বন্ধনীভুক্ত অর্থাৎ (-5 + 2)7-(5-2)
a-b+c-d+৩য় ও ৪র্থ পদ ১ম বন্ধনীভুক্ত
a-b-c-d-

উদাহরণ ২১। সরল কর 6 - 2{5 - (8 - 3) + (5 + 2)}

সমাধান:

6 - 2{5 - (8 - 3) + (5 + 2)}

= 6 - 2{5 - 5 + 7}

= 6 - 2{7}

=6-14

=-8

উদাহরণ ২২। সরল কর: a+ b - (c - d)

সমাধান:

a + {b - (c - d)}

= a + {b - c + d}

= a + b - c + d

উদাহরণ ২৩। সরল কর: a - [b - {c - (d - e)} - f]

সমাধান:

a - [b - {c - (d - e)} - f]

= a - [b - {c - d + e} - f]

= a - [b - c + d - e - f]

= a - b + c - d + e + f

উদাহরণ ২৪। সরল কর 3x - [5y - {10z - (5x - 10y + 3z)}]

সমাধান:

3x - [5y - {10z - (5x - 10y + 3z)}]

= 3x - [5y - {10z - 5x + 10y - 3z}]

= 3x - [5y - {7z - 5x + 10y}]

= 3x - [5y - 7z + 5x - 10y]

= 3x - [5x - 5y - 7z]

= 3x - 5x + 5y + 7z

= - 2x + 5y + 7z

= 5y - 2x + 7z

উদাহরণ ২৫। 3x - 4y - 8z + 5 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত কর। পরবর্তীতে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত কর যেন বন্ধনীর আগে (-) চিহ্ন থাকে।

সমাধান:

3x - 4y - 8z + 5 রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে ৪৫ ও 5 প্রশ্নানুসারে, 3x - 4y - (8z - 5) আবার, 3x - {4y + (8z - 5)}

কাজ: সরল কর:

1 . x - {2x - (3y - 4x + 2y)}

2 . 8x + y - [7x - {5x - (4x - 3x - y) + 2y}]

common.content_added_by

অনুশীলনী (৪.৩)

78
78

১। 3a2b এবং -4ab2 এর গুণফল নিচের কোনটি?

(ক) - 12a2b2
(খ) -12a3b2
(গ) -12a2b3
(ঘ) - 12a3b3

২। 20a6b3 কে 4a3b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি?

() 5a3b  () 5a6b2() 5a3b2() 5a3b3

৩। - 25x3 y 5xy3 = কত?

() - 5x2y2() -5x3y2()-5x2 y3() -5x2 y2

8 a=3,b=2 হলে, (8a2b)+(-7a+4b) এর মান কত?

ক) 3
(খ) 4
(গ) 7
(ঘ) 15

৫ । x = - 1 হলে, x3+2x2-1 এর মান নিচের কোনটি?

(ক) -4
(খ)-2
(গ) ০
(ঘ) 2

10x6y5z4 কে -5x2y2z2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

()-2x4y2z3()-2x4y3z2()-2x3y3z3()-2x4y3z3

৭। 4a4-6a3+3a+14 একটি বীজগণিতীয় রাশি।
(i) বহুপদী রাশিটির চলক a
(ii) বহুপদীটির মাত্রা 4
(iii) a3 এর সহগ 6
নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৮। x = 3, y = 2 হলে (mx)y এর মান কত?

()m2()m3()m5()m6

৯। a0 হলে, a এর মান কত?

(ক) 0
(খ) a
(গ) 1
(ঘ) 1a

১০। x7+x-2 = কতো ?

()x9()x5()x-5()x-9

নিচের তথ্যের আলোকে ১১-১২ নং প্রশ্নের উত্তর দাও।

দুটি বীজগণিতীয় রাশি x + y এবং x - {x - (x - y)}

১১। দ্বিতীয় রাশির মান নিচের কোনটি?

(ক) x + y
(খ) - x - y
(গ) x - y
(ঘ) x2-y2

১২। রাশি দুটির গুণফল নিচের কোনটি?

(ক) x2+y2
(খ) (x+y)2
(গ) x - y
(ঘ) x2-y2

১৩। a5×(-a3)×a-5 = কতো ?

()a13()a8()a3()-a3

১৪। [2 - {(1 + 1) - 2}] এর সরলফল কত?

(ক) -4
(খ) 2
(গ) 4
(ঘ) 0

সরল কর (১৫ থেকে ২৯):

১৫। 7 + 2[- 8 - {- 3 - (- 2 - 3)} - 4]
১৬। - 5 - [- 8 - {- 4 - (- 2 - 3)} + 13]
১৭। 7 - 2[- 6 + 3{- 5 + 2(4 - 3)}]
১৮। x - {a + (y - b)}
১৯। 3x + (4y - z) - {a - b - (2c - 4a) - 5a}
২০। - a + [- 5b - {- 9c + (- 3a - 7b + 11c)}]
২১। - a - [- 3b - {- 2a - (- a - 4b)}]
২২। {2a - (3b - 5c)} - [a - {2b - (c - 4a)} - 7c]
২৩। - a + [- 6b - {- 15c + (- 3a - 9b - 13c)}]
২৪। - 2x - [- 4y - {- 6z - (8x - 10y + 12z)}]
২৫। 3x - 5y + [2 + (3y - x) + {2x - (x - 2y)}]
২৬। 4x + [- 5y - {9z + (3x - 7y + x)}]
২৭। 20 - [{(6a + 3b) - (5a - 2b)} + 6]
২৮। 15a + 2[3b + 3{2a - 2(2a + b)}]
২৯। [8b - 3{2a - 3(2b + 5) - 5(b - 3)}] - 3b

৩০ বন্ধনীর পূর্বে (-) চিহ্ন দিয়ে a - b + c - d এর ২য়, ৩য় ও ৪র্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন কর।

৩১। a - b - c + d - m + n - x + y রাশিতে বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে ২য়, ৩য় ও ৪র্থ পদ ও (+) চিহ্ন দিয়ে ৬ষ্ঠ ও ৭ম পদ প্রথম বন্ধনীভুক্ত কর।

৩২। 7x - 5y + 8z - 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত কর। পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত কর যেন বন্ধনীর আগে (+) চিহ্ন থাকে।

৩৩। 15x2+7x-2 এবং 5x - 1 দুটি বীজগণিতীয় রাশি।

ক. প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ কর।
খ. রাশিদ্বয়ের গুণফল নির্ণয় কর।
গ. প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ কর।

৩৪। A=x2-xy+y2, B=x2+xy+y2 এবং C=x4+x2y2+y4

ক) A - B = কত?
খ) A ও B এর গুণফল নির্ণয় কর।
গ) BC÷(B2)-A নির্ণয় কর।

common.content_added_by

চিহ্নযুক্ত রাশির ভাগ (৪.৭)

53
53

আমরা জানি,

a×(- b) = (- a) × b = - ab

সুতরাং - a × b ÷ a = - b

একইভাবে,

- ab ÷ b= - a  - ab ÷ (- a) =b  - ab ÷ (- b) = a  - ab ÷(- b) = a

-aba=a×-ba=-b

-abb=-a×bb=-a

-ab-a=-a×b-a=b

-ab-b=a×-b-b=a

লক্ষ করি:

  • একই চিহ্নযুক্ত দুটি রাশির ভাগফল (+) চিহ্নযুক্ত হবে।
  • বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির ভাগফল (-) চিহ্নযুক্ত হবে।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion