১। এর বর্গমূল কত?
(ক)
(খ)
(গ)
(ঘ)
২। ১.১০২৫ এর বর্গমূল কত?
(ক) ১.৫
(খ) ১.০০৫
(গ) ১.০৫
(ঘ) ০.০৫
৩। একটি মূলদ সংখ্যা হলো-
(i) ০
(ii) ৫
(iii)
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯।
এই তথ্য থেকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
8।একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
(ক) ১২
(খ) ১১
(গ) ৯
(ঘ) ৮
৫। সংখ্যা দুটির বর্গের যোগফল কত?
(ক) ২৮১
(খ) ২২১
(গ) ১৮১
(ঘ) ১৬৪
৬। ০.০১ এর বর্গমূল নিচের কোনটি?
(ক) ০.০১
(খ) ০.১
(গ) ০.০০১
(ঘ) ০.০০০১
৭। কোনো সংখ্যার একক স্থানীয় অংক ২ বা ৮ হলে তার বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে-
(ক) ২
(খ) 8
(গ) ৬
(ঘ) ৮
৮। কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গসংখ্যা হবে?
(ক) ৩
(খ) ৫
(গ) ৭
(ঘ) ১১
৯। নিচের কোনটি অমূলদ সংখ্যা
(ক)
(খ)
(গ)
(ঘ)
১০। একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারাগাছ কিনে আনেন। প্রত্যেকটি চারাগাছের মূল্য ১২ টাকা।
(ক) চারাগাছগুলো কিনতে তাঁর কত খরচ হয়েছে?
(খ) বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে?
(গ) খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
১১। বর্গমূল নির্ণয় কর।
(ক) ০.৩৬
(খ) ২.২৫
(গ) ০.০০৪৯
(ঘ) ৬৪১.১০২৪
(ঙ) ০.০০০৫৭৬
(চ) ১৪৪.৮৪১২২৫
১২। দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর।
(ক) ৭
(খ) ২৩.২৪
(গ) ০.০৩৬
১৩। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় কর।
(ক)
(খ)
(গ)
(ঘ)
১৪। তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর।
(ক)
(খ)
(গ)
১৫। ৫৬৭২৮জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
১৬। কোনো বিদ্যালয়ের ২৭০৪জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কর।
১৭। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ২০৪৮০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা নির্ণয় কর।
১৮। কোনো বাগানে ১৮০০ টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় কর।
১৯। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গসংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?
২০। একটি ধানক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার ১০ গুণ। দৈনিক মোট মজুরি ৬২৫০ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের কর।
২১। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে, সংখ্যা দুটি নির্ণয় কর।
২২। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় কর যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গসংখ্যা।
common.read_more