গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) (৫.৪)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ | - | NCTB BOOK
47
47

পাটিগণিত থেকে আমরা জেনেছি

12,18 ও 24 এর সাধারণ গুণনীয়কগুলো 2,3ও6। এদের মধ্যে বড় গুণনীয়কটি 6।

12,183 24 এর গ.সা.গু. 6

বীজগণিতে

xyz এর গুণনীয়কগুলো যথাক্রমে x,y,z

5x এর গুণনীয়কগুলো যথাক্রমে 5, x

3.xp এর গুণনীয়কগুলো যথাক্রমে 3, x, p

x y z, 5x, 3xp রাশিগুলোর সাধারণ গুণনীয়ক x

রাশিগুলোর গ.সা.গু. x

যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, ঐ রাশিকে প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনীয়ক বলা হয়।
দুই বা ততোধিক রাশির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) হলো এমন একটি রাশি যা সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় মানের একটি রাশি এবং যা দ্বারা প্রদত্ত রাশিগুলো নিঃশেষে বিভাজ্য হয়।

গ.সা.গু. নির্ণয়ের নিয়ম

  • পাটিগণিতের নিয়মে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগের গ.সা.গু. নির্ণয় করতে হয়।
  • বীজগণিতীয় রাশিগুলোর মৌলিক উৎপাদক বের করতে হয়।
  • সাংখ্যিক সহগের গ.সা.গু. এবং প্রদত্ত রাশিগুলোর বীজগণিতীয় সাধারণ মৌলিক উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফল হচ্ছে নির্ণেয় গ.সা.গু.।

উদাহরণ ৩২। x2yz2 এবং 10x3 y2z3 এর গ.সা.গু. নির্ণয় কর।

সমাধান: 8x2yz2=2×2×2×x×x×y×z×z

10x3y2z3=2×5×x×x×x×y×y×z×z×z

সুতরাং, দেখা যাচ্ছে সাধারণ গুণনীয়কগুলো 2, x, x, y, z, z.

নির্ণেয় গ.সা.গু. 2×x×x×y×z×z=2x2yz2

উদাহরণ ৩৩। 2(a2-b2) এবং (a2-2ab+b2) এর গ.সা.গু. নির্ণয় কর।

সমাধান:

১ম রাশি = 2(a2-b2)=2(a+b)(a-b)

২য় রাশি = a2-2ab+b2=(a-b)(a-b)

এখানে সাংখ্যিক সহগ 2 ও1 এর গ.সা.গু. = 1.

এবং সাধারণ মৌলিক উৎপাদক বা গুণনীয়ক (a-b)

নির্ণেয় গ.সা.গু. 1 × (a - b)

=(a-b)

উদাহরণ ৩৪। x2-4, 2x+4 এবং x2+5x+6 এর গ.সা.গু. নির্ণয় কর।

সমাধান:

১ম রাশি =x2-4=(x+2)(x-2)

২য় রাশি = 2x + 4 = 2(x + 2)

৩য় রাশি =x2+5x+6=x2+2x+3x+6

= x(x + 2) + 3(x + 2) = (x + 2)(x + 3)

এখানে প্রদত্ত রাশিগুলোর সাংখ্যিক সহগ 1, 2 এবং 1 এর গ.সা.গু. = 1

সাধারণ মৌলিক উৎপাদক = (x + 2)

নির্ণেয় গ.সা.গু. 1 × (x + 2) = (x + 2)

কাজ: গ.সা.গু. নির্ণয় কর:

 3x33y2, 2x2y3

 3xy, 6x2y, 9xy2

 (x2-25), (x-5)2

8  x2-9, x2+7x+12, 3x+9

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion