মালয়েশিয়া থেকে পামওয়েল ভর্তি একটা জাহাজ তাইওয়ানের তাইপে বন্দরে যাবে এজন্য বিমা করা হয়। পথিমধ্যে জাহাজের কাপ্তান নির্দিষ্ট বন্দরে না ভিড়িয়ে জাহাজ অন্য বন্দরে ভিড়ায়। ঐ বন্দরে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
মি. রবীন চট্টগ্রাম ইপিজেডের একজন নামকরা ব্যবসায়ী। তিনি জাহাজে মাল প্রেরণকালে যে মূল্য বিমাপত্রে লেখেন বিমা কোম্পানি তার ওপর প্রিমিয়াম গ্রহণ করে। যদি বিমাকৃত ঝুঁকির কারণে ক্ষতি হয় তখন বিমা কোম্পানি জরিপ দল পাঠায়।
২০১৯ সালের জানুয়ারি ১৫ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সী ট্রান্সপোর্ট কোম্পানির জাহাজ চট্টগ্রাম থেকে সুয়েজখাল হয়ে লন্ডনে মালামাল নিয়ে পৌছাবে। এ জন্য বিমা করা হয়। জাহাজে বিভিন্ন গার্মেন্টস সামগ্রী প্রস্তুতকারকদের মাল রয়েছে।
common.read_more