মিশু সমাজবিজ্ঞান পড়তে গিয়ে এমন একটি প্রত্যয় সম্পর্কে পড়ছিল যা হচ্ছে জৈবিক তত্ত্বে ব্যবহৃত একটি শব্দ এবং যার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন সাধন। যেটি ক্রমাগত একটি অবস্থা থেকে আর একটি অবস্থায় পরিবর্তন হয়ে সৃষ্টি হয়।
ইলুহারের মানুষের চিন্তাচেতনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদির পরিবর্তন ঘটেছে। ফলে এ এলাকার সামাজিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে।
আলিফদের এলাকার স্কুল ভবন, মসজিদ ভবন একতলা থেকে বহুতল করা হয়েছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে। তাদের বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া মহিষকাটাখালী নদীর সাঁকো ভেঙে ব্রিজ করা হয়েছে। এছাড়া তাদের এলাকার লোকজনের বুচিবোধের আমূল পরিবর্তন হয়েছে।
common.read_more