অনুশীলনী

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - বিজ্ঞান উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য | - | NCTB BOOK
726
726

শূন্যস্থান পূরণ কর।

১। মিষ্টি আলু একটি রূপান্তরিত __________।

২। কাঁচা হলুদ একটি রূপান্তরিত __________।

৩। ফনীমনসা একটি রূপান্তরিত __________।

81 মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে __________।

৫। পাতার প্রধান কাজ __________ করা।

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১। গোল আলু মূল নয় কেন?
২। ফনীমনসার দেহটি কান্ড না পত্র, ব্যাখ্যা কর।
৩। পাতা কী কী কারণে রূপান্তরিত হয়?
৪। কান্ডের বিশেষ কাজগুলো উল্লেখ কর।
৫। মূল কী কী কারণে রূপান্তরিত হয়?

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে?

ক. ডালিয়া
খ. আম আদা
গ. মিষ্টি আলু
ঘ. করলা

২. রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো-
i. সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে
ii. পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত
iii. মাটির নিচে সমান্তরালভাবে থাকে
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

৩. M চিহ্নিত অংশটির কাজ হচ্ছে-
i. খাদ্য জমা রাখা
ii. কাক্ষিক মুকুলকে রক্ষা করা
iii. প্রজননে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪. উদ্দীপকের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়?

ক. M ও N
খ. N ও O
গ. O ও P
ঘ. M ও P

সৃজনশীল প্রশ্ন

১.

ক. বুলবিল কী?
খ. পাথরকুচি পাতার মাধ্যমে কীভাবে প্রজনন ঘটে?
গ. চিত্র X এর ব্যবহারিক দিক ব্যাখ্যা কর।
ঘ. Y ও Z এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা কর।

২.

ক. অফসেট কী?
খ. কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. ১ম চিত্রে M চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
ঘ. R ও N উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা কর।

নিজেরা কর
১। মরিচ গাছ, ঘাস, এক খণ্ড আদা, এক খণ্ড কাঁচা হলুদ, আমরুল শাক, কচুর লতি, ফণীমনসা ও বেলকাঁটা সংগ্রহ কর। এদের কান্ড কোন প্রকৃতির তা খাতায় নোট কর এবং তোমার কথার স্বপক্ষে যুক্তি দাও।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion