১. বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি?
ক. বসার ঘর
খ. শোয়ার ঘর
গ. খাবার ঘর
ঘ. পড়ার ঘর
২. সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে-
i. ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে
ii. আন্তরিকতার অভাব থাকে
iii. প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩. কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি-
ক. অসামাজিক হয়ে যেতে পারে
খ. কম্পিউটারে দক্ষ হতে পারে
গ. লেখাপড়ায় ভালো হতে পারে
ঘ. জ্ঞানবিজ্ঞানে উন্নতি করতে পারে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রিমুর বয়স পাঁচ। ইদানীং ঘুম থেকে উঠেই সে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে। এ সময় সে বাবা-মাকে বিরক্ত করে না বলে বাবা-মাও বেশ খুশি।
৪. রিমুর ক্ষেত্রে কার্টুন দেখাকে বলা যায়-
ক. সময় কাটানো
খ. প্রয়োজন মেটানো
গ. কার্টুনের প্রতি আসক্তি
ঘ. আনন্দ উপভোগ করা
৫. রিমুর প্রতি বাবা-মার আচরণে সে-
i. অসামাজিক হয়ে উঠতে পারে
ii. শারীরিকভাবে দুর্বল হয়ে বেড়ে উঠতে পারে
iii. সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
common.read_more