অনুশীলনী (১০.৩)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - গণিত সর্বসমতা ও সদৃশতা | - | NCTB BOOK
67
67

১।

চিত্রে ABCD সামান্তরিক। ∠ B = কত?
(ক) ∠ C
(খ) ∠ D
(গ) ∠ A - ∠ D
(ঘ) ∠ C - ∠ D

২। ABC এ ∠ B > ∠ C হলে কোনটি সঠিক?
(ক) BC > AC
(খ) AB > AC
(গ) AC > BC
(ঘ) AC > AB

৩। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
(ক) ১ সমকোণ
(খ) ২ সমকোণ
(গ) ৩ সমকোণ
(ঘ) ৪ সমকোণ

81 ABC - এ ∠ A = 70° ∠ B = 20°হলে ত্রিভুজটি কী ধরনের?
(ক) সমকোণী
(খ) সমদ্বিবাহু
(গ) সূক্ষ্মকোণী
(ঘ) সমবাহু

৫। নিচের প্রতিটি চিত্রে ত্রিভুজ দুটির সদৃশতার কারণ বর্ণনা কর।

৬। প্রমাণ কর যে, নিচের প্রতিটি চিত্রের ত্রিভুজ দুটি সদৃশ।

৭। দেখাও যে, PTN এবং RWT সদৃশ।

৮। DY রেখাংশ ∠CDW কোণটির দ্বিখণ্ডক। দেখাও যে, CDY ও YDW সদৃশ।

৯। নিচের প্রতিটি সদৃশ ত্রিভুজ জোড়া থেকে y এর মান বের কর।

১০। প্রমাণ কর যে, চিত্রের ত্রিভুজ তিনটি সদৃশ।

১১। চতুর্ভুজ দুটির অনুরূপ কোণ ও অনুরূপ বাহুগুলো চিহ্নিত কর। চতুর্ভুজ দুটি সদৃশ কি-না যাচাই কর।

১২। 1 মিটার দৈর্ঘ্যের একটি লাঠি মাটিতে দণ্ডায়মান অবস্থায় 0.4 মিটার ছায়া ফেলে। একই সময়ে একটি খাড়া গাছের ছায়ার দৈর্ঘ্য 7 মিটার হলে গাছটির উচ্চতা কত?

১৩। ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB AC এবং D, BC এর মধ্যবিন্দু। DE ও DF যথাক্রমে AC ও AB এর উপর লম্ব।
(ক) তথ্যের আলোকে ABC ত্রিভুজটি অঙ্কন করে D বিন্দুটি চিহ্নিত কর।
(খ) দেখাও যে, AD BC
(গ) প্রমাণ কর যে, DE = DF

১৪। ABC' সমদ্বিবাহু ত্রিভুজের AB=AC, এর অভ্যন্তরে D এমন একটি বিন্দু যেন BDC সমদ্বিবাহু ত্রিভুজ হয়।
(ক) বর্ণনা অনুযায়ী চিত্রটি অঙ্কন কর।
(খ) প্রমাণ কর যে, ∠ZABC = ∠ACB
(গ) দেখাও যে, ∆ABD = ∆ACD

১৫। ∆ABC এ AB = AC এবং BE ও CF যথাক্রমে AC ও AB এর উপর লম্ব।
(ক) বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন কর।
(খ) দেখাও যে, ∠B = ∠C
(গ) প্রমাণ কর যে, BE = CF

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion