সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. কীভাবে আবাদ মাধ্যম তৈরি করা হয়?
২. টিস্যুকালচার বলতে কী বোঝ?
৩. এক্সপ্ল্যান্ট কী?
৪. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
৫. ট্রান্সজেনিক কী?
রচনামূলক প্রশ্ন
১. উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যুকালচার প্রযুক্তির ভূমিকা উল্লেখ কর।
২. শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা আলোচনা কর।
কখ
বহুনির্বাচনি প্রশ্ন
১. DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?
ক. লাইগেজ
খ. রেস্ট্রিকশন
গ. লেকটেজ
ঘ. লাইপেজ
২. জীবপ্রযুক্তির প্রয়োগ হয়-
i. গাঁজনে
ii. টিস্যুকালচারে
iii. ট্রান্সজেনিক জীব উৎপন্নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
ইমতিয়াজ তার বন্ধুর বাড়িতে গিয়ে খুবই ভালো জাতের একটি বেল গাছের সন্ধান পেল। সে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের জন্য গাছটির পার্শ্বমুকুল নিয়ে এলো এবং তার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ল্যাবে এর চারা তৈরি করল।
৩. ল্যাবে ইমতিয়াজের গৃহীত প্রক্রিয়াটি কী?
ক. জিন স্থানান্তরকরণ
খ. হরমোন প্রয়োগ
গ. এনজাইমের ব্যবহার
ঘ. টিস্যুকালচার
৪. ল্যাবে ইমতিয়াজের কার্যক্রমের ক্রমানুযায়ী ধাপগুলো কোনটি?
ক. আবাদ মাধ্যম তৈরি এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর অণুচারা উৎপাদন মূল উৎপাদন
খ. আবাদ মাধ্যম তৈরি অণুচারা উৎপাদন মূল উৎপাদন এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
গ. মাতৃউদ্ভিদ নির্বাচন আবাদ মাধ্যম তৈরি এক্সপ্লান্ট স্থাপন অণুচারা উৎপাদন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
ঘ. মাতৃউদ্ভিদ নির্বাচন আবাদ মাধ্যম তৈরি ক্যালাস তৈরি → এক্সপ্লান্ট স্থাপন → প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর
সৃজনশীল প্রশ্ন
১. জিন প্রকৌশলী ড. হায়দারের বাগানের লেবু গাছগুলোতে প্রচুর লেবুর ফলন হলেও গাছগুলো দ্রুত রোগাক্রান্ত হয়ে মারা যায়। তিনি লক্ষ করলেন তার বাড়ির পাশের জঙ্গলে একজাতের লেবুগাছ রয়েছে যাতে খুব একটা লেবু না হলেও গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। এ দুটি লেবুর জাত থেকে তিনি অধিক ফলনশীল রোগ প্রতিরোধী একটি জাত উদ্ভাবন করলেন। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় এর চারা উৎপাদন না করে ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় এর চারা তৈরি করলেন।
ক. জীবপ্রযুক্তি কী?
খ. GMO বলতে কী বোঝায়?
গ. ড. হায়দারের লেবুগাছের জাত উন্নয়নের কৌশল ব্যাখ্যা কর।
ঘ. ড. হায়দারের বিশেষ প্রক্রিয়ায় চারা তৈরি করার কারণ বিশ্লেষণ কর।
common.read_more