অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) ক্রিয়া | - | NCTB BOOK
301
301

সঠিক উত্তরে টিক চিহ্ন (খ) দাও।

১. বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়? 

ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. যোজক 

২. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়? 

ক. প্রত্যয় খ. অনুসর্গ গ. বিভক্তি ঘ. উপসর্গ 

৩. ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় - 

ক. পুরুষ ভেদে খ. কাল ভেদে গ. বচন ভেদে ঘ. ক ও খ উভয়ই 

৪. নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? 

ক. সে গান করে আনন্দ পায় খ. রাতের বেলা আকাশে চাঁদ ওঠে গ. ভালো করে পড়াশোনা করবে ঘ. পড়াশোনা করলে ভালো ফল হবে 

৫. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? 

ক. শর্ত খ. ভূত গ. ভাবী ঘ. সবগুলোই 

৬. নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? 

ক. সে বই পড়ছে গ. তিনি আমাকে বই দিলেন খ. লতা ঘুমায় ঘ. সে গল্প লিখছে

৭. অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?

ক. সরল ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া খ. নাম ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

৮. সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে? 

ক. সংযোগ ক্রিয়া খ. নাম ক্রিয়া গ. সরল ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া

৯. নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? 

ক. এগিয়ে চলা খ. উদয় হওয়া গ. ডিগবাজি খাওয়া ঘ. বৃদ্ধি পাওয়া 

১০. ধ্বন্যাত্মক নামক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? 

ক. চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে। খ. পাখিটা ছটফটাচ্ছে। গ. ঘণ্টা বেজে উঠল। ঘ. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

সে গান করে আনন্দ পায়
রাতের বেলা আকাশে চাঁদ ওঠে
ভালো করে পড়াশোনা করবে
পড়াশোনা করলে ভালো ফল হবে

common.read_more

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion