তরল পদার্থে শব্দের সঞ্চালন ও শব্দের বেগ (পাঠ ৫)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান শব্দের কথা | - | NCTB BOOK
82
82

আমরা আগেই বলেছি যে, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়বীয় মাধ্যমে। পরবর্তীতে কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করব।

কাজ: তরল পদার্থে শব্দের সঞ্চালন।
প্রয়োজনীয় উপকরণ: একটি বেলুন ও কিছু পরিমাণ পানি।
পদ্ধতি:
বেলুনটিতে পানি ভর্তি কর।
বেলুনের একদিক তোমার
কানের সাথে ধর এবং অপর দিকে আস্তে করে বেলুনে আঁচড় কাট।
তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছো?
তুমি আঁচড়ের শব্দ জোরে ও স্পষ্ট শুনতে পাবে।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion