বীজগণিতীয় রাশির গুণ (৪.১)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ | - | NCTB BOOK
66
66

গুণের বিনিময়বিধি

আমরা জানি,

2 × 3 = 6 আবার 3 × 2 = 6

2 × 3 = 3 × 2 যা গুণের বিনিময়বিধি।

a, b যেকোনো দুটি বীজগণিতীয় রাশি হলে, a×b = b×a অর্থাৎ, গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে, গুণফলের কোনো পরিবর্তন হয় না। যা সাধারণ বিনিময় বিধি।

গুণের সংযোগবিধি

(2 × 3) × 4 = 6 × 4 = 24 আবার 2 (3 × 4) = 2 × 12 = 24

(2 × 3) × 4 = 2(3 × 4)  যা গুণের সংযোগবিধি।

a, b, c যেকোনো তিনটি বীজগণিতীয় রাশির জন্য (a×b)×c=a× (b×c), যা গুণের সংযোগবিধি।

গুণের সূচকবিধি

আমরা জানি,

a×a=a2,a×a×a=a3,a×a×a×a=a4

a2×a4=(a×a)(a×a×a×a)=a×a×a×a×a×a×a=a6=a2+4

সাধারণভাবে amxan = am+n যেখানে m, n যেকোনো স্বাভাবিক সংখ্যা।

এই প্রক্রিয়াকে গুণের সূচকবিধি বলা হয়।

আবার, (a3)2=a3×a3=a6=a3×2=a6

সাধারণভাবে, (am)n = anm

গুণের বণ্টন বিধি

আমরা জানি,

2(a + b) = (a + b) + (a + b) [ 2x = x + x ]

= (a + a) + (b + b)

= 2a + 2b

আবার পাশের চিত্র হতে পাই,

ABEF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল

= দৈর্ঘ্য × প্রস্থ = BE × AB=a×2=2×a=2a

আবার, ECDF আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

= EC×CD=b×2=2×b= 2b

ABCD আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল

= ABEF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল + ECDF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= 2a + 2b

আবার, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= দৈর্ঘ্য × প্রস্থ

= BC × AB

= AB × (BE + EC)

= 2× (a+b)

= 2(a + b)

2(a+b) =2a+2b.

m(a+b+c+_______) = ma + mb + mc+ _________ এই নিয়মকে গুণের বণ্টনবিধি বলা হয়।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion