ইউরোপ

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1.7k
1.7k
common.please_contribute_to_add_content_into ইউরোপ.
common.content

ইউরোপ মহাদেশে

2.3k
2.3k
  • ইউরোপের স্বাধীন দেশ ৪৮টি। ইউরোপ মহাদেশ অবস্থিত- উত্তর গোলার্ধে ।
  • ইউরোপে রেনেসাঁর যাত্রা- চতুর্দশ শতাব্দীতে। ইউরোপের প্রবেশদ্বার বলা হয়- ভিয়েনাকে।
  • ককেশাস অঞ্চলটি ইউরোপ মহাদেশে অবস্থিত। দক্ষিণ ওসেটিয়া ককেশাসে অবস্থিত।
  • ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ- যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
  • নার্গানো-কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ- করিডোর
  • পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত শহর- ভেনিস।
  • বসনিয়া সংক্রান্ত ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২১ নভেম্বর ১৯৯৫ সালে।
  • ইউরোপের সামনে বর্তমানে সবচেয়ে বড় সংকট- অভিবাসী সংকট।
  • ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয়- বেলজিয়ামকে। সাদা রাশিয়া বলা হয়- বেলারুশকে।
  • মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ- চেক প্রজাতন্ত্র । ইউরোপের নেদারল্যান্ড দেশটি সমভূমি অধ্যুষিত।
  • সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়- ১৯৯১ সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে- ১৫টি রাষ্ট্রের সৃষ্টি হয়।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

পোল্যান্ড
সুইজারল্যান্ড
ফিনল্যান্ড
আয়ারল্যান্ড

ইউক্রেন

649
649
  • রাষ্ট্রীয় নাম: Ukrainians peoples Republic
  • রাজধানী: কিয়েভ
  • ভাষা: রুশ
  • মুদ্রা: হিনিয়া

জেনে নিই

  • ডনবাস একটি কয়লা ও গ্যাস সমৃদ্ধ অঞ্চল।
  • ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে
  • ইউক্রেন স্বাধীনতা লাভ করে- সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ১৯৯১ সালে।
  • অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়- ২০০৪ সালে।
  • লুহাসক ও দোনেৎস্ক এই দুটি প্রদেশ স্বাধীনতা ঘোষনা করে ২০২২ সালে।
  • ইউক্রেনের চেরনোবিলে ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা ঘটে- ১৯৮৬ সালে।
  • ইউরোপের সবচেয়ে বড় পারমানবিক চুল্লির নাম- জেপোরোজিয়া।
  • রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়- ২০১৪ সালে।
  • ক্রিমিয়ার অবস্থান- কৃষ্ণসাগরের উত্তর উপকূলে
  • মারিওপোল, সেবাস্তপোল দুটি বিখ্যাত বন্দর নগরী।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

২৪ ফেব্রুয়ারি ২০২২
২৪ মার্চ ২০২২
২৪ জানুয়ারি ২০২২
২৪ এপ্রিল ২০২২
২৪ ফেব্রয়ারি, ২০২২
২৫ ফেব্রয়ারি, ২০২২
২৬ ফেব্রয়ারি, ২০২২
২৭ ফেব্রয়ারি, ২০২২

ইউরোপিয়ান ইউনিয়ন

534
534

নরওয়ে

587
587
common.please_contribute_to_add_content_into নরওয়ে.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

থাইল্যান্ড
জাপান
কানাডা
নরওয়ে
সুইডেন
ফিনল্যান্ড
ইংল্যান্ড
নরওয়ে

যুক্তরাজ্য

1.2k
1.2k
common.please_contribute_to_add_content_into যুক্তরাজ্য.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

২১ জানুয়ারি, ২০২০
৩১ জানুয়ারি, ২০২০
১১ জানুয়ারি, ২০২০
১ জানুয়ারি, ২০২০

ব্রিটেন

1.5k
1.5k
  • রাষ্ট্রীয় নামঃ United Kingdom of Great Britain & Northern Ireland
  • রাজধানীঃ লন্ডন
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ পাউন্ড স্টার্লিং

গ্রেট ব্রিটেনের রাজ্য- ৪টি

  1. ইংল্যান্ড - লন্ডন
  2. ওয়েলস - কার্ডিফ
  3. স্কটল্যান্ড - এডিনবার্গ
  4. উত্তর আয়ারল্যান্ড - বেলফাস্ট

ব্রিটেনের কিছু তথ্যঃ

  • United Kingdom of Great Britain & Northern Ireland.
  • ১৭০৭ সালে রানী অ্যানির রাজত্বকালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড একত্রিত হয়ে 'গ্রেট ব্রিটেন এ পরিণত হয়।
  • আয়ারল্যান্ড ১৬০৩ সালে ব্রিটেনের অঙ্গরাজ্য পরিণত হয়।
  • পৃথিবীর প্রথম স্থায়ী ব্রিটিশ কলোনী জেমস টাউন।
  • CITY of FLIM বলা হয় ব্রাডফোর্ড শহরকে।
  • CITY of LITERATURE বলা হয় এডিনবার্গ (যুক্তরাজ্য) শহরকে।
  • ভিক্টোরিয়া ক্রস- ব্রিটেনের সর্বোচ্চ জাতীয় খেতাব।
  • ইউনিয়ন জ্যাক বলা হয়- ব্রিটেনের পতাকাকে।
  • আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- ব্রিটেনকে।
  • যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
  • শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম ব্রিটেনে (১৭৬০-১৮৪০) সালে ।
  • উপমহাদেশের নীল চাষের সূচনা হয়- শিল্প বিপ্লবের ফলে।
  • ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে।
  • উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ।
  • ব্রিটেনের গৌরবময় বিপ্লব হয়- ১৬৮৮ সালে।
  • ট্রাফালগার স্কয়ার ও রুশ হাউজ অবস্থিত- লন্ডনে ।
  • ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে 'হোয়াইট হল' বলা হয়।
  • লন্ডনের একটি রাজপথের নাম- পলমল হল।
  • চান্সেলর অব এক্সচেকার ব্রিটেনের- অর্থমন্ত্রীর উপাধি ।
  • ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি সেক্রেটারী অফ স্টেট ফরেন এন্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স।
  • ১১নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রী একচেকার এর সরকারি বাসভবন।
  • গ্রেট ব্রিটেন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত।

ব্রিটেনের রাজা-রানী ও প্রধানমন্ত্রী

  • ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন- আলফ্রেড দ্য গ্রেট
  • যুক্তরাজ্যের সর্বশেষ নারী সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন (৭০)- রানী দ্বিতীয় এলিজাবেথ।
  • পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় রানীর পদ অলঙ্কৃত করেন- রানী ২য় এলিজাবেথ।
  • রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা যান- ৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
  • যুক্তরাজ্যের বর্তমান সিংহাসনে অধিষ্ঠিত আছেন- রাজা ৩য় চার্লস।
  • ব্রিটেনের প্রথম তথা বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী- রবার্ট ওয়ালপোল।
  • ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম- বাকিংহাম প্যালেস।
  • ইউরোপের 'লৌহ মানবী নামে পরিচিত- মর্গারেট থ্যাচার।
  • মর্গারেট থ্যাচার ১১ বছর (১৯৭৯-৯০) পর্যন্ত ক্ষমতায় ছিলেন ।
  • মর্গারেট থ্যাচার কনজারবেটিভ পার্টি দলের প্রধানমন্ত্রী ছিলেন।
  • ১ম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- হেনরী আসকুইথ ।
  • ২য় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- উইনস্টন চার্চিল (ব্রিটেন)
  • ইংল্যান্ডের রাজা প্রথম চালর্সকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেওয়া হয় ।
  • বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী- উইলিয়াম পিট ।
  • গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম- রাজা ষষ্ঠ হেনরি।
  • ১০ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন (১৭৩০ সাল থেকে)।
  • ১২ নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
  • লেখক, সুবক্তা, সৈনিক ও রাষ্ট্রনায়ক হিসাবে বিখ্যাত- উনস্টাইন চার্চিল।
  • মিখাইল গর্ভাচেভ সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এই লোকের সাথে আমরা কাজ করতে পারি।”

ম্যাগনাকার্টা

  • Magna Carta ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।
  • রাজা জনের শাসনামলে ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়।

গৌরবময় বিপ্লবের

  • ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্যে।

শিল্প বিপ্লব

  • ১৭৬০ সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়।
  • Industrial খাতের বিকাশের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়।
  • শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয়।

ব্লাসফেমি

  • ব্লাসফেমি আইন যুক্তরাজ্যে প্রথম চালু হয়।
  • 'ব্লাসফেমি' শব্দের অর্থ ধর্মনিন্দা বা ঈশ্বর নিন্দা ।
  • ধর্ম বা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলার প্রতিরোধে এ আইন করা হয়।

ইউনিয়ন জ্যাক

  • যুক্তরাজ্যের জাতীয় পতাকাকে Union Jack বা Union Flag বলা হয়।

ভিক্টোরিয়া ক্রস

  • ভিক্টোরিয়া ক্রস ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব ।
  • কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে এ পদক প্রদান করা হয়।

নির্বাহী পদ

  • রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান
  • সরকার প্রধান- প্রধানমন্ত্রী
  • ব্রিটেনের অর্থমন্ত্রীকে Chancellor of Ex-Chequer বলা হয়।
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পদবী Secretary of State for Foreign and Commonwealth

পার্লামেন্ট

  • আইনসভা দুই কক্ষবিশিষ্ট (Bi-Cameral) |
  • যথা- হাউজ অব লর্ডস (উচ্চ কক্ষ) এবং হাউজ অব কমনস (নিম্নকক্ষ)।
  • ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম The Westminster Palace.

ব্রেক্সিট

  • BREXIT বলতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম।
  • ব্রেক্সিট কার্যকর হয় ৩১ জানুয়ারি ২০২০ সালে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

থেরেসা মে
বরিস জনসন
তৃতীয় চার্লস
প্যাট্রিসিয়া
ফজলে হাসান আবেদ
ডাঃ মোহাম্মদ ইব্রাহিম
এম আর খান
বিচারপতি সৈয়দ শামসুল হক
লেবার পার্টি
ডেমোক্রেটিক ইউনিয়ন
স্কটিশ এলায়েন্স
কনজারভেটিভ পার্টি

দ্বিতীয় এলিজাবেথ

402
402

ওয়েষ্ট মিনিষ্টার

457
457
common.please_contribute_to_add_content_into ওয়েষ্ট মিনিষ্টার.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

বিটেনের ব্যবসা কেন্দ্র
ব্রিটেনের পার্লামেন্ট ভবন
আমেরিকার হোয়াইট হাউজ
নাসা ভবন

ব্রিটেনের সংবিধান ও পার্লামেন্ট

1.7k
1.7k
  • যুক্তরাজ্যে কোনো লিখিত সংবিধান নাই ।
  • যুক্তরাজ্যের বেশিরভাগ আইন প্রথার উপর গড়ে উঠেছে
  • যুক্তরাজ্যে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত।
  • 'ম্যাগনা কার্টা' হলো ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ।
  • 'ম্যাগনা কার্টা' স্বাক্ষরিত হয় ১২১৫ সালে (রাজা জন কর্তৃক)

বৃটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রবচন গুলো:-

  1. The King is dead, long live the king.
  2. The King never dies.
  3. The King reigns but does not rule.
  4. The King can do no wrong.

  • ব্রিটেনের পার্লামেন্টের নাম হচ্ছে- পার্লামেন্ট।
  • ব্রিটেনের পার্লামেন্টের অপর নাম- ওয়েস্ট মিনিস্টার আবে।
  • ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে-দ্বি কক্ষ বিশিষ্ট।
  • ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে- হাউজ অব লর্ডস।
  • ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম- হাউজ অব কমন্স।
  • ব্রিটেনের হাউস অব কমন্সের আসন- ৬৫০ টি।
  • ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় ১৯১৮ সালে।
common.content_added_by

ম্যাগনাকার্টা

534
534
common.please_contribute_to_add_content_into ম্যাগনাকার্টা.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ
ব্রিটিশ জনগণের অধিকার আদায়ের সনদ
আমেরিকান নাগরিক অধিকার সনদ
আমেরিকান নাগরিক অধিকার সনদ
১২১৫ খ্রিস্টাব্দে
১২১০ খ্রিস্টাব্দে
১২২৫ খ্রিস্টাব্দে
১২১২ খ্রিস্টাব্দে
ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
গ্রিসের শাসনতন্ত্র
অস্টেলিয়ার শাসনতন্ত্র
কোনটিই নয়
ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
ব্রিশিট শাসনতন্ত্রের বাইবেল
স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
জার্মান শাসনতন্ত্রের বাইবেল

ভিক্টোরিয়া ক্রস

482
482
common.please_contribute_to_add_content_into ভিক্টোরিয়া ক্রস.
common.content

নির্বাহী পদ

457
457
common.please_contribute_to_add_content_into নির্বাহী পদ.
common.content

ফ্রান্স

910
910

ফ্রান্স ভূ-রাজনৈতিক কৌশলে থাকার অন্যতম কারন হলো এর দক্ষিণে ভূ-মধ্যসাগর এবং পশ্চিমে | আটলান্টিক মহাসাগর অবস্থিত। ১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। উল্লেখ্য যে নেপোলিয়নের (১৮০৪-১৮১৫) সময়কে বলা হয় ফ্রান্সের স্বর্ণযুগ কারণ এই সময় ইতালি, জার্মানী, এবং স্পেনসহ ইউরোপের মূল ভূ- খণ্ডের অধিকাংশ ফ্রান্সের সাম্রাজ্যভুক্ত হয়ে ছিল।

  • রাষ্ট্রীয় নামঃ The French Republic
  • রাজধানীঃ প্যারিস
  • ভাষাঃ ফ্রেঞ্চ
  • মুদ্রাঃ  ইউরো

জেনে নিই

  • ফ্রাঙ্ক জাতির নাম অনুসারে ফ্রান্সের নামকরণ করা হয়
  • ফ্রান্স এর সরকার পদ্ধতি আধা রাষ্ট্রপতি শাসিত।
  • ফ্রান্সের জাতীয় খেলার নাম- বৌলস।
  • ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধের স্থায়ী কাল (১৩৩৮-১৪৫৩) সাল পর্যন্ত।
  • ফ্রান্সের লৌহমানবী বলা হয় মিসেল আলিওমারিকে।
  • ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন চার্লস ডি গ্যালে।
  • ফ্রান্স প্রজাতন্ত্র ঘোষণা করে ১৭৯২ সালে।
  • ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়- যা ফরাসী বপ্লবের মাইলস্টোন।
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ওডেরনিস লাইন
সীগফ্রিড লাইন
সনোরা লাইন
ম্যাকনামারা লাইন

জার্মানি

1.8k
1.8k
  • রাষ্ট্রীয় নামঃ The Federal Republic of Germany
  • রাজধানীঃ বার্লিন
  • ভাষাঃ জার্মান
  • মুদ্রাঃ ইউরো

তথ্য

জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত ও অর্থনীতির দেশ। এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটির উত্তর সীমান্তে উত্তর সাগর, ডেনমার্ক ও বাল্টিক সাগর, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবুর্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ড্স অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি সমৃদ্ধ, তবে ১৮৭১ সালের আগে এটি কোন একক রাষ্ট্র ছিল না। ১৮১৫ থেকে ১৮৬৭ পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং ১৮০৬ সালের আগে এটি অনেকগুলি স্বতন্ত্র ও আলাদা রাজ্যের সমষ্টি ছিল।

জেনে নিই

  • আধুনিক জার্মানির প্রথম চ্যান্সেলর অটোভন বিসমার্ক (১৮৭১-৯০) ।
  • নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় মিউনিখ শহর থেকে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স আত্মসমর্পন করে জার্মানির কাছে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পন করে- ৭ মে ১৯৪৫ সালে।
  • জার্মানির প্রাচীন রাজাদের উপাধি- কাইজার।
  • কার্ল মার্কস জন্মগ্রহণ করে জার্মানিতে, তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ।
  • কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থের নাম- Das Capital
  • ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকা পূর্ব জার্মানিতে প্রতিষ্ঠিত হয়- সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইমানুয়েল ম্যাথরো
ভ্লাদিমির পুতিন
এঙ্গেলা মার্কেল
থেরেসা মে

এডলফ হিটলার

1.1k
1.1k
  • জার্মানির প্রতিষ্ঠাতা হিটলার ছিলেন- জার্মানির চ্যান্সেলর (১৯৩৩-১৯৪৫) সাল।
  • হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন- ৩০ জানুয়ারী ১৯৩৩ সালে।
  • হিটলারের রাজনৈতিক দলের নাম- নাসী বা Nazi |
  • হিটলারের গোপন' পুলিশ বাহিনী- গেস্টাপো।
  • হিটলার অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন ১৮৮৯ সালে।
  • হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম My Struggle ও Mein Kampf (১৯২৫)।
  • হিটলার অস্ট্রিয়াকে জার্মানির অংশ হিসেবে ঘোষণা করে- ১৯৩৮ সালে।
  • হিটলার বার্লিনে ফুয়েরার বাঙ্কারে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল সস্ত্রীক আত্মহত্যা করেন।
  • ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
  • রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি (Nazi Party)
  • হিটলারের পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো (Gestapo)
  • বিখ্যাত রাজনৈতিক আত্নজীবনীমূলক গ্রন্থ “Main kampf”
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বার্লিন

624
624

বার্লিন টানেল: মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য জার্মানির পশ্চিম বার্লিন থেকে আধা কিলোমিটার সুরঙ্গ টানেল নির্মাণ করে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে।

বার্লিন প্রাচীর:

  • নির্মাণ করা হয়: ১৯৬১ সালে।
  • নির্মাণ করে: পূর্ব জার্মানি
  • নির্মাতা: German Democratic Republic
  • দৈর্ঘ্য: ১৫৫/১৬১ কিলোমিটার
  • ভেঙ্গে ফেলা হয়: ১৯৮৯ সালে ৯ নভেম্বর।
  • দুই জার্মানি একত্রিত হয়: ৩ অক্টোবর, ১৯৯০ (মধ্যরাত্রিতে)
  • মুদ্রা চালু: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই জার্মানিতে এক মুদ্রা চালু হয় ১৮ মে, ১৯৯০ সালে।
  • বার্লিন প্রাচীর ভাঙার প্রতিক্রিয়া: ১৯৮৯ সালে পোল্যান্ড ও হাংগেরির সমাজতন্ত্রের পতন হয়।

জেনে নিই

  • বিশ্বের সবচেয়ে বড় আইটি মেলা অনুষ্ঠিত হয়- হ্যানোভার, জার্মানি।
  • ব্লাক ফরেস্ট অবস্থিত- জার্মানিতে।
  • ফ্রাঙ্কফুট হলো পৃথিবীর সবচেয়ে বড় জার্মান বইমেলা ।
  • DW (Deutsche Welle) প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে সংবাদ সংস্থা।
  • জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।
  • জার্মানির পার্লামেন্ট এ আসন সংখ্যা হলো- ৬১৪টি।
  • বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম- ব্রান্ডেডবার্গ গেইট।
  • জার্মানির যে রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন- প্রথম জর্জ (১৭১৪ সালে)।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১৯১৮ সালে।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে সমর্থন করে- অটোম্যান সাম্রাজ্য।
  • পশ্চিম জার্মানির রাজধানীর নাম ছিল- বন।
  • পূর্ব জার্মানির রাজধানীর নাম ছিল- বার্লিন।
  • নুরেমবার্গে জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়- ১৯৪৫ সালে ।
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) যে দেশভিত্তিক সংস্থা- জার্মান ভিত্তিক ।
  • জার্মানির বর্তমান চ্যান্সেলর- ওলাফ শলৎস
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

যুক্তরাষ্ট্র

পূর্ব জার্মানি

পশ্চিম জার্মানি

সোভিয়েত ইউনিয়ন

রাশিয়া

1k
1k

রাষ্ট্রীয়ভাবে এই দেশটির নাম হচ্ছে রাশিয়ান ফেডারেশন যা আয়তনের বিশ্বের সব থেকে বড় দেশ। তবে ১৯২২-১৯৯১ সালে এ দেশটি ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। মূলত এটি ছিল বিভিন্ন দেশ এবং অঞ্চল মিলে একটি ইউনিয়ন। যার অফিশিয়াল নাম ছিল ইউনিয়ন অব দ্য সোভিয়েত সোশালিস্ট রিপাবলিকস বা ইউএসএসআর। এটি ছিল ফেডারেল সমাজতান্ত্রিক রাষ্ট্র। বর্তমানে এটি থেকে ১৫ টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হয়েছে, যার বৃহত্তম অংশের নাম হচ্ছে বর্তমান রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা ছিলেন সোভিয়েত রাশিয়ান বিপ্লবী রাজনীতিবিদ এবং সরকারপ্রধান ভ্লাদিমির লেনিন। যিনি আদর্শগতভাবে একজন কমিউনিস্ট নেতা ছিলেন, তার মতবাদ কে বলা হয় লেলিনবাদ মতবাদ। এর পরবর্তী কমিউনিস্ট নেতা ছিলেন জোসেফ স্ট্যালিন। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং রাষ্ট্রপতি ছিলেন মিখাইল গর্বাচেভ।

ভৌগোলিকভাবে রাশিয়া হচ্ছে  ইউরোপ এবং এশিয়া মহাদেশের অংশ, তবে বৃহত্তম অংশটি এশিয়া মহাদেশের অন্তর্গত।

দেশটির উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর, পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর। এছাড়াও রয়েছে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর এবং ককেশাস অঞ্চল। 

সাইবেরিয়া হচ্ছে দেশটির মধ্যভাগের দক্ষিণ থেকে উত্তর অঞ্চলের মধ্যে ভৌগলিক এলাকা যেখানে রয়েছে উরাল পর্বতমালা। তীব্র শীতের কারণে এখান থেকে বহু অতিথি পাখি বাংলাদেশ এসে থাকে।

আয়তনে বৃহত্তম হওয়ার কারণে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই দেশটির সাথে রয়েছে ষোলটি সার্বভৌম দেশের সাথে সীমান্ত যা বিশ্বে প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে চীন যা ১৪ টি দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত।

রাশিয়ার রয়েছে ১১ টি টাইম জোন। যা বিশ্বে দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে ফ্রান্স।

দেশটির একমাত্র দাপ্তরিক এবং জাতীয় ভাষা হচ্ছে রাশিয়ান। তবে অঞ্চলভেদে ভাষাটির কিছুটা পার্থক্য দেখা যায়।

জাতিসত্তার ৮১%  মানুষ হচ্ছে রাশিয়ান, ৪% তাতার। 

তবে এখানকার ৭১% মানুষ রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান, ১৫% ধর্মহীন এবং ১০% মুসলিম।

রাজধানী এবং সবথেকে জনবহুল নগরী হচ্ছে মস্কো। এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত। মস্কোভা নদীর তীরে অবস্থিত এই নগরীতে রয়েছে মস্কো ক্রেমলিন (কেন্দ্রীয় সুরক্ষিত কমপ্লেক্স বর্তমানে যা রাষ্ট্রপতির সরকারি বাসভবন), রেড স্কয়ার (অন্যদিকে লাল কেল্লা পুরান দিল্লিতে), সেন্ট বাসিলস ক্যাথিড্রাল।

মস্কোর ক্রেমলিন এর রাজনীতিকে বলা হত ক্রেমলিনোলজি।

এখানে সরকার ব্যবস্থা হচ্ছে ফেডারেল প্রভাবশালী দলীয় আধা রাষ্ট্রপতি সাংবিধানিক প্রজাতন্ত্র। প্রভাবশালী দলীয় বলতে একদলীয় ব্যবস্থা বুঝায় যারা বরাবর একই দল নির্বাচিত হয়ে থাকে। 

দেশটির রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রপ্রধান এবং আইনত সরকারপ্রধান। যিনি দেশটির সর্বোচ্চ কর্তা ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ।

বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তিনি অতীতে কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। অতীতে তিনি কেজিবি, ফেডারেল সিকিউরিটি সার্ভিস ও রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন। উল্লেখ্য কেজিবি হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধান সুরক্ষা সংস্থা। 

দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের চেয়ারম্যান এবং দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। এর অফিশিয়াল কর্মক্ষেত্রের নাম রাশিয়ান হোয়াইট হাউস।

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষের নাম স্টেট দুমা। 

বেরিং প্রণালী মাধ্যমে রাশিয়া তথা এশিয়া মহাদেশে এর সাথে উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্রের আলাস্কা স্টেট আলাদা হয়েছে। 

একই সাথে এটির মাধ্যমে উত্তর প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর সংযুক্ত হয়েছে।

কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া এবং জাপানের বিরোধ রয়েছে। তবে শাখালিন দ্বীপ নিয়ে অতীতে জাপানের সাথে বিরোধ থাকলেও বর্তমানে এটি রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ। 

রাশিয়ার সম্রাটদের ডাকা হতো জার নামে। প্রথম সম্রাট পিটার দি গ্রেট, যিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন। রাশিয়ার শেষ সম্রাট দ্বিতীয় নিকোলাস জার। জারতন্ত্রের পতন হয় রুশ বিপ্লবের মাধ্যমে ১৯১৭ সালে। 

রুশ বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে। রুশ বিপ্লবের মহান নায়ক ভাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।

সাড়া জাগানো রুশ বিপ্লবের মেয়াদকাল ছিল ১০ দিন।

লেনিনের নেতৃত্বে বলশেভিক দল ক্ষমতা দখল করে ১৯১৭ সালের ৭ নভেম্বর।

USSR নামটি গৃহীত হয় ৩০ ডিসেম্বর ১৯২২। সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ২১ ডিসেম্বর ১৯৯১। সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেয়া হয় এবং প্রেসিডেন্ট গর্বাচেভ পদত্যাগ করেন ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর। USSR বিলুপ্ত হয় ২৬ ডিসেম্বর ১৯৯১। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র গঠিত হয় ১৫টি। 

ভারত ও রাশিয়ার মধ্যে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৩ সালের ৫ মার্চ।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা ‘ড্যাড অব অল বোম্বস’ এর আবিষ্কারক রাশিয়া।

অখণ্ড ইউরোপের প্রবক্তা মিখাইল গর্বাচেভ। 

বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক প্রকল্প নির্মাণ করেছে রাশিয়া।

রাশিয়ার সীমান্তবর্তী দেশ ১৪টি । 

সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ২৯ আগস্ট ১৯৪৯।

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রতিরক্ষামন্ত্রী
সেনাবাহিনী প্রধান
সিআইএ পরিচালক
পররাষ্ট্রমন্ত্রী

গ্রিস

1.1k
1.1k

ইউরোপের প্রথম উন্নত সভ্যতা গড়ে উঠেছিল এই গ্রিসে। বর্তমান আধুনিক ইউরোপকে এর ফসল বললে অত্যুক্তি হবে না। রোম গ্রীস দখল করে- খ্রিস্টপূর্ব ১৪৬ অব্দে। Minoan, Ges Mycenaean সভ্যতার উত্থানের ফলে স্বতন্ত্র সরকার ও সমাজ কাঠামো বিশিষ্ট রাজ্যের সৃষ্টি হয়। এই রাজ্যগুলো স্পার্টা এবং এথেন্সের অধীনে একত্রিত হয়ে পার্সিয়ানদের অগ্রযাত্রাকে প্রতিহত করেছিল। এথেন্সে গ্রিসের প্রথম গণতান্ত্রিক সমৃদ্ধ। সভ্যতা প্রতিষ্ঠিত হয়। গ্রিস ১৪৬০ সালে তুরস্কের অধীনস্থ ছিল। ১৮২৯ খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে।

  • রাষ্ট্রীয় নামঃ republic of Greece
  • রাজধানীঃ এথেন্স
  • ভাষাঃ গ্রিক
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • গ্রিসের পূর্ব নাম- হেলাস। গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- গ্রিসকে।
  • প্রাচীন গ্রিক এথেন্স ও স্পার্টা নামক দুটি নগর রাষ্ট্র ছিল।
  • এথেন্স ছিলো- গণতান্ত্রিক ও শিক্ষিত নগর। স্পার্টা ছিলো- সমরবিদ্যায় পারদর্শী নগর।
  • গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ। গ্রিসের জাতীয় প্রতীক জলপাই গাছের ডাল।
  • দর্শন চর্চা সর্বপ্রথম শুরু হয়- প্রাচীন গ্রিসে। সম্প্রতি বেইল আউট প্রশ্নে গণভোট হয়- গ্রিসে ।
  • গ্রিসের উচ্চতম পর্বতের নাম- মাউন্ট অলিম্পাস ।
  • গ্রীসের প্রাচীন উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন- সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল।
  • জ্ঞান চর্চা করতে গিয়ে 'ফিল্মফি' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন -প্লেটো
  • বাংলাদেশে একমাত্র গ্রীক সমাধি রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।
  • গণতন্ত্রের সূতিকাগার/আতুরঘর বলা হয়- গ্রিসকে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন- গ্রিকরা।
  • জলপাই গাছের দেশ বলা হয়- গ্রীসকে। অলিম্পিকের দেশ হিসেবে খ্যাত- গ্রীস।
  • পেলোপোনেশিয় যুদ্ধ সংঘটিত হয়- গ্রীসে। হোমার ছিলেন- গ্রীসের একজন অন্ধ মহাকবি ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

পারস্য উপসাগরে
কাম্পিয়ান সাগরে
ভারত মহাসাগরে
মেক্সিকো উপসাগরে

মেসেডোনিয়া

458
458
common.please_contribute_to_add_content_into মেসেডোনিয়া.
common.content

মাদার তেরেসা

464
464
  • ১৯১০ সালে তৎকালীন ওসমানীয় খেলাফতের আলবেনিয়া
  • বর্তমান মেসিডেনিয়ার স্কোপজি শহরে জন্মগ্রহণ করেন।
  • ভারতের নাগরিকত্ব লাভ- ১৯৪৮ খ্রি.।
  • মাদার তেরেসা কর্তৃক নির্মিত সেবা প্রতিষ্ঠান- নির্মল হৃদয় ।
  • 'মিশনারিজ অব চ্যারিটিজ প্রতিষ্ঠা করেন- ১৯৫০ খ্রিস্টাব্দে।
  • শান্তিতে নোবেল পুরস্কার লাভ- ১৯৭৯ খ্রিস্টাব্দে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইতালি

1.2k
1.2k

পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে পরে এবং সেগুলো দস্যু | কবলিত হয়ে পরার ফলে পৃথিবীর ইতিহাসে প্রথম সামন্ত প্রথার | সূত্রপাত ঘটে ইতালিতে। পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সামন্ত সমাজব্যবস্থা শক্তিশালী রূপ লাভ করে, পরবর্তীতে রেঁনেসার মধ্য দিয়ে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। সান মারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমান থাকার একমাত্র উদাহরণ এটি। এই কারণে রোমকে দুই রাষ্ট্রের রাজধানীও বলা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ Republic of Italy
  • রাজধানীঃ রোম
  • ভাষাঃ ইটালিয়ান
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • ল্যান্ড অব মার্বেল বলা হয়- ইতালিকে। ইতালির জাতীয় প্রতীক- শ্বেত পদ্ম।
  • ইতালির পো নদীর মোহনায় অবস্থিত- ভেনিস শহর ।
  • ইতালি প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয়- ১৯৪৬ সালে গণভোটের মাধ্যমে।
  • অপেরার প্রথম প্রচলন হয়- ইতালিতে।
  • ফ্যাসিবাদের প্রবক্তা বেনিত মুসোলিনী ছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
  • মুসোলিনীর রাজনৈতিক দলের নাম ছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি।
  • ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির বিখ্যাত দ্বীপ- সিসিলি, সার্ডিনিয়া ও কর্সিকা।
  • ইতালির ভেতরে রোমের পাশে ভ্যাটিকান সিটি ও স্যান ম্যারিনো নামে স্বাধীন রাষ্ট্র রয়েছে।
  • ইউরোপের বুট বলা হয়- ইতালিকে। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র।
  • মানচিত্রে ইতালির আকৃতি অনেকটা বুট জুতোর মতো দেখায়।
  • ইউরোপে রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয়- ইতালিতে।
  • ইতালিতে রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয়- চতুর্দশ শতাব্দীতে ফ্লোরেন্স নগরীতে।
  • ইতালির চিত্রশিল্পী, ভাস্কর ও কবি মাইকেল অ্যাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলা হয়।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রোম
রিয়াদ
কুয়ালালামপুর
কলম্বো
ইউরো
ফ্রাংক
ইতালিয়ানো
মার্ক
ডোমিনো

রোম

551
551
common.please_contribute_to_add_content_into রোম.
common.content

স্পেন

642
642
  • রাষ্ট্রীয় নামঃKingdom of Spain
  • রাজধানীঃ মাদ্রিদ
  • ভাষাঃ স্পানিশ
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • স্পেনকে বলা হয় Lighthouse of the Europe
  • স্পেনের গৃহযুদ্ধ সময়কাল- (১৯৩৬-১৯৩৯) সাল ।
  • স্পেনের গৃহযুদ্ধের সময় জাতীয়তাবাদী নেতা ছিলেন- জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ।
  • বাস্ক জনগোষ্ঠী যে দেশের স্বাধীনতাকামী গোষ্ঠী- স্পেন।
  • ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল- স্পেনের মাদ্রিদ শহরে।
  • প্রাচীন পৃথিবীর প্রাচীন রেস্তোরার নাম- কাসা বোতিল ।
  • কাতালোনিয়া স্পেনের একটি স্বায়ত্তশাসিত স্বাধীনতাকামী- প্রদেশ।
  • স্পেনের চারটি প্রধান শহর হলো বার্সেলোনা, জিরোনা, লেইদা ও তারাগোনা।
  • কাতালোনিয়ার স্বাধীনতার দাবীতে আন্দোলনের নেতৃত্ব দেন- কার্লোস পুজদেমন।
  • কর্ডোভা, গ্রানাডা দুইটি স্পেনের ঐতিহাসিক স্থান যা মুসলিম শাসনের সাথে জড়িত নাম।
  • তারিক বিন যিয়াদ অষ্টম শতকের শুরুর দিকে স্পেন বিজয় করেন।
  • স্পেন বিজয়ী কাব্য' মহাকাব্য রচনা করেন- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  • পাবলো পিকাসো একজন স্প্যানিশ চিত্রশিল্পী।
  • তাঁর বিখ্যাত শিল্পকর্ম- ওয়ের্নিকা, উইমেন অব আলজিয়ার্স
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বার্সেলোনা
কর্ডেভা
মাদ্রিদ
গ্রানাডা
বার্সিলোনা
কর্ডোভা
গ্রানাডা
মাদ্রিদ
সোফিয়া
হেলসিংকি
বেল্গ্রেড
মাদ্রিদ
দক্ষিণ আমেরিকা
ত্রিনিদাদ টোবাগো
স্পেন
আলবেনিয়া
মাদ্রিদ
বার্সেলোনা
ভ্যালেন্সিয়া
ভেনিস

ভ্যাটিক্যান সিটি

663
663
  • রাষ্ট্রীয় নামঃ State of the Vatican City
  • রাজধানীঃ ভ্যাটিকান সিটি 
  • ভাষাঃ ইটালিয়ান
  • মুদ্রাঃ ইউরো

 

মৌলিক তথ্য:

ভ্যাটিকান সিটি মূলত একটি নগররাষ্ট্র । আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভৌগোলিক পরিসরে যেসব রাষ্ট্রের মাঝে অন্য কোন রাষ্ট্রের অংশবিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে, সেটিকে ছিদ্রায়িত বলে। ছিদ্রায়িত রাষ্ট্র ইতালির অভ্যন্তরের দুইটি দেশ হলো- স্যানম্যারিনো ও ভ্যাটিকান সিটি।

 

জেনে নিই 

  • ইতালির অভ্যন্তরের এই রাষ্ট্রটির আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার (১১০ একর)।
  •  ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত হলো বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত ।
  • পোপ এখানকার রাষ্ট্রনেতা। The Holy sity বলা হয় ভ্যাটিকানকে।
  •  এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে।
  • ভাটিকান সিটির পোপের দূতকে বলা হয় Nuncio.
  • "ভ্যাটিকান রেডিও' নামের সরকারি বেতার স্টেশন সারাবিশ্বের পোপের বার্তা ছড়িয়ে দেয়। 
  • ভ্যাটিকান সিটিতে অবস্থিত পোপের বাসভবনের নাম- পাপেল প্যালেস।
  •  স্বাধীন দেশ হলেও দেশটি জাতিসংঘের সহযোগী সদস্য।
  •  ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তামূলক বাহিনীর নাম- সুইস গার্ড ।
common.content_added_by

স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র

374
374
common.please_contribute_to_add_content_into স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র.
common.content

সাবেক যুগোশ্লোভিয়া

477
477

১৯৯২ সালে সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে সৃষ্টি হওয়া নতুন ৭ টি রাষ্ট্র সৃষ্টি হয়। সার্বিয়া আর মন্টিনিগ্রো ফেডাকে রিপাবলিক অব যুগোশ্লাভিয়া নাম নিয়ে কিছুকাল টিকে থাকলেও ২০০৬ সালে মন্টিনিগ্রো স্বাধীন হলে যুগোশ্লাভিয়া বিলীন হয়ে যায়। পরবর্তীতে সার্বিয়া ভেঙ্গে সার্বিয়া ও কসোভো (২০০৮) নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়।

  • সার্বিয়া
  • শ্লোভেনিয়া
  • ক্রোয়েশিয়া
  • বসনিয়া হা, গো.
  • মন্টিনিগ্রো
  • উত্তর মেসিডোনিয়া
  • কসোভো

জেনে নিই

  • মার্শাল টিটো যোশেফ মার্শাল টিটো ছিলেন সাবেক যুগোশ্লাভিয়ার অবিসংবাদিত নেতা।
  • তিনি জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর অগ্রনায়ক।
  • বলকানের 'কসাই' নামে পরিচিত সাবেক যুগোস্লাভ একনায়ক- শ্রাবেদিন মিলোসেভিচ।
  • ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের ২৮তম সদস্য।
  • মন্টিনিগ্রো NATO-এর ২৯তম সদস্যপদ লাভ করে- ২০১৭ খ্রিস্টাব্দে।
  • কসোভো ২০০৮ খ্রিস্টাব্দে সার্বিয়ার থেকে স্বাধীনতা লাভ করে।
  • মেসিডোনিয়া সাবেক যুগোশ্লাভিয়া ভেঙ্গে সৃষ্টি হয়।
  • আলোচিত ব্যক্তিত্ব 'মাদার তেরেসা মেসিডোনিয়ার স্কোপেজে জন্ম করেন।
  • তেরেসাকে পোপ ফ্রান্সিস Saint ঘোষণা করেন।
common.content_added_by

ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ

464
464
common.please_contribute_to_add_content_into ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ.
common.content

ইংল্যান্ড-England

531
531

বৃটেন

458
458
common.please_contribute_to_add_content_into বৃটেন.
common.content

জর্জ হ্যারিসন

487
487

হল্যান্ড

471
471
common.please_contribute_to_add_content_into হল্যান্ড.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ইংল্যান্ড
নেদারল্যান্ড
সুইডেন
নিউজিল্যান্ড

ওলন্দাজ

505
505
common.please_contribute_to_add_content_into ওলন্দাজ.
common.content

গ্রিনপিস (Green Peace)

552
552
  • Green Peace - আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
  •  প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে, কানাডায়।
  • সদর দপ্তর- আমস্টারডাম, নেদারল্যান্ডে।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

সুইজারল্যান্ড
নিউজিল্যান্ড
নেদারল্যান্ড
যুক্তরাজ্য
কানাডা
নেদারল্যান্ড
অস্ট্রিয়া
নিউজিল্যান্ড

অস্ট্রিয়া

515
515
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Austria
  • রাজধানীঃ ভিয়েনা
  • ভাষাঃ জার্মান
  • মুদ্রাঃ ইউরো

 

জেনে নিই 

  • ইউরোপের প্রবেশদ্বার বলা হয়- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে।
  •  এডলফ হিটলার জন্মগ্রহণ করেন- অস্ট্রিয়ায়।
  • Classical Music এর মাতৃভূমি বলা হয়- অস্ট্রিয়াকে।
  • জার্মানি ছাড়া বিশ্বের যে দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে-অস্ট্রিয়া ।
  •  জার্মান ও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর পদের নাম- Chancelor.
  • প্রথম পোস্টকার্ড চালু হয়- অস্ট্রিয়ায়।
  • IAEA, OPEC, UNIDO এর সদর দপ্তর- ভিয়েনাতে।

 

common.content_added_and_updated_by

আলবেনিয়া

550
550
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Albania
  • রাজধানীঃ তিরানা
  • ভাষাঃ আলবেনিয়ান
  • মুদ্রাঃ লেক

 

জেনে নিই 

  • ইউরোপের প্রথম মুসলিম দেশ আলবেনিয়া।
  • আলবেনিয়া ১৯১২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে । 
  • আলবেনিয়া প্রজাতন্ত্রে পরিণত হয়- ১৯২০ সালে।
  • আলবেনিয়া ন্যাটোর সদস্য পদ লাভ করে- ২০০৯ সালে।
common.content_added_and_updated_by

পোল্যান্ড

497
497
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Poland
  • রাজধানীঃ ওয়ারশ
  • ভাষাঃ পোলিশ
  • মুদ্রাঃ জলোটি

জেনে নিই

  • পোল্যান্ড ১৯১৮ সালে স্বাধীনতা লাভ করে।
  • পোল্যান্ডে কমিউনিস্ট শাসনের অবসান হয় ১৯৮৯ সালে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের ১৭% লোক নিহত হয়।
  • জার্মানি পোল্যান্ড আক্রমণ করে ১৯৩৯ সালে।
  • ডানজিক সমুদ্র বন্দর পোল্যান্ডে অবস্থিত।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড জার্মানির অধীনে ছিল।
common.content_added_by

আয়ারল্যান্ড

684
684
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Ireland
  • রাজধানী: ডাবলিন
  • ভাষাঃ আইরিশ
  • মুদ্রা: ইউরো

জেনে নিই

  • The Emerald Isle বলা হয় আয়ারল্যান্ডকে।
  • আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের মেয়াদ ৭ বছর।
  • আয়ারল্যান্ড এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৮ সালে।
  • আয়ারল্যান্ডের অধিকাংশ মানুষ- নরওয়ের ডেয়ারডেভিল' ভাইকিংদের বংশধর।
  • পটেটো দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল- আয়ারল্যান্ডে।
  • পান্নার দ্বীপ বলা হয়- আয়ারল্যান্ডকে।
common.content_added_by

স্যান ম্যারিনো

464
464
  • রাষ্ট্রীয় নামঃ Republic of San Marino
  • রাজধানীঃ স্যান ম্যারিন
  • ভাষাঃ ইতালিয়ান
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • স্যান ম্যারিনো একটি নদীবিহীন দেশ।
  • ইতালির মূল ভূ-খণ্ডের ভিতরে অবস্থিত।
  • স্যান ম্যারিনো হচ্ছে- প্রাচীনতম প্রজাতন্ত্র ।
common.content_added_by

বেলজিয়াম

559
559
  • রাষ্ট্রীয় নাম: The Kingdom of Belgium
  • রাজধানী: ব্রাসেলস
  • ভাষা: ডাচ, জার্মান
  • মুদ্রা: ইউরো

জেনে নিই

  • ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর অবস্থিত- বেলজিয়ামের ব্রাসেলসে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 'বাফার স্টেট' বলে খ্যাত দেশ- বেলজিয়াম।
  • বেলজিয়ামের নামকরণ করা হয়- বেলগায় জাতিগোষ্ঠীর নামানুসারে।
  • ওয়াটারলু (১৮১৫)'এর যুদ্ধক্ষেত্র অবস্থিত- বেলজিয়ামে।
  • ইউরোপের ককপিট হিসেবে পরিচিত- বেলজিয়াম।
  • ইউরোপের রণক্ষেত্র বলা হয়- বেলজিয়ামকে।
common.content_added_by

পর্তুগাল

471
471
  • রাষ্ট্রীয় নামঃ The kingdom of Belgium 
  • রাজধানীঃ লিজবন 
  • ভাষাঃ পর্তুগিজ 
  • মুদ্রাঃ ইউরো 

মৌলিক তথ্য:

পর্তুগালকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ (A nation of great seafarers) বলা হয়। গামা ইউরোপ থেকে ভারতে আসার জনপথ আবিষ্কার করেন। ১৪৯৮ সালে তিনি ভারতের কালি উপস্থিত হন।

 

জেনে নিই 

  • ইউরোপের সাংস্কৃতিক নগরী- পর্তুগালের পোর্তো। 
  • দক্ষিণ ইউরোপের আয়তাকার দেশ- পর্তুগাল। 
  • ইউরোপের প্রধান সমুদ্রাভিযান কেন্দ্র- পর্তুগাল।
  • মহাসমুদ্র অভিযাত্রীকদের দেশ বলা হয়- পর্তুগালকে
  • ভাস্কো দা গামা ছিলেন- পর্তুগালের নাগরিক
  • পর্তুগালের স্বাধীনতাকামী গোষ্ঠীর নাম- গ্যালিসিয়া ।
  • জাতিসংঘের বর্তমান ৯ম মহাসচিব এন্তনিও গুতেরেস পুর্তগালের সাবেক প্রধানমন্ত্রী।

 

common.content_added_and_updated_by

মোনাকো

522
522
  • রাষ্ট্রীয় নামঃ The Principality of Monaco
  • রাজধানীঃ মোনাকো
  • ভাষাঃ ফ্রেন্স
  • মুদ্রাঃ ইউরো

 

জেনে নিই 

  • বিশ্বে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি- মোনাকোতে।
  • আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ- মোনাকো।
  • ইউরোপের যে দেশে কোন আয়কর দিতে হয় না- মোনাকোতে ।
  •  পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো ।

 

common.content_added_by

জর্জিয়া

460
460
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Georgia
  • রাজধানীঃ তিবলিস 
  • ভাষাঃ  জর্জিয়ান
  • মুদ্রাঃ লারি
     

জেনে নিই 

  • জর্জিয়া- আর্মেনিয়া আজারবাইজান নিয়ে ট্রান্স ককেশিয়ান অঞ্চল গঠিত।
  •  The Birth place of wine বলা হয় জর্জিয়াকে।
  • জর্জিয়ায় রোজ বিপ্লব সংঘটিত হয়- ২০০৩ সালে।

 

common.content_added_by

রুমানিয়া

460
460
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Rumania
  • রাজধানীঃ বুখারেস্ট 
  • ভাষাঃ রুমানিয়ান
  • মুদ্রাঃ লিউ 

জেনে নিই 

  • রোমানিয়া নামের উৎপত্তি রোমান সাম্রাজ্য থেকে
  • এক নায়ক 'চসেস্কু রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
  •  রোমানিয়ায় ট্রেড ইউনিয়ন জোট 'আলফা' নামে পরিচিত।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বুদাপেস্ট
বুখারেস্ট
স্টকহোম
ব্রাসেলস
কোনটিই নয়

সুইজারল্যান্ড

825
825
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Switzerland
  • রাজধানীঃ বার্ন
  • ভাষাঃ জার্মান, রোমানিয়া
  • মুদ্রাঃ ফ্রাঙ্ক

জেনে নিই

  • ইউরোপের খেলার মাঠ বলা হয়- সুইজারল্যান্ডকে।
  • সম্মেলনের শহর' বলা হয়- সুইজারল্যান্ডের জেনেভাকে ।
  • সুইজারল্যান্ডের জেনেভা নগরী বিখ্যাত- ঘড়ি শিল্পের জন্য।
  • নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত ছিল- সুইজারল্যান্ড।
  • গোথার্ড বেস টানেলটির অবস্থান- সুইজারল্যান্ডে।
  • সুইচব্যাংক সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
  • পৃথিবীর ভয়ংকর নিরপেক্ষ রাষ্ট্র- সুইজারল্যান্ড ও সুইডেন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ব্যাংক অব সুইজারল্যান্ড
সেন্ট্রাল ব্যাংক অব সুইজারল্যান্ড
রিজার্ভ ব্যাংক অব সুইজারল্যান্ড
সুইস ন্যাশনাল ব্যাংক

বুলগেরিয়া

650
650
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Bulgaria
  • রাজধানীঃ সোফিয়া
  • ভাষাঃ বুলগেরিয়ান
  • মুদ্রাঃ লেভ

জেনে নিই

  • গোলাপের উপত্যকা অবস্থিত- বুলগেরিয়ায়।
  • বুলগেরিয়ার সবচেয়ে পুরোনো শহর- সজোপুল।

সাইপ্রাস (Cyprus)

  • রাজধানীর নাম- নিকোশিয়া।
  • সাইপ্রাসের মুদ্রার নাম- ইউরো।
  • সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্ত করার আন্দোলনের নাম- ইনোসিস।
  • গ্রিসের সমর্থনপুষ্ট সামরিক জান্তা ক্ষমতার মসনদে আরোহন করলে তুরস্ক সাইপ্রাসে আগ্রাসন চালায় ।
  • এটিই সাইপ্রাস ও গ্রিসের বিবাদের কারণ।

মাল্টা (Malta)

  • মাল্টা ভূমধ্যসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ দেশ।
  • মুদ্রার নাম- ইউরো।
  • রাজধানীর নাম- ভ্যালেটা।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বলকান রাষ্ট্র

3.6k
3.6k

বলকান অঞ্চল (The Balkans) বলতে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদে ভরপুর এক অঞ্চলকে বোঝায়। এর পূর্বে কৃষ্ণ সাগর, পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর, দক্ষিণে ভূমধ্যসাগর। দানিউব, সাভা ও কৃপা নদীগুলি অঞ্চলটির উত্তর সীমানা নির্ধারণ করেছে। বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত বলকান পর্বতমালার নামে অঞ্চলটির নাম এসেছে। যার অর্থ সারি সারি পর্বত। বলকান অঞ্চলের আয়তন প্রায় ৫.৫০,০০০ বর্গকিলোমিটার। এ অঞ্চলে প্রায় সাড়ে ৫ কোটি লোকের বাস। ঐতিহাসিকভাবে বলকান ছিল। উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশ।

জেনে নিই

  • বলকান শব্দটি তুর্কি শব্দ যার অর্থ এক সারি পর্বত ।
  • বলকান পর্বতের পাদদেশে অবস্থিত।
  • দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশসমূহ বলকান নামে পরিচিত।
  • বলকান পাহাড় বুলগেরিয়া থেকে পূর্ব সার্বিয়া পর্যন্ত বিস্তৃত পর্বতমালা।
  • উল্লেখ্য, বলকান রাষ্ট্রসমূহ উসমানী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল।

বলকান রাষ্ট্র মোট ১১ টি

  1. সার্ভিয়া
  2. মান্টিনিগ্রো
  3. ক্রোয়েশিয়া
  4. বুলগেরিয়া
  5. কসোভো
  6. আলবেনিয়া
  7. স্লোভেনিয়া
  8. বসনিয়া
  9. মেসিডোনিয়া
  10. গ্রিস
  11. রোমানিয়া

[নোট: সাবেক যুগোস্লোভিয়ার ভেঙ্গে যাওয়া ৭টি রাষ্ট্রও বলকান রাষ্ট্র।

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রুমানিয়া
বলিভিয়া
আলবেনিয়া
বুলগেরিয়া
সুইডেন
বাহামা
বুলগেরিয়া
উজবেজিকিস্তান
প্যান্স
লুক্সেমবার্গ
মোনাকো
বুলগেরিয়া

কসোভো

603
603
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Kosovo
  • রাজধানীঃ  প্রিস্টিনা
  • ভাষাঃ আলবেনীয়ান ও সার্বিয়ান
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই 

  • কসোভো সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে ২০০৮ সালে।
  • ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ কসোভো।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রিস্টিনা
তিরানা
বুদাপেস্ট
নিকোশিয়া
ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
বর্ণ কৌশলগত কারণ
মুসলমান বিদ্বেষের প্রবণতা
আলবেনীয়দের ঔদ্ধত্য
বেলগ্রেড
প্রিস্টিনা
সারায়েবো
প্রাগ

প্রিস্টিনা

তিরানা

বুদাপেস্ট

নিকোশিয়া

এর রণকৌশলগতা গুরুত্ব
এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
মুসলিম বিদ্বেষের প্রবণতা
আলেবেনীয়দের ঔদ্ধত্য

সার্বিয়া

463
463
common.please_contribute_to_add_content_into সার্বিয়া.
common.content

# বহুনির্বাচনী প্রশ্ন

ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
বর্ণ কৌশলগত কারণ
মুসলমান বিদ্বেষের প্রবণতা
আলবেনীয়দের ঔদ্ধত্য

স্লোভেনিয়া

425
425
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Slovenia
  • রাজধানীঃ লুবজানা
  • ভাষাঃ স্লোভানিয়ান
  • মুদ্রাঃ ইউরো

  • মধ্যে ইউরোপের সাংস্কৃিতিক ও বাণিজ্যের সংযোগস্থল।
  • এটি একটি বলকান রাষ্ট্র।
common.content_added_by

ক্রোয়েশিয়া

507
507
common.please_contribute_to_add_content_into ক্রোয়েশিয়া.
common.content

বসনিয়া হার্জেগোভিনা

456
456
common.please_contribute_to_add_content_into বসনিয়া হার্জেগোভিনা.
common.content

মন্টিনিগ্রো

477
477
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Montenegro
  • রাজধানীঃ পোডগোরিকো
  • ভাষাঃ সার্বিয়ান, মন্টেনিগ্রিয়ান
  • মুদ্রাঃ ইউরো 

 

জেনে নিই 

  • মন্টিনিগ্রো NATO এর ২৯তম সদস্য।
  • মন্টিনিগ্রো ২০০৬ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে।

 

common.content_added_by

মেসিডোনিয়া

455
455
common.please_contribute_to_add_content_into মেসিডোনিয়া.
common.content

ক্রোয়েশিয়া

424
424
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Croatia
  • রাজধানীঃ জাগ্রেব
  • ভাষাঃ ক্রোয়েশীয়
  • মুদ্রাঃ কুনা

ক্রোয়েশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ তম সদস্য।

common.content_added_by

বসনিয়া হার্জেগোভিনা

448
448
  • রাষ্ট্রীয় নামঃ  Bosnia & Herzegovina
  • রাজধানীঃ সারায়েভো
  • ভাষাঃ Bosnian, Croatian, Serbian
  • মুদ্রাঃ Convertible mark (BAM )

 

জেনে নিই 

  •  ১৯৯২ সালে স্বাধীনতা লাভ করে ।
  • ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।
  • মধ্যস্থতাকারী- মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।

 

common.content_added_by

মেসিডোনিয়া

598
598
  • রাষ্ট্রীয় নামঃ Republic of Macedonia
  • রাজধানীঃ পোডগোরিকো
  • ভাষাঃ  মেসিডোনীয়ান, আলবেনিয়ান
  • মুদ্রাঃ মেসিডোনীয়ান দিনার

জেনে নিই 

  • মাদার তেরেসা মেসিডোনিয়ার স্কোপেজে জন্ম গ্রহণ করেন। 
  • পোপ ফ্রান্সিস তাকে Saint উপাধি প্রদান করেন।
     
common.content_added_by

স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল

496
496
common.please_contribute_to_add_content_into স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল.
common.content

ভ্যাটিকান

510
510

রাষ্ট্রীয় নামঃ State of the Vatican City

রাজধানীঃ ভ্যাটিকান সিটি 

ভাষাঃ ইটালিয়ান

মুদ্রাঃ ইউরো

 

মৌলিক তথ্য:

ভ্যাটিকান সিটি মূলত একটি নগররাষ্ট্র । আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভৌগোলিক পরিসরে যেসব রাষ্ট্রের মাঝে অন্য কোন রাষ্ট্রের অংশবিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে, সেটিকে ছিদ্রায়িত বলে। ছিদ্রায়িত রাষ্ট্র ইতালির অভ্যন্তরের দুইটি দেশ হলো- স্যানম্যারিনো ও ভ্যাটিকান সিটি

 

জেনে নিই 

  • ইতালির অভ্যন্তরের এই রাষ্ট্রটির আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার (১১০ একর)।
  •  ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত হলো বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত ।
  • পোপ এখানকার রাষ্ট্রনেতা। The Holy sity বলা হয় ভ্যাটিকানকে।
  •  এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে।
  • ভাটিকান সিটির পোপের দূতকে বলা হয় Nuncio.
  • "ভ্যাটিকান রেডিও' নামের সরকারি বেতার স্টেশন সারাবিশ্বের পোপের বার্তা ছড়িয়ে দেয়। 
  • ভ্যাটিকান সিটিতে অবস্থিত পোপের বাসভবনের নাম- পাপেল প্যালেস।
  •  স্বাধীন দেশ হলেও দেশটি জাতিসংঘের সহযোগী সদস্য।
  •  ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তামূলক বাহিনীর নাম- সুইস গার্ড ।

 

common.content_added_by

স্ক্যানডিনেভিয়ান/নর্ডিক অঞ্চল

2.1k
2.1k

উত্তর ইউরোপের তিনটি দেশ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে বলা হয় স্কান্ডিনেভিয়ান দেশ। 

 অধুনা উত্তর ইউরোপের পাঁচটি দেশ নরওয়, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে নর্ডিক রাষ্ট্র নির্দেশ করে।

 [মনে রাখুন: সব স্কান্ডিনেভিয়ান রাষ্ট্রই নর্ডিক দেশ, কিন্তু সব নর্ডিক দেশ স্কান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়।]

 

দেশের নাম 

রাজধানী 

মুদ্রা

ভাষা

উপনিবেশ  

ফিনল্যান্ড 

হেলসিংকি 

ইউরো 

ফিনিশ, সুইডিশ 

রাশিয়া 

ডেনমার্ক 

কোপেনহেগেন 

ক্রোন 

ড্যানিশ 

 

আইসল্যান্ড 

রিকজাভিক 

ক্রোনা 

আইসল্যান্ডিক 

ডেনমার্ক 

সুইডেন 

স্টকহোম 

ক্রোনা 

সুইডিস 

 

নরওয়ে 

অসলো 

ক্রোন 

নরওয়েজিয়ান 

সুইডেন 

 

জেনে নিই 

  • ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের নাম- আইসল্যান্ড।
  • আইসল্যান্ডকে বলা হয়- আগুনের দ্বীপ।
  • পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম- হ্যামারফাস্ট, নরওয়ে।
  • নরওয়ে শব্দের অর্থ- উত্তরের দেশ। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ। 
  •  ধীবর (মৎস্যজীবীদের দেশ) দেশ বলা হয় নরওয়েকে।
  • ‘কুইসলিং' শব্দের অর্থ- বিশ্বাসঘাতক।
  • ‘ ভিদকুন কুইসলিং' নরওয়েবাসী হয়েও হিটলারের সাথে হাত মিলিয়েছিলেন।
  •  বিশ্বের প্রাচীনতম পতাকা- ডেনমার্কের জাতীয় পতাকা 'ডেব্ৰুগ' (১২১৯)।
  •  ডেনমার্কের রাজধানী কোপেনহোগেন- জিল্যান্ড দ্বীপে অবস্থিত।
  • ডেনমার্ক হলো- বাইসাইকেলের শহর। 
  •  ডেনিশ প্রণালী- বাল্টিক এবং উত্তর সাগরকে সংযুক্ত করেছে।
  • গ্রিনল্যান্ডের মালিকানা- ডেনমার্কের।
  •  স্কাইডো নামক মোটর টানার জন্য কুকুর ব্যবহার করেন গ্রিনল্যান্ডের- এস্কিমোরা।
  • ইগলু নামে ক্ষণস্থায়ী বাসগৃহ তৈরি করেন- ইস্কিমোরা ।
  •  হাজার হ্রদের দেশ বলা হয়- ফিনল্যান্ডকে।
  •  'ভলভো'- সুইডেনের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি।
  •  রাজধানী স্টকহোমকে বলা হয় Venice of the north
  • আলফ্রেড নোবেল সুইডিস রাসায়নবিদ, ডিনামাইট আবিষ্কারক ।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion