অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - জীববিজ্ঞান (নতুন সংস্করণ) গ্যাসীয় বিনিময় | - | NCTB BOOK
121
121

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. কোষীয় শ্বসন কাকে বলে?
২. প্লুরার কাজ কী?
৩. ব্রংকাইটিস কী?
৪. মধ্যচ্ছদার কাজ কী?
৫. নিউমোনিয়া কেন হয়?

রচনামূলক প্রশ্ন
১. যক্ষ্মা রোগের লক্ষণগুলো লেখ।

বহুনির্বাচনি প্রশ্ন
১. নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. প্রোটোজোয়া

২. উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে-

  1. স্টোমাটা
  2. লেন্টিসেল
    iii. মূলরোম
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii
    খ. i ও ii
    গ.
    ঘ. i, ii ও iii
    নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
    শারীরিক দুর্বলতার জন্য রিতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার দেহে রন্ত্রের একটি বিশেষ কণিকার অপর্যাপ্ততার কথা জানান। ঘাটতি পূরণে ডান্তার তাকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণে খেতে পরামর্শ দিলেন।
    ৩. রিতার রস্ত কোনটির অভাব রয়েছে?
    ক. লোহিত রক্তকণিকা
    খ. শ্বেত রুস্তকণিকা
    প. অণুচক্রিকা
    ঘ. রক্তরস
    ৪. বিশেষ কণিকাটি-
  3. লৌহ উপাদান যুক্ত
  4. অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
  5. কার্বন ডাই-অক্সাইড ধারণ করে
    নিচের কোনটি সঠিক?
    ক. i ও ii
    খ. I ও iii
    গ. ii ও iii
    ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

১-

ক. রক্তের কোন কণিকা অক্সিজেন বহন করে?
খ. ট্রাকিয়া বলতে কী বোঝায়?
প. চিত্রে P-এর সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

ঘ. চিত্রে গ্যাস বিনিময়ের ক্ষেত্রে P ও Q একে অপরের উপর নির্ভরশীলতার বিষয়টি তোমার যুক্তির আলোকে বিশ্লেষণ কর।


2. রাশেদ ও জামিল জাহাজ ভাঙা শিল্পে কাজ করেন। কাশি ও বুকে ব্যথাসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভোগায় উভয়ে ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হন যে রাশেদের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। অন্যদিকে জামিলের রোগটি শ্বসন অঙ্গ ছাড়াও অন্ধ্র ও হাড়ে বিস্তার লাভ করেছে।
ক. মধ্যচ্ছদা কী?
খ. বহিঃশ্বসন বলতে কী বোঝায়?
গ. রাশেদের দেহে রোগটি কীভাবে ছড়ায়? ব্যাখ্যা কর।
ঘ. রাশেদ ও জামিলের রোগ দুটির মধ্যে কোনটির নিরাময় তুলনামূলকভাবে সহজতর- কারণ বিশ্লেষণ কর।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion