বহুনির্বাচনি প্রশ্ন
১. শিশু বেড়ে উঠার প্রথম সূতিকাগার কোনটি?
ক. পরিবার
গ. ধর্মীয় প্রতিষ্ঠান
খ. শিক্ষা প্রতিষ্ঠান
ঘ. খেলার সাথি
২. যৌথ পরিবার শিশুদের মধ্যে-
i. অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়
ii. বিলাসী জীবন যাপনের মনোভাব তৈরি করে
iii. অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
গ. ii ও iii
খ. iও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফারুক ও হাসিব একই শ্রেণিতে পড়ে। হাসিব প্রায়ই মা-বাবার সাথে বেড়াতে যায়। হাসিব সব সময় হাসিখুশি থাকে। ফারুকের মা-বাবা আলাদা বসবাস করেন। ফারুক মায়ের সাথে থাকলেও সব সময় তার মন খারাপ থাকত, তবে এখন সে তার মা এবং বাবা দুজনের বাসাতেই সপ্তাহে ৩ দিন করে থাকে, ফলে তার এখন অনেক ভালো লাগে।
৩. ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কী?
ক. পারিবারিক পরিবেশ
গ. শিক্ষা প্রতিষ্ঠান
খ. সহপাঠী
ঘ. প্রতিবেশী
8. ফারুক ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে পারে?
ক. বন্ধুদের এড়িয়ে চলবে
খ. সহপাঠীদের সাহায্য করবে
গ. নিয়মিত স্কুলে আসা যাওয়া করবে
ঘ. অন্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে
সৃজনশীল প্রশ্ন
১. মেহরিমা ও জেরিন দুই বান্ধবী। জেরিনদের বাসায় তার মা-বাবা ও একটি ছোটো ভাই থাকে। মেহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড়ো ডাইনিং টেবিলে চাচা-চাচি, দাদা-দাদিসহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমাসহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। জেরিনের খুব ভালো লাগল।
ক. সামাজিকীকরণ কী?
খ. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম 'মা'-ব্যাখ্যা কর।
গ. জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার-ব্যাখ্যা কর।
ঘ. সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখ।
common.read_more