কপার টিউব কাটিং (৫.২.২)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
299
299

কপার টিউব কাটিং (Copper Tube Cutting)

বিভিন্ন প্রকার ধাতু খন্ডকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেয়াকে কাটিং বলে। রেগ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজে অধিকাংশ ক্ষেত্রেই কপার টিউব বা পাইপ এবং অ্যালুমিনিয়াম টিউব ব্যবহার করা হয়। তাই এই টিউব বা পাইপ ব্যবহার করার প্রয়োজনে কাটার দরকার হয়। রেক্সিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর কাজে অধিকাংশ ক্ষেত্রে টিউব কাটারের ব্যবহার হয়। এর মাধ্যমে খুব সহজেই বিভিন্ন সাইজের অ্যালুমিনিয়াম টিউব ও কপার টিউব কাটা যায়। এছাড়াও মিনি টিউব কাটার, পাইপ কাটার, হ্যাকস, মিনি হ্যাকস ইত্যাদি ব্যবহার করা হয়।

রিমিং/ডিবুরিং (Rimming/Deburring)

কপার টিউব কাটার পর কাটিং ডিস্কের চাপে টিউবের কিছু অংশ টিউবের ভেতরের দিকে চেপে যায়। ক্লান্সারিং ও সোয়াজিং করার আগে এই চেপে যাওয়া অংশ বের করতে হয়। রিমার বা ডিবুরিং টুলস এর সাহায্যে এই চেপে যাওয়া অংশ বের করা হয়।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion