নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণসহ বলো। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো।
ক. কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে।
খ. ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে।
গ. এ বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক।
ঘ. এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে।
ঙ. রাত্রির গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জ্বলজ্বল করে।
চ. কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয়।
ছ. কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম!
জ. লোকটি হনহন করে হেঁটে গেল। ঝ. শনশন বায়ু বইছে।
ঞ. আজ হাড় কনকনে শীত!
ট. কবি কবি চেহারা অমলের।
common.read_more