NAM-Non Aligned Movement

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
895
895

প্রতিষ্ঠার প্রেক্ষাপটঃ  বান্দুং সম্মেলন না যুদ্ধকালে পুঁজিবাদী দেশসমূহ NATO জোটে আর সমাজতান্তি Warsaw Pact গড়ে তোলে যা পৃথিবীতে দুই মেরুকরণ করে। ঠিক তখনই ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বারে ২৯টি দেশের প্রতিনিধি একটি সম্মেলনে মিলিত হয়ে একটি জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার NAM, যা তৃতীয় বিশ্বের মুখপাত্র হয়ে কাজ করে।

 

জেনে নিই 

  •  পরিচয়ঃ স্নায়ু যুদ্ধকালীন জোট নিরপেক্ষ আন্দোলন
  •  Non-Aligned Movement- NAM
  •  সদস্য: ১২০টি দেশ ।
  • সদর দপ্তর: নাই [ অনানুষ্ঠানিক- জাকার্তা |
  • প্রথম সম্মেলন: বেলগ্রেডে, ১৯৬১ সালে।
  •  প্রতিষ্ঠা: ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে
  • সর্বশেষ সদস্য ফিজি ও আজারবাইজান।
  • পর্যবেক্ষকঃ ১৭টি দেশ ১০টি সংস্থা।
  •  বাংলাদেশ সদস্যপদ লাভ ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যামের ৪র্থ সম্মেলনে সদস্য হয় বাংলাদেশ।


উদ্যোক্তাঃ 

  • মার্শাল টিটো (যুগোপ্রোভিয়া)
  • ড. আহমেদ সুকর্ণ (ইন্দোনেশিয়া) 
  •  জওহর লাল নেহরু (ভারত)
  • জামাল আবদেল নাসের (মিশর)
  • কাউমি নজুমা (ঘানা) 
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion