বাংলাদেশের জেলা পরিচিতি

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
3.3k
3.3k
common.please_contribute_to_add_content_into বাংলাদেশের জেলা পরিচিতি.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ঢাকা জেলা

829
829

ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা জেলার প্রধান ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির শহর। আন্তর্জাতিকভাবে ঢাকা একটি অতিমহানগরী মেগাসিটি (১১তম); ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর।

জেনে নিই

  • মনে করা হয়- বল্লাল সেন কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির থেকে এর নামকরণ করা হয়- ঢাকা।
  • পুরাতন নাম-ঢাবেক্কা, ঢাক্কা, জাহাঙ্গীরনগর।
  • ঢাকা বাংলার রাজধানী হয়েছে মোট ৫ বার।
  • প্রথম: ১৬১০ সালে সুবেদার ইসলাম খাঁ কর্তৃক।
  • দ্বিতীয়: ১৬৬০ সালে মীর জুমলা রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন।
  • তৃতীয়: ১৯০৫ বঙ্গঙ্গের সময়- লর্ড কার্জন কর্তৃক।
  • চতুর্থ: ১৯৪৭ সাল : ভারত-পাকিস্তান বিভক্তির সময়।
  • পঞ্চম: ১৯৭১ সাল: স্বাধীনতা যুদ্ধের পর। স্বাধীনতার পূর্বে ঢাকা রাজধানী ছিল- ৪ বার।
  • ১৮৬৪ সালে ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধ দেওয়া হয়।
  • ১৯০১ সালে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু হয়। (আহসান মঞ্জিলে) ।
  • প্রাক মুঘল আমলের নির্মিত ঢাকার সর্বপ্রাচীন মসজিদ-বিনত বিবির মসজিদ।
  • গুরুদুয়ারা নামক শাহী মন্দির- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশে শিখদের একমাত্র মন্দির)।
  • নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
  • আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট- ঢাকার সেগুন বাগিচায়।
  • আফগান দুর্গ- ঢাকার কেন্দ্রীয় কারাগারে। সামরিক যাদুঘর- মিরপুর।
  • ঢাকা শহরের গ্যাস সরবরাহ করা হয়- তিতাস গ্যাস ক্ষেত্র থেকে।
  • SPARRSO-Spacer Research and Remote Sensing Organization প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ঢাকার আগারগাও এ অবস্থিত।
  • ICDDRB, IJSG, CIRDAP-এর সদর দপ্তর ঢাকায়।
  • BAEC-Bangladesh Atomic Energy Commission এর সদর দপ্তর বাংলা একাডেমি, ঢাকা
  • সার্ক কৃষি তথ্য কেন্দ্র (SAIC) কোথায় অবস্থিত-ফার্মাগেট, ঢাকা। (প্রতিষ্ঠা-১৯৮৯)।
  • বাংলাদেশের বেতারের সদর দপ্তর ঢাকার আগারগাঁও (১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন)।
  • ঢাকার প্রথম সংবাদপত্র- ঢাকা প্রকাশ (১৮৬১ সালে প্রকাশিত হয়)।
  • বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সদর দপ্তর- পুরানা পল্টন, ঢাকা ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব : নবাব আব্দুল গনি, খাজা আহসান উল্লাহ, নবাব সলিমুল্লাহ,
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইসলাম খান
সরফরাজ খান
মুর্শিদ কুলি খান
ঈশা খান
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট
যুব কেন্দ্ৰ
জাতীয় যুব কেন্দ্র
NIIT
আব্দুস সালাম
শফিউর রহমান
আবদুল আউয়াল
রফিক উদ্দিন
ব্রিটিশ আমলে
সুলতানি আমলে
মুঘল আমলে
স্বাধীন নবাবী আমলে
ব্রিটিশ আমলে
মুঘল আমলে
সুলতানী আমলে
নবাবী আমলে

মুন্সিগঞ্জ জেলা

447
447
  • মুন্সীগঞ্জের পূর্বনাম বিক্রমপুর, ইন্দ্রাকপুর ।
  • হায়দার আলী মুন্সীর নামানুসারে মুন্সীগঞ্জ নামকরণ করা হয়। ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত।
  • ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্রজেন দাস (৬বার অতিক্রম) এর বাড়ী- মুন্সীগঞ্জে।
  • বৌদ্ধ ধর্মের প্রচারক অতীশ দীপংকরের বাড়ী- মুন্সীগঞ্জে।
  • ইন্দ্রাকপুর দুর্গ- মুন্সীগঞ্জে। দেশের প্রথম ওষুধ শিল্পনগরী বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জে।
  • মাওয়া ফেরীঘাট- মুন্সীগঞ্জে ।
  • পদ্মা সেতু নির্মিত হয়েছে মাওয়া- জাজিরা পয়েন্ট।
  • বিখ্যাত ব্যক্তিত্ব: স্যার জগদীশ চন্দ্র বসু, দেশবন্ধু চিরঞ্জন দাস, ইমদাদুল হক মিলন (ঔপনাসিক)।
common.content_added_by

মানিকগঞ্জ জেলা

447
447
  • প্রাচীন নাম- চন্দ্রপ্রতাপ ।
  • মানিক চাঁদের নামানুসারে মানিকগঞ্জ নামকরণ করা হয়।
  • একচালা দুর্গ শিবালয়- মানিকগঞ্জে।
  • দত্ত গুপ্তদের বাসভবন- মানিকগঞ্জে।
  • ইমাম পাড়া জামে মসজিদ- মানিকগঞ্জে
  • দর্শনীয় স্থান: কালিয়াটি প্রাসাদ, তেওয়া জমিদার বাড়ি
  • বিখ্যাত ব্যক্তিত্ব: হীরালাল সেন (উপমহাদেশের চলচ্চিত্রের জনক), ড. দীনেশ চন্দ্র সেন (সাহিত্যিক)
common.content_added_by

গাজীপুর জেলা

803
803
  • পূর্বনাম- জয়দেবপুর।
  • মুসলিম বীর পালোয়ান গাজীর নামানুসারে গাজীপুর নামকরণ হয়।
  • বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি- গাজীপুরে।
  • বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়- গাজীপুরে।
  • সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট- ১০ টাকার নোট।
  • বাংলাদেশে প্রথম নোট চালু হয়- ৪ মার্চ, ১৯৭২ সালে।
  • ভাওয়ালের গড়- গাজীপুরে। এখানে গজারি বৃক্ষ পাওয়া যায়।
  • বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা- গাজীপুরে অবস্থিত।
  • BARI (Bangladesh, Agricultural Research Institute) জয়দেবপুর, গাজীপুর।
  • BRRI (Bangladesh Rice Research Institute) জয়দেবপুর, গাজীপুর।
  • বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি উদ্যান- কাশিমপুর, গাজীপুর।
  • কিশোর অপরাধ কেন্দ্র টঙ্গী, গাজীপুর।
  • দেশের প্রথম নারী কারাগার- গাজীপুরে (স্থাপিত ১৯৮২ সালে)।
  • ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)- গাজীপুর
  • আনসার একাডেমী সফিপুর, গাজীপুর। তেলবীজ গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর।
  • উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় সদর দপ্তর- গাজীপুরে।
  • মধুপুরের বনভূমিকে পত্রঝরা বন বলা হয়। মধুপুরের বনভূমি- শাল বৃক্ষের জন্য বিখ্যাত ।
  • সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক “বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে কালিয়াকৈরে
  • তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়- গাজীপুরের তুরাগ নদীর তীরে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নারায়ণগঞ্জ জেলা

746
746

বিশ্ব ধর্মের দেবতা নারায়ণ ঠাকুরের নামানুসারে নারায়ণগঞ্জ নামকরণ করা হয় এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর- নারায়ণগঞ্জ। পৃথিবীর বৃহত্তম পাটকল “ আদমজি” পাটকল নারায়ণগঞ্জে যা প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে এবং বন্ধ হয় ২০০২ সালের ৩০ জুন।

জেনে নিই

  • লোকশিল্প যাদুঘর (সোনারগাও) মোঘল আমলে বাংলার রাজধানী ছিল ।
  • বাংলার রাজধানী সোনারগাঁয়ে স্থাপন করেন- ঈসা খাঁ ।
  • সোনারগাও থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিখ্যাত রোডের নাম- গ্রান্ড টাঙ্ক রোড (নির্মাতা শেরশাহ)।
  • বাংলার তাজমহল নামে খ্যাত- সোনারগাও।
  • বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ১৩৪৫ সালে সোনারগাঁ ভ্রমণ করেন ।
  • বসুন্ধরা কাগজ কল-নারায়ণগঞ্জে (কাঁচামাল আমদানিকৃত মন্ড)।
  • আনন্দ শিপইয়র্ড লিমিটেড- নারায়ণগঞ্জে
  • বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম “স্টেলা মেরিস”। নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড
  • বাংলাদেশের প্রথম ট্যানারি স্থাপন করা হয়- নারায়ণগঞ্জে (১৯৫০ সালে)।
  • সোনার গাঁয়ের ঐতিহাসিক স্থান: পানাম নগর, সোনাবিবির মাজার, বিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের মাজার, ঈসা খাঁর স্মৃতি বিজড়িত লোক ও কারুশিল্প যাদুঘর, গ্রান্ড টাঙ্ক রোড
  • বিখ্যাত ব্যক্তিত্ব: জ্যোতিবসু (পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী), কে. এম শফিউল্লাহ ।
common.content_added_by

নরসিংদী জেলা

648
648
  • রাজা নরসিংহ এর নামানুসারে নামকরণ করা হয়।
  • মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
  • একমাত্র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র- নরসিংদীতে।
  • "ওয়ারি বটেশ্বর” বাংলাদেশে আবিষ্কৃত সর্বশেষ প্রত্মতাত্ত্বিক নিদর্শন।
  • বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন হয়েছে- নরসিংদী জেলার করিমপুর ও নাজরপুরে।
common.content_added_by

টাঙ্গাইল জেলা

421
421
  • যমুনা নদীর তীরে অবস্থিত। বৃটিশ আমলে টেংগু সাহেবের আমল থেকে টাঙ্গাইল নামকরণ করা হয়।
  • বিখ্যাত আতিয়া জামে মসজিদ, ইছামতি দীঘি, সাগরদীঘি- টাঙ্গাইলে।
  • দর্শনীয় স্থান: মধুপুরের গড়, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব: আবু সাইদ চৌধুরী (সাবেক রাষ্ট্রপতি), নাট্যকার মামুনুর রশিদ, বীর কাদের সিদ্দিকী, সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
common.content_added_by

কিশোরগঞ্জ জেলা

1k
1k
  • কিশোরগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
  • নন্দকিশোর প্রামানিক এর নামানুসারে কিশোরগঞ্জের নামকরণ করা হয়েছে।
  • প্রস্তাবিত ৬৫ তম জেলা- ভৈরব (কিশোরগঞ্জে)।
  • বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, বীরপ্রতীক সেতারা বেগমের বাড়ি কিশোরগঞ্জে।
  • দর্শনীয় স্থান: ঐতিহাসিক জঙ্গল বাড়ি, এগারসিন্ধু দুর্গ, বিখ্যাত শোলাকিয়া ঈদগাহ মাঠ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এ্যাডভোকেট আব্দুল হামীদ, সৈয়দ নজরুল ইসলাম ও শিল্পচার্য জয়নুল আবেদীন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বায়তুল মোকাররম.ঢাকা
জাতীয় ঈদগাহ ,ঢাকা
শাহ মখদুম মসজিদ ,রাজশাহী
শোলাকিয়া ,কিশোরগঞ্জ
বায়তুল মোকাররম ---ঢাকা
শাহ মখদুম মসজিদ---রাজশাহী
জাতীয় ঈদগাহ ---ঢাকা
শোলাকিয়া ---কিশোরগঞ্জ

শরিয়তপুর জেলা

461
461
  • হাজী শরীয়তুল্লাহ এর নামানুসারে শরীয়তপুরের নামকরণ করা হয়।
  • হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের প্রথম মুসলমান নেতা।
  • বিখ্যাত ব্যক্তিত্ব: হাজী মোঃ শরীয়তুল্লাহ, দুদু মিয়া, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলীম, অতুল প্রসাদ সেন, ঔপন্যাসিক আৰু ইসহাক ।
  • দর্শনীয় স্থান: কীর্তিনাশা মঠ
common.content_added_by

মাদারীপুর জেলা

411
411
  • হযরত বদর উদ্দিন মাদার শাহ (রাঃ) এর নামানুসারে মাদারীপুর জেলার নামকরণ হয়েছে।
  • তানলফ সাহেবের নীলকুঠি- মাদারীপুরের আউলিয়াপুর।
  • ডাঃ জোহরা বেগম উপমহাদেশের প্রথম মহিলা তিনি ঢাকা মেডিকেল কলেজে গাইনী বিভাগ চালু করেন।
  • দর্শনীয় স্থান: শাহ মাদারের দরগাহ, আউলিয়ার নীলকুঠি, শুকনি লেক, অন্নপূর্ণা মন্দির।
  • কৃতি সন্তান- স্থপতি এফ আর খান (ফজলুর রহমান), সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ আবুল হোসেন।
common.content_added_by

ফরিদপুর জেলা

499
499
  • পূর্বনাম- ফতেহাবাদ এটি আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত।
  • পীরে কামেল হযরত শেখ ফরিদের নামানুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর।
  • নদী গবেষণা ইনিস্টিটিউট-ফরিদপুরে। নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকায় প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে । পরবর্তীতে ১৯৮৮ সালে ফরিদপুরে স্থানান্তরিত করা হয়
  • কৃতিসন্তান- কবি জসীমউদ্দীন, নওয়াব আব্দুল লতিফ (সমাজ সংস্কারক), মহাকবি আলাওল, বীরশ্রেষ্ঠ মুন্সী , আব্দুল রউফ।
  • দর্শনীয় স্থান: শ্রী অঙ্গন, আটরশি ।
common.content_added_by

রাজবাড়ি জেলা

552
552
  • প্রাচীন নাম- গোয়ালন্দ, এটি পদ্মা নদীর তীরে অবস্থিত।
  • সম্রাট আকবরের আমলে এই জনপদে একটি রাজবাড়ি ছিল রাজার বাড়ি থেকে রাজবাড়ি নামকরণ করা হয়।
  • রাজবাড়ি জেলার গোয়ালন্দ দৌলদিয়া নামক স্থানে যমুনা নদী মিলিত হয়েছে।
  • দর্শনীয় স্থান- কবি মোশাররফ হোসেনের সমাধি, বালিয়াকান্দি জমিদার বাড়ি, দৌলতদিয়া ঘাট।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- মীর মোশারফ হোসেন, ড. কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, কাজী আব্দুল ওদুদ।
common.content_added_by

গোপালগঞ্জ জেলা

452
452
  • রাসমনির নাতি গোপালের নামানুসারে গোপালগঞ্জ নামকরণ হয়।
  • মধুমতি নদীর তীরে অবস্থিত।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (জাতির জনক ও বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট) ।
  • ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
  • কবি সুকান্ত ভট্টাচার্য, ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী)।
common.content_added_by

সিলেট জেলা

636
636
  • শিলাহাট থেকে সিলেট এর উৎপত্তি। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত।
  • পূর্বনাম- শ্রীহট্ট/জালালাবাদ । ৩৬০ আউলিয়ার শহর বলা হয়- সিলেটকে।
  • ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম (বাংলাদেশে) চা চাষ শুরু হয়।
  • বাংলাদেশের প্রথম সাইবার সিটি-সিলেট। বাংলাদেশের শীতলতম জেলা বলা হয়- সিলেটকে।
  • বাংলাদেশে প্রথম স্পেশাল অর্থনৈতিক জোন স্থাপিত হচ্ছে- সিলেটে।
  • কুলন্ত রেলওয়ে কোম্পানীগঞ্জ, সিলেট।
  • বাংলাদেশে ১ম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়- ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
  • ১ম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র-হরিপুর, সিলেট। কৈলাশটিলা ও বিয়নীবাজার গ্যাস ক্ষেত্র সিলেটে।
  • ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর সিলেটের হরিপুরে তেল পাওয়া যায়।
  • ১৯৮৭ সালের জানুয়ারি মাসে ১ম তেল উত্তোলন শুরু হয়। ১৯৯৪ সালে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়।।
  • সিলেট এলাকা মুক্তিযুদ্ধের সময় ৫নং সেক্টরের অধীনে ছিল।
  • হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কার করে BAPEX ।
  • সিলেটের স্থলবন্দর শুল্ক স্টেশন- ৪টি (তামাবিল, ভোলাগঞ্জ, শেওলা, জকিগঞ্জ)।
  • জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত সিলেটে। ছাগল প্রজনন কেন্দ্র- টিলাগড়, সিলেট।
  • দেশের প্রথম শুটিং একাডেমি নির্মিত হচ্ছে- সিলেটে।
  • সিলেটের জকিগঞ্জ থানার মধ্যে দিয়ে সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
  • মনে করা হয় আধুনিক সিলেটই হরিকেল জনপদ।
  • কাঁচ বালির সর্বাধুনিক মজুদ আছে সিলেটে। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে।
  • সিলেটে ওসমানি স্মৃতি জাদুঘর ও ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে।
  • মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি ওসমানির জন্ম- সিলেটে।
  • মুক্তিযোদ্ধা কাঁকন বিবির বাড়ি সিলেটে। বিখ্যাত মনিপুরী নাচ- সিলেটের।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রাঙ্গামাটি
সিলেট
সাতক্ষীরা
কক্সবাজার

মৌলভিবাজার জেলা

763
763
  • মৌলভী কুদরত উল্লার নামানুসারে এর নামকরণ করা হয়। এটি মনু নদীর তীরে অবস্থিত।
  • বাংলাদেশে মোট ১৬৭ টি চা বাগান রয়েছে। এর মধ্যে ৯১ টি মৌলভীবাজারে। বাংলাদেশে চায়ের রাজধ বলা হয় শ্রীমঙ্গলকে।
  • বাংলাদেশে চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গলে।
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্র খনন করে অক্সিডেন্টাল কোম্পানি (USA)
  • বলিশিরা ভ্যালি- মৌলভীবাজারে।
  • মাধবকুণ্ড জলপ্রপাত (একমাত্র) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় উৎপত্তি বড়লেখা পাঘারিয়া পাহাড়
  • মুলাইছড়ি ইকোপার্ক অথবা মাধবকুন্ড ইকোপার্ক, মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলায়।
  • বাংলাদেশে সবচেয়ে চা উৎপাদন হয় মৌলভীবাজারে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- নীলা দত্ত নাগ (ঢা.বি. এর ১ম ছাত্রী), সৈয়দ মুজতবা আলী ।
  • দর্শনীয় স্থান- টি মিউজিয়াম (শ্রীমঙ্গল), মাধবকুন্ড জলপ্রপাত, হাকালুকি হাওড়, বাইক্কা বিল, মুনিপুরী পল্লী।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

হবিগঞ্জ জেলা

594
594
  • হাবিব উল্লাহর নাম অনুসারে এর নামকরণ করা হয়। এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং হবিগঞ্জে ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- স্যার ফজলে হাসান আবেদ (ব্র্যাকের প্রতিষ্ঠাতা, মেজর আব্দুর রব ।
  • দর্শনীয় স্থান- ৩টি গ্যাস ফিল্ড-হবিগঞ্জ, রণিদপুর, বিবিয়ানা, ক্যালেন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, সাতছড়ি জাতীয় উদ্যান, বিবিয়ানা গ্যাসক্ষেত্র।
common.content_added_by

সুনামগঞ্জ জেলা

665
665
  • সুরমা নদীর তীরে অবস্থিত।
  • সুনামদী নামক এক মুসলিম সৈনিক নাম অনুসারে এর নামকরণ করা হয়।
  • ছাতক সিমেন্ট কারখানা সুনামগঞ্জে।
  • বাংলাদেশের ২য় বৃহত্তম হাওড় টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে (আয়তন ৯৭২৫ হেক্টর)।
  • ২০০০ সালে UNESCO টাঙ্গুয়ার হাওরকে ১০৩১তম ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছন রাজা ।
common.content_added_by

বরিশাল জেলা

840
840
  • কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত। বরিসল্ট থেকে এর নামকরণ করা হয়।
  • প্রাচীন/পূর্ব নাম- চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর ।
  • বরিশালকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়।
  • বরিশালের আমতলায় স্থাপিত মুক্তিযুদ্ধ ভাষ্কর্যটির নাম- বিজয় বিহঙ্গ।
  • দর্শনীয় স্থান- শেরে বাংলা মেডিকেল কলেজ, দুর্গাসাগর দীঘি, বাকলার প্রাচীন রাজবাড়ি।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- এ. কে (আবুল কাশেম) ফজলুল হক, চারণ কবি মুকুন্দ দাস, কবি সুফিয়া কামাল, আলতাফ মাহমুদ (সুরকার), মনসামঙ্গলার কবি বিজয় গুপ্ত, কুসুম কুমারী দাস (জীবনানন্দ দাশের মা), রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, বীরশেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ভারতের বর্তমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও আব্দুল জাব্বার খান
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ভোলা জেলা

870
870
  • তেতুলিয়া নদীর তীরে অবস্থিত।
  • ধর্মসাধক ভোলাগাজীর নামে এর নামকরণ করা হয়। তেতুলিয়া ও মেঘনা নদীর তীরে মাঝখানে অবস্থিত ।
  • প্রাচীন নাম- শাহবাজপুর বাংলাদেশের দ্বাপ জেলা বলা হয় ভোলাকে ।
  • বাংলাদেশের বৃহত্তম দ্বাপ- ভোলা ।
  • দর্শনীয় স্থান- পর্তুগিজরা বসবাস করতো- মনপুরা দ্বীপে।
  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর- ভোলায় ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, তোফায়েল আহমেদ।
  • বিখ্যাত চর- চর জব্বার, চর ফয়েজ উদ্দিন, চর নিউটন, চর কুকড়ী-মুকড়ী ও চর ফ্যাশন ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

পটুয়াখালী জেলা

468
468
  • পায়রা নদীর তীরে অবস্থিত।
  • দেবেন্দ্র নাথ দত্তের "পটুয়ার খান" কবিতা থেকে এর নামের উৎপত্তি।
  • পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
  • পটুয়াখালী জেলার কলাপাড়া থানার খেপুপাড়ায় বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা অবস্থিত।
  • কুয়াকাটাকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়। এর দৈঘ্য ১৭/১৮ কি.মি প্রস্থ ৩ কি.মি।
  • বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর (পায়রা বন্দর) কলাপাড়া উপজেলার রাবনাবাদ ।
  • কুয়াকাটা বিশ্বের অন্যতম দুটি সমুদ্র সৈকতের একটি যেখানে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করা যায় (অন্যটি ওসাক জাপান)
common.content_added_by

সাতক্ষীরা জেলা

559
559
  • সাতঘর থেকে সাতঘরিয়া সেখান থেকে সাতক্ষীরা নামকরণ হয়।
  • পূর্ব নাম- সাতঘরিয়া। সাতক্ষীরা জেলার পশ্চিম দিকে হাড়িয়াভাঙ্গা নদী অবস্থিত।
  • হাড়িয়াভাঙ্গা নদীর তীরে দক্ষিণ তালপট্টি দ্বীপ রয়েছে। আয়তন ৮ বর্গ কি.মি. ।
  • ১৯৮১ সালে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপকে জোর করে দখল করে নেয়।
  • দক্ষিণ তালপট্টি দ্বীপের ভারতীয় নাম- নিউমুর বা পূর্বশা।
  • বাংলাদেশের আয়তনে বৃহত্তম থানা শ্যামনগর- সাতক্ষীরায়।
common.content_added_by

বাগেরহাট জেলা

701
701
  • ইহা মধুমতি নদীর তীরে অবস্থিত। বাগেরহাট থেকে এর নামকরণ করা হয়।
  • পীরে কামেল হযরত খান জাহান আলী (রাঃ) সর্বপ্রথম এ প্রতিষ্ঠা করেন।
  • এখানে খান জাহান আলী নির্মিত ষাট গম্বুজ মসজিদ রয়েছে। যার গম্বুজ সংখ্যা ৭৭+৪=৮১ টি।
  • মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ষাট গম্বুজ মসজিদ।
  • UNESCO ষাট গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ (বিশ্ব ঐতিহ্য) ঘোষণা করে ১৯৮৫ সালে।
  • অযোধ্যা মঠ, জিন্দাপীরের মাজার, ঘোড়া দিঘি রয়েছে বাগেরহাটে।
  • মংলা সমুদ্র বন্দর-বাগের হাটে। এটি পশুর নদীর তীরে। মহিষ প্রজনন কেন্দ্র- বাগেরহাট।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমির পরিমাণ বিদ্যমান- বাগেরহাটে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- হযরত খান জাহান আলী, আনিসুজ্জামান, ড. নীলিমা ইব্রাহিম (কবি ও সাহিত্যিক)।
common.content_added_by

যশোর জেলা

1.1k
1.1k
  • কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। পূর্ব নাম খলিফাতাবাদ।
  • বাংলাদেশের মৃতপ্রায় ব-দ্বীপ যশোর।
  • বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-যশোরে।
  • এটি একমাত্র স্থল বন্দর যা সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত।
  • বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার যশোর।
  • বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর (৬ ডিসেম্বর ১৯৭১)।
  • মুক্তিযুদ্ধের সময় যশোর ৮ নং সেক্টর অধীনে ছিল ।
  • বারো ভূঁইয়াদের অন্যতম ভূইয়া রাজা প্রতাপাদিত্যের জমিদারী ছিল- যশোর।
  • বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদনের বাড়ি যশোরের সাগরদাড়ি।
  • এয়ার ফোর্স একাডেমী- যশোর। প্রতিষ্ঠা ১৯৭৪ সালে।
  • যশোর তুলা চাষের জন্য বিখ্যাত জেলা।
  • বল ও ধূপ নৃত্য যশোরের নৃত্য।
  • ভবদহ বিল-যশোর।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নড়াইল জেলা

484
484
  • নড়াইল জমিদার পরিবার নামানুসারে এর নামকরণ।
  • চিত্র শিল্পী এস.এম সুলতানের শিশুস্বর্গ, অরুনিমা ইকোপার্ক-কালিয়া, নড়াইল
  • দর্শনীয় স্থান- এস এম সুলতান কমপ্লেক্স, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মস্থান, পণ্ডিত রবি শংকরের বাড়ি, সাহিত্যিক নীহার রঞ্জন গুপ্তের নিবাস।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- এস. এম. সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, পণ্ডিত রবি শংকর, নীহার রঞ্জন গুপ্ত ।
common.content_added_by

মাগুরা জেলা

477
477
  • কুমার ও গড়াই নদীর তীরে অবস্থিত। মাঘ মাসের নামানুসারে এর নামকরণ করা হয়।
  • বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা।
  • বাংলাদেশের ২টি মসলা গবেষণা কেন্দ্রের ১টি মাগুরায় (অন্যটি বগুড়ায়)।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- প্রাবন্ধিক ডা: লুৎফর রহমান, কবি মোজাম্মেল হক, কবি ফররুখ আহমদ, ক্রিকেটার সাকিব আল হাসান।
common.content_added_by

ঝিনাইদহ জেলা

465
465
  • নবগঙ্গা নদীর তীরে অবস্থিত। দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার।
  • ঝিনুকের গ্রাম অর্থে ঝিনাইদহের উৎপত্তি।
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি- ঝিনাইদহ।
  • উন্নত জাতের হরি ধানের আবিষ্কারক হরিপদ কাপালীর বাড়ি ঝিনাইদহে।
  • ট্রপিক অব ক্যান্সার/কর্কট ক্রান্তি রেখা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার উপর দিয়ে গিয়েছে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কবি পাগলা কানাই, লালন শাহ ।
common.content_added_by

কুষ্টিয়া জেলা

544
544
  • গড়াই নদীর তীরে অবস্থিত।
  • কুষ্টিয়া গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়।
  • কুষ্টিয়ার পূর্ব নাম নদীয়া, নদীয়া লক্ষণ সেনের রাজধানী ছিল।
  • বাংলাদেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎকেন্দ্র ভেড়ামারা (কুষ্টিয়ায়)।
  • কষ্টিয়ার ভেড়ামাড়ার ২৬টি উন্নত গাজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলে।
  • ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেল যোগাযোগ শুরু হয় কুষ্টিয়ার জগতি থেকে দর্শনা পর্যন্ত।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- মীর মোশাররফ হোসেন, লালন শাহ, কাঙ্গাল হরিনাথ মজুমদার, শাহ আজিজুর রহমান, ফরিদা পারভিন।
  • দর্শনীয় প্রমুখ স্থান- রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, রেনউইক বাঁধ, লালন একাডেমি।
common.content_added_and_updated_by

চট্টগ্রাম জেলা

1.4k
1.4k
  • কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
  • চিৎ-ত-গৌ (অর্থ-যুদ্ধ) থেকে চিটাগাং বা চট্টগ্রাম।
  • পূর্বনাম- চট্টলা, চাটগাঁ, পোর্টগ্রান্ডে, ইসলামাবাদ।
  • ইসলামাবাদ নাম রাখেন শায়েস্তা খান।
  • চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়।
  • বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা- “চট্টগ্রাম স্টীল মিল” চট্টগ্রামে।
  • এশিয়া মহাদেশের বৃহত্তম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রামের সীতাকুণ্ডে।
  • ELR-Eastern Refinery Limited কোথায়- কর্ণফুলী, চট্টগ্রামে।
  • মেরিন ফিশারিজ একডেমি-চট্টগ্রামে ।
  • নেভাল একাডেমি-পতেঙ্গা, চট্টগ্রামে। এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৭৬ সালে।
  • মিলিটারী একাডেমি প্রতিষ্ঠা হয় ১১ জানুয়ারি ১৯৭৪ ।
  • মেরিন একাডেমি- জলদিয়া, চট্টগ্রাম। মেরিন একাডেমি প্রতিষ্ঠা হয়- ১৯৬২।
  • চন্দ্রনাথের-সীতাকুণ্ড, চট্টগ্রাম। চন্দ্রনাথের পাহাড়- হিন্দুদের তীর্থস্থান।
  • বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রামে (১৯৮৩ সালে)।
  • বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রামে (প্রতিষ্ঠা ১৮৮৭ সালে)।
  • চট্টগ্রামে কমনওয়েলথ সমাধি (War Cemetery) রয়েছে (যারা ২য় বিশ্বযুদ্ধে শহীদ হন) ।
  • এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (প্রতিষ্ঠা-২০০৬, চালু ২০০৮)।
  • ফয়েস লেক নির্মিত হয়- ১৯২৪ সালে।
  • ১৯৭১ সালে ২৬ মার্চ চট্টগ্রামে কালুর ঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়, যা বিলুপ্ত হয় ৩০ মার্চ। সন্দ্বীপ, চট্টগ্রামে প্রাচীনকালে এখানে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। বাংলাদেশের চা বোর্ড চট্টগ্রামে (প্রতিষ্ঠ-১৯৭৭)। সামাজিক বনায়ন কর্মসূচি ১ম কোথায় শুরু হয়- চট্টগ্রামের রাঙ্গুনিয়া (১৯৮১ সালে)।
  • সাঙ্গু ভ্যালি-চট্টগ্রামে।
  • চট্টগ্রামের কুতুবদিয়া বাংলাদেশের একমাত্র গন্ধক খনি ।
  • বিভাগ অনুযায়ী বাংলাদেশের বেশি বনভূমি চট্টগ্রাম বিভাগে ।
  • বন গবেষণা ইনস্টিটিউট-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • বাংলাদেশের ১ম প্রজাপতি পার্ক-পতেঙ্গায়, চট্টগ্রামে।
  • বাংলাদেশের একমাত্র ভেটেনারি এ্যান্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়-চট্টগ্রাম।
  • বাংলাদেশে ১ম বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম ।
  • চট্টগ্রামকে বলা হয়-হেলদি সিটি। এটি ঘোষণা করে WHO।
  • বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার “ইস্টার্ন রিফাইনারী”- পতেঙ্গা, চট্টগ্রামে।
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পূর্ব নাম- এম.এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর।
  • দেশের প্রথম লৌহ ও ইস্পাত কারখানা চট্টগ্রামে। দেশের প্রথম টায়ার ইন্ডাস্ট্রি-মীরসরাই চট্টগ্রামে।
  • জব্বারের বলীখেলা কোথায় হয়- চট্টগ্রামের লালদিঘিতে।
  • বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো-চট্টগ্রামে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব আব্দুল করিম সাহিত্য বিশারদ, আবুল ফজল (কবি), কোরেশী মাগন ঠাকুর (সাহিত্যিক), দৌলত কাজী, দৌলত উজীর বাহারাম খান (সাহিত্যিক, দেদার (ব্রিটিশ বিরোধী নেত্রী), মাস্টার দা সূর্যসেন, ড. মুহাম্মদ ইউনুস (শান্তিতে নোবেল জয়ী প্রথম বাংলাদেশী)।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

কক্সবাজার জেলা

2.6k
2.6k
  • বাংলাদেশের পর্যটন রাজধানী-কক্সবাজার ।
  • ১৭৯৮ সালে ইংরেজ কর্মচারী ক্যাপ্টেন হ্যারাম কক্স এর নামে কক্সবাজার নামকরণ করা হয়।
  • নাফ নদীর তীরে অবস্থিত। পূর্বনাম পালকিং/ফালকিং।
  • পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য-১২০ কি.মি. ।
  • সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কি.মি. সেন্টমার্টিন দ্বীপের আরেক/পুরাতন নাম- নারিকেল জিঞ্জিরা।
  • বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ও দ্বীপ- ছেড়া দ্বীপ
  • ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কি.মি. দক্ষিণে অবস্থিত।
  • ছেঁড়াদ্বীপের আয়তন-৩ কি.মি. । ইনানী সমুদ্র সৈকত-কক্সবাজারে। নাপিতখালী ভ্যালি কক্সবাজারে ।
  • কক্সবাজারের পশ্চিমে- সোনাদ্বিয়া দ্বীপ অবস্থিত। টেকনাফকে সেন্টমার্টিন যাওয়ার গেটওয়ে বলা হয়।
  • বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী দ্বীপ- কক্সবাজার।
  • মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দির রয়েছে। কুতুবদিয়া বাতিঘর এর জন্য বিখ্যাত দ্বীপ।
  • বাংলাদেশের একমাত্র সাফারি পার্ক (ডুলাহাজরা) বঙ্গবন্ধু সাফারি পার্ক-চকোরিয়া, কক্সবাজার।
  • বাংলাদেশের প্রথম রাবার বাগান- রামুতে (১৯৫১ সালে তৈরি করা হয়)।
  • বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন-সেন্টমার্টিন। আয়তন ৮ বর্গ মাইল ।
  • কক্সবাজারের তেজস্ক্রিয় বালিকে কালো সোনা বলা হয় (ইলমেনাইটকে) ।
  • বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন-চকোরিয়াতে, কক্সবাজার।
  • বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের থানা- টেকনাফ, কক্সবাজার।
  • সর্ব দক্ষিণের থানা- টেকনাফ। বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন সেন্টমার্টিন ইউনিয়ন।
  • বাংলাদেশের রামু মন্দির কক্সবাজারে।
  • প্রস্তাবিত সর্বশেষ গভীর সমুদ্র বন্দরটি স্থাপন করা হবে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝরনা- হিমছড়িতে। টেকনাফ- নাফ নদীর তীরে অবস্থিত ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বান্দরবান
কক্সবাজার
রাঙ্গামাটি
চট্টগ্রাম

কুমিল্লা জেলা

1.3k
1.3k
  • কমিল্লার জেলার পূর্ব নাম- ত্রিপুরা।
  • এই গোমতি নদীর তীরে অবস্থিত একে কুমিল্লার দুঃখ বলা হয়।
  • গোমতি বাংলাদেশের একমাত্র নদী যেখানে জোয়ার ভাটা হয় না। তাই একে কুমিল্লার দুঃখ বলা হয়।
  • কমনওয়েলথ সমাধি (War Cemetery) ১টি কুমিল্লায় অন্যটি চট্টগ্রামে।
  • ময়নামতি কমিল্লা জেলায় অবস্থিত। ময়নামতি বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক নিদর্শন (স্থান)।
  • রাজা মানিক চন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে এ স্থানের নামকরণ করা হয় ময়নামতি।
  • মধ্যযুগে বৌদ্ধ শাসনামলে ময়নামতি বাংলার রাজধানী ছিল।
  • শালবন বিহার ৮ম শতকের শেষ দিকে দেবরাজা ভবদেব এটি নির্মাণ করেন।
  • ভোজবিহার কুমিল্লার কোটবাড়ি। ধর্মসাগর দীঘি স্থল বন্দর কুমির।
  • কুটিলা/ কৌটিলা মুড়া, বাখরাবাদ গ্যাসক্ষেত্র কমিল্লায় ।
  • বাংলাদেশের মিলিটারী একাডেমির সদর দপ্তর প্রথমে ছিল কুমিল্লায়।
  • BARD (1959) অবস্থিত এর প্রতিষ্ঠাতা আখাতার হামিদ খান।
  • দেশের প্রথম শতভাগ স্যানিটেশন আওতাভূক্ত জেলা-কুমিল্লা
  • বিখ্যাত ব্যক্তিত্ব- নারী জাগরণের অন্যতম অগ্রণী নেত্রী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বুদ্ধদেব বসু, খন্দকার মোশতাক আহমেদ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

চাঁদপুর জেলা

542
542
  • মেঘনা নদীর তীরে অবস্থিত।
  • জমিদার চাঁদরায়ের নামানুসারে চাঁদপুর নামকরণ করা হয়।
  • পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি আর্সেনিক আক্রান্ত জেলা।
  • নদীর মৎস্য/ইলিশ মাছ গবেষণা কেন্দ্র রয়েছে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব - মোহাম্মদ নাসির উদ্দিন (সওগাত পত্রিকার সম্পাদক), বাংলাদেশের প্রথম নারী পরাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
common.content_added_by

লক্ষীপুর জেলা

611
611
  • রাজলক্ষ্মী নারায়ণের নামানুসারে লক্ষীপুর জেলার নামকরণ হয় ।
  • এয়োদশ শতাব্দীতে লক্ষীপুর ভুলুয়া রাজ্যের অধীনে ছিল।
  • ১৯২৬ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সফর করেন।
  • বরিশাল ও লক্ষীপুরকে পৃথক করেছে- মেঘনা নদী ।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি সয়াবিন এই জেলায় উৎপন্ন হয়।
  • চর গজারিয়া, চর আলেকজেন্ডার লক্ষীপুরে।
  • দর্শনীয় স্থান- কামানখোলা জমিদার বাড়ি, খোয়াসাগর দীঘি, কমলাসুন্দর দীঘি, সাহানপুর নীলকুঠি।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান, নিশাত মজুমদার এভারেষ্ট জয়ী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
common.content_added_by

ফেনী জেলা

630
630
  • ফেনা নদীর তীরে অবস্থিত (বাংলাদেশের একমাত্র জেলা যা নদীর নামে নামকরণ করা হয়)
  • পূর্ব নাম- শমসেরনগর।
  • বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প ফেনী জেলায় সোনাগাজীতে (উইন্ডমিল)।
  • বিলোনীয়া স্থল বন্দর, মুহুরীর চর- ফেনীতে ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- স্যার এ এফ রহমান, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাট্যকার সেলিম আলদীন।
common.content_added_by

নোয়াখালী জেলা

838
838
  • মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।
  • পূর্বনাম ভুলুয়া/সাধুরাম ।
  • নিঝুম দ্বীপ নোয়াখালীর মেঘনা নদীর মোহনায়। এর পূর্ব নাম- বাউলার চর।
  • নোয়াখালীর মাঝিরা ১৯৬০ সালে নিঝুম দ্বীপ আবিষ্কার করে।
  • নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কি.মি. অথবা ৩৫.১৩৫ বর্গ মাইল ।
  • বজরা শাহী মসজিদ-বেগমগঞ্জ নোয়াখালী (মুর্শিদকুলি খাঁর সময় নির্মিত হয়)।
  • গান্ধী আশ্রম- নোয়াখালীতে। গান্ধী যাদুঘর- সোনাইমুড়ী, নোয়াখালী । চর শাহাবানী, উরির চর, চর শ্রীজনী, হাতিয়া দ্বীপ নোয়াখালীতে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, সার্জেন্ট জহুরুল হক (আগরতলা মামলার আসামী ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ মৃত্যু)।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বান্দরবান জেলা

733
733
  • শংখ নদীর তীরে অবস্থিত।
  • বানরের বাধের ধারণা থেকে এর নামকরণ করা হয়। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা।
  • বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ - তাজিন ডং, বান্দরবান। তাজিন ডং এর অন্য নাম- বিজয় ।
  • তাজিন ডং মামরা শব্দ, এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং, বান্দরবানে। বাংলাদেশের রাবার জোন হিসেবে খ্যাত বাইশারী (বাপরমন)।
  • চিম্বুক পাহাড়কে কালপাহাড় বা পাহাড়ের রানী বলা হয় ।
  • জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা থানচি উপজেলা-বান্দরবন।
  • জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবন। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট-বান্দরবনে ।
  • বাংলাদেশের সর্বোচ্চ খাল "রাইথিয়াং খাল”- বান্দরবানে। দেশের সর্বোচ্চ সড়ক পথ হচ্ছে আলী কদম, থানচি।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রাঙ্গামাটি জেলা

892
892
  • কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
  • বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা হয়- ১৯৭৫ সালে ।
  • মুত্তিকার রং রাঙা বলে এর নাম রাঙামাটি। ১২টি জনগোষ্ঠীর এর বৈচিত্র্যময় জনপদ- রাঙামাটি।
  • পুরাতন নাম হরিকেল। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা- রাঙামাটি।
  • বাংলাদেশের ১ম ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙামাটি।
  • উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট-রাঙামাটি
  • বাংলাদেশের উপজাতিয়দের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি।
  • বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কর্ণফুলী রেয়ন মিল- চন্দ্রঘোনা, রাঙামাটি ।
  • রাঙামাটির সাথে ভারত ও মায়ানমার উভয়ের সংযোগ রয়েছে। এই জেলার সাথে ঢাকার জলপথের সংযোগ নেই। রাঙামাটিতে কোনো রিক্সা নেই।
  • বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতু রাঙামাটিতে কর্ণফুলী কাগজকলের (বৃহত্তম কাগজকল) কাঁচামাল বাঁশ ও নরম কাঠ ।
  • বাংলাদেশের ৭টি কাগজ কল এর ৪টি হার্ডবোর্ড মিল রয়েছে। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে- কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে। কাপ্তাই বাঁধ- কর্ণফুলী, রাঙামাটি ।
  • গাধা প্রজনন কেন্দ্র অবস্থিত- রাঙামাটিতে।
  • কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত- কর্ণফুলী নদীতে নির্মাণ ১৯৬২ কার্যক্রম শুরু ১৯৬৫ সালে। ভেঙ্গিভ্যালি- কাপ্তাই, রাঙামাটি। ঝুলন্ত সেতু দৈর্ঘ্য- ৩৩৫ ফুট। মাইনমুখী ভ্যালি- রাঙামাটি।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

খাগড়াছড়ি জেলা

580
580
  • হালদা নদীর তীরে অবস্থিত।
  • খাগড়া গাছের নাম থেকে এর নামকরণ করা হয়।।
  • বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র- হালদা নদী ।
  • বিখ্যাত স্থান- খাগড়াছড়ির উঁচু পাহাড়- আলুটিয়া। সেমুতাং গ্যাস ফিল্ড- মানিক ছড়ি, হালদা ভ্যালি, মহারানী বিহার
common.content_added_by

পাবনা জেলা

838
838
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-ঈশ্বরদী, পাবনা ।
  • বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট- ঈশ্বরদী, পাবনা।
  • দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট পাবনায় ।
  • বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল- পাবনা হেমায়েতপুর
  • বাংলাদেশের দীর্ঘতম (একক) রেল সেতু “হার্ডিঞ্জ ব্রীজ” পাবনায়
  • বিখ্যাত ব্যক্তিত্ব- প্রমথ চৌধুরী, কবি বন্দে আলী মিয়া, এম. আর. আখতার মুকুল।
  • দর্শনীয় স্থান- এডওয়ার্ড কলেজ, লালন শাহ সেতু, উত্তরবঙ্গ কাগজ কল (পাকশী কাগজ কল)- পাকশী, তিন গম্বুজ মসজিদ, জগন্নাথ মন্দির, রঘুনাথ মন্দির।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

হাকালুকি হাওর
গারো পাহাড়
চলনবিল
ফয়েজ লেক

সিরাজগঞ্জ জেলা

564
564
  • যমুনা নদীর তীরে অবস্থিত।
  • নবাবী আমলে জমিদার সিরাজ চোউধুরী সিরাজগঞ্জের গোরাপত্তন করেন।
  • যমুনা সেতু সিরাজগঞ্জে ৪.৮ কি.মি দীরঘ।
  • বাংলাদেশের সবচেয়ে বড় গো চারণ ভূমি- সিরাজগঞ্জে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- আব্দুল হামিদ খান ভাসানী, সাহিত্যিক ইসমাইল হোসেন সিরাজী, ক্যাপ্টেন এম মনসুর আলী, সাহিত্য রত্ন নজিবুর রহমান।
  • দর্শনীয় স্থান- রবীন্দ্রনাথের কুঠি বাড়ি শাহাজাদপুর, সিরাজগঞ্জ, শিব মন্দির, বেহুলার বাড়ি।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বগুড়া জেলা

619
619
  • করতোয়া নদীর তীরে অবস্থিত। নাসির উদ্দিন বগুড়া খানের নাম থেকেই বগুড়া নামের উৎপত্তি হয়।
  • পূর্বনাম- পুন্ড্রনগর। বাংলাদেশের সবচেয়ে পুরাতন জনপদ । উত্তর বঙ্গের প্রবেশদ্বার-বগুড়া।
  • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান- মহাস্থানগড় (বগুড়ায়)।
  • মৌর্য ও গুপ্ত রাজাদের রাজধানী ছিল- মহাস্থানগড়। মহাস্থানগড় যাদুঘর-মহাস্থানগড়, বগুড়া ।
  • মসলা গবেষণা কেন্দ্র- শিবগঞ্জ, বগুড়া প্রতিষ্ঠা-১৯৯৫।
  • প্রশাসনিক ট্রাইবুন্যাল- বগুড়ায় (অন্যটি ঢাকায়)। ।
  • বিখ্যাত স্থান- বৈরাগীর ভিটা শাহ সুলতান বলখীর মাজার, পরশুরামের প্রাসাদ, লক্ষীন্দরের বাসর ঘর, গোবিন্দ ভিটা, শিলাদেবী ঘাট, ভাসুবিহার, আদম শাহীর মাজার।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, ভাষা সৈনিক গাজীউল হক ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জয়পুরহাট জেলা

585
585
  • রাজা জয়পালের নামানুসারে জয়পুরহাটের নামকরণ করা হয়।
  • নাগর নদীর তীরে অবস্থিত ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব কণ্ঠ শিল্পী ফাতেমাতুজ জোহরা, আব্দুল আলিম।
  • দর্শনীয় স্থান- জয়পুরহাট চিনিকল, পাঁচবিবির মাজার।
common.content_added_by

নওগাঁ জেলা

525
525
  • আত্রাই নদীর তীরে অবস্থিত।
  • ৭টি চক বা মহল্লা অথবা নওগাঁ গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়।
  • সোমপুর বিহার-নওগাঁ ৮ম শতাব্দীতে পালবংশীয় রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন।
  • ৫ টাকার নোটে কুসুম্বা মসজিদ (নওগাঁ) এর ছবি রয়েছে।
  • পাহাড়পুর বিহারের পূর্ব নাম সোমপুর বিহারের । এটি UNESCO বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
  • সম্প্রতি নওগাঁর পাহাড়পুরে গুপ্ত সভ্যতার জৈন মন্দিরের সন্ধান পাওয়া গেছে।
  • দর্শনীয় স্থান- পাহাড়পুর বৌদ্ধ বিহার, জগদ্দল বিহার, হলুদ বিহার, অন্তঃপুরী বিহার, সত্য পীরের ভিটা, সোমপুর বিহার, কুসুম্বা মসজিদ ।
common.content_added_by

চাঁপাইনবাবগঞ্জ জেলা

1.2k
1.2k
  • চাপাইনবাবগঞ্জ পদ্মা নদীর তীরে অবস্থিত।
  • ২০০১ সালের ১ আগস্ট নবাবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ নামকরণ করা হয়। পুরাতন নাম-গৌড় ।
  • বাংলাদেশের প্রথম আর্সেনিক আক্রান্ত জেলা- চাঁপাইনবাবগঞ্জ (১৯৯৩ সালে ধরা পড়ে)।
  • সোনা মসজিদ স্থল বন্দরকে সরকার বেসরকারি খাতে অন্তর্ভুক্ত করে।
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি- ছোট সোনা মসজিদ প্রাঙ্গনে।
  • ছোট সোনা মসজিদ-চাঁপাইনবাবগঞ্জে। নির্মান করেন আলাউদ্দিন হোসেন শাহ।
  • বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা- চাঁপাইনবাবগঞ্জ । সর্ব পশ্চিমের থানা- শিবগঞ্জ। সর্ব পশ্চিমের স্থান- মনাকষা ।
  • বাংলাদেশের রেশম বোর্ড- চাঁপাইনবাবগঞ্জে। এই অঞ্চলের গানের নাম- গম্ভীরা।
  • ১৯৪৯ সালে ইলামিত্রের নেতৃত্বে নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) কৃষক আন্দোলন সংঘটিত হয়েছে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- চিত্রশিল্পী রফিকুন্নবী, প্রফেসর মনিরুজ্জামান মিয়া (শিক্ষাবিদ) ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নারায়ণগঞ্জ
চাঁপােইনবাবগঞ্জ
ফেঞ্জুগঞ্জ
গোপালগঞ্জ

রংপুর জেলা

1.1k
1.1k
  • কামরূপের রাজা ভগদত্তের রঙ্গমহল থেকে এর নামকরণ করা হয় রংপুর।
  • তিস্তা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের বড় সেচ প্রকল্প- তিস্তা সেচ প্রকল্প-রংপুর।
  • তামাক ও পাট বেশি উৎপাদিত হয়- রংপুরে। বাংলাদেশের প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ-রংপুরের মিঠাপুকুরে।
  • রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জে তামা আবিষ্কৃত হয়েছে।
  • বিখ্যাত স্থান- কারমাইকেল কলেজ, তাজহাট জমিদার বাড়ি।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি হায়াৎ মাহমুদ, সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহম্মদ। এরশাদ, বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট আবু সাঈদ।
common.content_added_and_updated_by

কুড়িগ্রাম জেলা

458
458
  • কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে এর নামকরণ করা হয় কুড়িগ্রাম ।
  • ধরলা নদীর তীরে অবস্থিত। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মাঝিয়ালী নামক স্থান দিয়ে বহ্মপুত্র/যমুনা নদী বাংলাদেশে প্রবেশ করেছে।
  • বীর প্রতীক তারামন বিবির বাড়ি-কুড়িগ্রামে। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

লালমনিরহাট জেলা

1.2k
1.2k
  • তিস্তা নদীর তীরে অবস্থিত।
  • বিপ্লবী কৃষক নেতা নূরুউদ্দিনের ঘনিষ্ঠ সাথী লালমনিরহাট এর নামানুসারে লালমনিরহাট নাম হয়।
  • লালমনিরহাটে ভারতের সবচেয়ে বেশি ছিটমহল (৫৯টি) আছে।
  • আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল-লালমনিরহাটে
  • দহগ্রাম ছিটমহলের আয়তন ৩৫ বর্গ কি.মি.।
  • তিনবিঘা করিডোর এর আয়তন ১৭৮ মিটার ৮৫ মিটার। করিডোর অর্থ-সংকীর্ণ পথ ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- ফকির মজনু শাহ, মুসা ইব্রাহিম, সাহিত্যিক শেখ ফজলুল করিম।

common.content_added_by

নীলফামারী জেলা

634
634
  • তিস্তা নদীর তীরে অবস্থিত। নীল চাষের কেন্দ্র করে এর নাম হয়- নীলফামারী।
  • বাংলাদেশের পশ্চিমাঞ্চলে GRP সদর দপ্তর- সৈয়দপুর, নীলফামারী ।
  • সৈয়দপুর বিমান বন্দর- নীলফামারীতে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সাহিত্যিক আনিসুল হক, আসাদুজ্জামান নুর ।
common.content_added_by

গাইবান্ধা জেলা

748
748
  • আত্রাই নদীর তীরে অবস্থিত।
  • বিরাটের গো-চরণ ভূমিতে গাই/গাভী বেঁধে রাখা হতো এ থেকে গাইবান্ধা নাম হয়।
  • প্রাচীন নাম ভবানীগঞ্জ। ঘাঘট নদী-গাইবান্ধায় ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, নাট্যকার তুলসী লাহিড়ী।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

পঞ্চগড় জেলা

1k
1k
  • করতোয়া নদীর তীরে অবস্থিত।
  • পাঁচটি গড়ের (স্থান) সমন্বয়ে পঞ্চগড় গঠিত ।
  • বাংলাদেশের একমাত্র অর্গানিক চা পঞ্চগড়ে উৎপাদিত হয়।
  • রকস মিউজিয়াম- পঞ্চগড় ।
  • বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ।
  • বাংলাদেশের সর্ব উত্তরের থানা তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

দিনাজপুর জেলা

1.3k
1.3k
  • রাজা গনেশের উপাধি ধনুজাবর্ধন লোকমুখে পরিবর্তন হয়ে দিনাজপুর নামকরণ করা হয়।
  • পুনর্ভবা নদীর তীরে অবস্থিত। পূর্বনাম- গন্ডোয়ানাল্যান্ড ।
  • বড় পুকুরিয়া কয়লা খনি-দিনাজপুরের পার্বতীপুর থানার চৌহালি গ্রামে।
  • বাংলাদেশে প্রথম বেসরকারী কয়লা শোধনাগার- বিরামপুর দিনাজপুর।
  • বাংলাদেশে প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-দিনাজপুরের বড় পুকুরিয়ায়।
  • হিলি ও বিরল স্থলবন্দর- দিনাজপুরে।
  • মধ্যপাড়া কঠিন শিলাখনি-দিনাজপুরে।
  • বাংলাদেশে প্রথম বেসরকারী তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-দিনাজপুরের বড়পুকুরিয়া।
  • দিনাজপুর সমুদ্র সমতল থেকে সবচেয়ে ৩৭.৫ মিটার উঁচুতে অবস্থিত।
  • বাংলাদেশের ট্রাইবাল কালচার একাডেমী (উপজাতিদের) - দিনাজপুরে।
  • দেশের প্রথম গ্রানাইট খনি- দিনাজপুরের মাধ্যপাড়ায়।
  • বিখ্যাত্ব ব্যক্তিত্ব- সমাজ সেবক হাজী দানেশ, অধ্যাপক ইউসুফ আলী (মহান স্বাধীনতার সনদ পাঠক), নারায়ণ গঙ্গোপাধ্যায়, ঔপন্যাসিক শওকত আলী ।
  • দর্শনীয় স্থান- রামসাগর, সুখ সাগর, আনন্দ সাগর, দুধ সাগর, রামসাগর জাতীয় উদ্যান, সূরা মসজিদ, ফুলবাড়ির স্বপ্নপুরী (উদ্যান ও চিড়িয়াখানা), ঘোড়াঘাট দূর্গ, রাণীপুকুর, কান্তজির মন্দির, সীতাকোট বিহার, রামসাগর দিঘি
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ঠাকুরগাঁও জেলা

443
443
  • টাঙ্গন নদীর তীরে অবস্থিত।
  • রানী শঙ্কাইল, বালিডাঙ্গি, হরিপুর ও পীরগঞ্জ উপজেলা- ঠাকুরগাঁয়ে।
  • বিখ্যাত - প্রফেসর গোলাম মোস্তফা, শিশির ভট্টাচার্য, আবুল কালাম আজাদ উল্লেখ যোগ্য নদী-টাঙ্গন, কুলিখ, নাগর।
  • দর্শনীয় স্থান- রাজা টংকনাথের বাসভবন।
common.content_added_by

ময়মনসিংহ জেলা

552
552
  • জনসংখ্যা ও আয়তনে ছোট বিভাগ । বাংলাদেশের ৮ম বিভাগ ময়মনসিংহ ।
  • ময়মনসিংহ বিভাগের সব জেলা ভারতের সাথে সংযুক্ত।
  • বিখ্যাত স্থান- মহিলা ক্যাডেট কলেজ, ত্রিশাল নজরুল একাডেমী, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় ও নজরুলের স্মৃতিময় ত্রিশালের দরিরামপুর, লোহা কুঠি বা আলেকজান্দ্রা ক্যাসেল।
  • বিখ্যাত ব্যক্তি- আবুল মনসুর আহমেদ, আবুল কালাম শামসুদ্দীন, কানা হরিদত্ত, জয়নুল আবেদীন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জামালপুর জেলা

500
500
  • পূর্ব নাম সিংহজানী। এটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
  • হযরত শাহ জালাল (রাঃ) এর নামানুসারে জামালপুর নামকরণ করা হয়।
  • ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদী এই জেলার দেওয়ানগঞ্জের মধ্যেদিয়ে গতিপথ পরিবর্তন করে।
  • বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা- তারাকান্দি, জামালপুর।
  • বিখ্যাত ব্যক্তিত্ব - কবি হাসান হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধ খালেদ মোশারফ, ডা: আতিউর রহমান (সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর) নাট্যকার আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম বাবু।
common.content_added_and_updated_by

শেরপুর জেলা

396
396
  • শের আলী গাজীর নামানুসারে এ জেলার নামকরণ করা হয় শেরপুর।
  • পানিরহাটা দীঘি, গজনী পাহাড়, সুলতানালা দীঘি- শেরপুর।
  • বারো দুয়ারী মসজিদ, রঘুনাথ মন্দির- শেরপুরে। উল্লেখ্যযোগ্যা নদী, সোমেশ্বরী।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- বেগম মতিয়া চৌধুরী, বজলুর রহমান (সাংবাদিক)
  • দর্শনীয় স্থান- কাঁচবালি ও সিলিকা ক্ষেত্র, গজনী অবকাশ কেন্দ্র
common.content_added_by

নেত্রকোণা জেলা

429
429
  • নেত্রের কোণের মত নদীর বাঁক থেকে নেত্রকোণা নামকরণ করা হয়।
  • ভাত-মাছের খনি বলা হয়- নেত্রকোণা জেলাকে।
  • উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী কোথায়- বিরিশিরি, নেত্রকোণা (প্রতিষ্ঠা-১৯৭৭)।
  • উল্লেখ্য যে, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট- রাঙামাটিতে (১৯৭৮ প্রতিষ্ঠা)।
  • উপজাতীয় সাংস্কৃতি ইনস্টিটিউট-বান্দরবান (প্রতিষ্ঠা ১৯৮৮)।
  • এই জেলার বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে।
  • হাজং ও হাদি উপজাতিদের বসবাস- নেত্রকোনায় ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সাবেক প্রেসিডেন্ট ও বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আবু তাহের, কবি নির্মলেন্দু গুণ, হুমায়ূন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল (শিক্ষাবিদ), হুমায়ূন আহমেদের ভাই।
common.content_added_by

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা

428
428
common.please_contribute_to_add_content_into ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা.
common.content

রাজশাহী জেলা

669
669
common.please_contribute_to_add_content_into রাজশাহী জেলা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

উপজেলা, গ্রাম, ইউনিয়ন সম্পর্কিত তথ্য

514
514
common.please_contribute_to_add_content_into উপজেলা, গ্রাম, ইউনিয়ন সম্পর্কিত তথ্য.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

নাটোর

512
512
common.please_contribute_to_add_content_into নাটোর.
common.content

খুলনা জেলা

484
484

ব্রাহ্মণবাড়িয়া জেলা

381
381
  • ব্রাহ্মণ পরিবারের নামানুসারে এর নামকরণ করা হয়। তিতাস নদীর তীরে অবস্থিত ।
  • এখানে তিতাস গ্যাসক্ষেত্র রয়েছে, এটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র
  • তিতাস গ্যাসক্ষেত্র থেকে ঢাকা শহর ও চট্টগ্রাম শহরে গ্যাস সরবরাহ করা হয়।
  • আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র ও আশুগঞ্জ সার কারখানা ব্রাহ্মণবাড়িয়ায় ।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- অদ্বৈত মল্ল বর্মন (ঔপন্যাসিক), সঙ্গীত সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, কবি আল মাহমুদ, কবি আব্দুল কাদের।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion