অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) বর্ণের উচ্চারণ | - | NCTB BOOK
334
334

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে? 

ক. অশ্ব খ. পক্ব গ. বিশ্বাস ঘ. শ্বশুর 

২. 'অদ্য' শব্দের উচ্চারণ - 

ক. ওদ্‌দো খ. অদদো গ. অদ্‌দো ঘ. ওইদ্‌দো 

৩. 'ঋণ'-এর উচ্চারণ -

ক. রিন্ খ. রিণ্‌ গ. ঋন্ ঘ. ঋণ 

৪. কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? 

ক. ক্ষ খ. গ গ. ৎ ঘ. ঞ 

৫. 'আ' কখনো অ্যা-এর মতো উচ্চারিত হয়, যেমন- 

ক. রাত খ. কাতুকুতু গ. জ্ঞান ঘ. একা 

৬. 'এ' বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ - 

ক. একটি খ. এবার গ. দেশ ঘ. খেলা

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

common.read_more

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion