জাতিপুঞ্জ ও জাতিসংঘ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
1k
1k
common.please_contribute_to_add_content_into জাতিপুঞ্জ ও জাতিসংঘ.
common.content

জাতিসংঘ

1.2k
1.2k

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।

 

জেনে নিই 

  •  জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
  •  জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
  •  জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
  • জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
  • জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
  •  ১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
  •  জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
  •  জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
  •  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
  •  জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
  • জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
  • জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
  • প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1 
  • জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।
common.content_added_by
common.content_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নিরাপত্তা পরিষদ

462
462

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য- ৫টি

১. যুক্তরাষ্ট্র

২. যুক্তরাজ্য

৩. ফ্রান্স

৪. রাশিয়া

৫. চীন 

 

জেনে নিই 

  • তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, ১৯৭১ সালে তাদের স্থলাভিষিক্ত করা হয় চানকে।
  • জাতিসংঘের অস্থায়ী সদস্য- ১০টি। 
  • অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য ।
  • নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য (১১ বার) নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল 
  •  জাতিসংঘ স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা সম্পন্ন।
  • Veto ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ "আমি এটা মানি না” ।

 

common.content_added_by

সাধারণ পরিষদ

568
568

জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে ৫ জন। সাধারণ পরিষদের যে পাঁচটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ও অন্যান্য দেশ।

 

নারী সভাপতি ও ন্যায়পাল

জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি তিন জন ।

  •  ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত (১৯৫৩)
  •  লাইবেরিয়ার অ্যাজি বুক (১৯৬৯)
  • বাহরাইনের সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (২০০৬) 
  •  প্রথম নারী ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকা)।
     
common.content_added_and_updated_by

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

471
471
common.please_contribute_to_add_content_into অর্থনৈতিক ও সামাজিক পরিষদ.
common.content

অছি পরিষদ

454
454
common.please_contribute_to_add_content_into অছি পরিষদ.
common.content

আন্তর্জাতিক বিচারালয়

397
397
common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক বিচারালয়.
common.content

জাতিসংঘ ভবন

424
424
  • আটলান্টিক মহাসাগর সাগরের তীরে অবস্থিত। 
  • জাতিসংঘ ভবন অবস্থিত- নিউইয়র্কের ম্যানহাটান শহরে অবস্থিত।
  • জাতিসংঘ মূলভবনে কার্যক্রম শুরু হয় ১৯৫২ সালে থেকে।
  • বর্তমান জাতিসংঘ ভবনের জমি দান করেন- রকফেলার।
  • জাতিসংঘ ভবনের প্রধান স্থপতি- অস্কার নাইমিয়ার (ব্রাজিল)।
  • জাতিসংঘে আঞ্চলিক দপ্তর আছে তিনটি- নাইরোবি (কেনিয়া), জেনেভা (সুইজারল্যান্ড), ভিয়েনা (অস্ট্রিয়া)

 

common.content_added_by

G-4 nations

517
517
  •  গঠিত হয়- ২০০৫ সালে।
  • সদস্য- জাপান, জার্মানি, ব্রাজিল ও ইন্ডিয়া।
  • উদ্দেশ্য- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে আগ্রহী
common.content_added_by

জাতিসংঘের সদস্য

418
418
  • বর্তমান সদস্য রয়েছে- ১৯৩ টি রাষ্ট্র। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১ টি ।
  •  ৫১ তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বাক্ষর করে- পোলান্ড।
  • ১৯৩ তম সদস্যপদ গ্রহন করে দক্ষিণ সুদান (২০১১)।
  •  ১৩৬ তম সদস্য দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের তালিকাভূক্ত হয়।
  •  ২৯ তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।
  • ২৯ তম অধিবেশনে বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি বিসাউ সদস্যপদ লাভ করে।
  • আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে 
  • ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন ।
common.content_added_by

শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

1.2k
1.2k
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়- ১৯৪৮ সালে ।
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।
  •  জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম- UN Truce Supervision Organization.
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী গ্রহণ হয় ২০০৭ সালে, লাইবেরিয়ায়।
  • আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়- ২৯ মে। 
  •  জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত- কোস্টারিকায়।
  •  প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
  • UNIIMOG শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথম বাহিনী পাঠায় (ইরাক-ইরান) সংঘাত নিরসনে ।
  • বাংলাদেশ প্রথম শান্তি রক্ষা কার্যক্রমে মহিলা সৈন্য পাঠায় তিমুরে ১৯৯৯ সালে।
  • বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৮৯ সালে।
  • বাংলাদেশ নৌ-বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৯৩সালে। 
  •  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় অবস্থিত- ঢাকায় ।
common.content_added_by

মানবাধিকার ঘোষনাপত্র

485
485

মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) একটি ঘোষণাপত্র। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • জাতিসংঘের মানবাধিকার চুক্তিটি হয়- ১৯৪৮ সালে। 
  •  চুক্তির অন্যতম কারণ- আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ (১৯৪৮)।
  • সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয়- ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে ।
  • বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
  •  জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 
  •  বিশ্বের সবচেয়ে বড় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা- Amnesty International
  • Amnesty International প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  •  বর্তমান বিশ্বের আলোচিত মানবাধিকার সংস্থা- Human Rights Watch (নিউইয়র্ক)
common.content_added_by

জাতিসংঘে বাংলাদেশ

437
437
  • সদস্যপদ লাভের জন্য আবেদন করে- ১৯৭২ সালে, ২ বছর যাবৎ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল ।
  • সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। 
  • যে অধিবেশনে সদস্য পদ লাভ করে- ২৯ তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে ।
  • বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্যপদ লাভ করে- গ্রানাডা ও গিনি বিসাউ ।
  • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- এস. এ. করিম।
  • প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন- ইসমত জাহান ।
  • জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতেমা।
  • CEDAW কমিটির প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন- সালমা খান ।
  • বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন- হুমায়ূন রশীদ চৌধুরী (১৯৮৬ সালে)
  • বাংলাদেশ UNGA-এর অধিবেশনে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে- ১৯৮৬ সালে।
  • বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বার; প্রথমবার (১৯৭৯-১৯৮০) সাল, দ্বিতীয়বার (২০০০-২০০১) সাল।
  • ২৯ তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন- ১৯৭৪ সালে।
  • ফারাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয়- ১৯৭৬ সালে (৩১ তম অধিবেশনে)।
  •  উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হন- হুমায়ুন রশীদ চৌধুরী, বিজয়লক্ষ্মী পন্ডিত ও স্যার জাফরুল্লাহ।
common.content_added_by

জাতিসংঘের চাঁদার পরিমান

607
607
  • একটি দেশ সর্বোচ্চ চাঁদা দিতে পারে স্বীয় বাজেটের ২৫%
  • সর্বোচ্চ চাঁদা দেয় যুক্তরাষ্ট্র, তাদের মোট বাজেটের ২২% 
  • বাংলাদেশ প্রদান করে মোট বাজেটেরে- ০.০১%

 

common.content_added_by

জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন

725
725

জাতিসংঘ প্রতিষ্ঠার ১১ টি সম্মেলন

সম্মেলন

বিশেষত্ব

লন্ডন ঘোষণা (১৯৪১)

  •  জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
  •  লন্ডনের জেমস প্রাসাদে ঘোষণা করা হয়।
  • ঘোষণা করে ইউরোপের ৯টি দেশের প্রবাসী সরকার।

আটলান্টিক সনদ (১৯৪১)

  • জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ও উদ্যোগ।
  • স্বাক্ষর করে- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • এই সনদ স্বাক্ষরিত হয় 'প্রিন্সেস অব ওয়েলস' নামক ব্রিটিশ রণতরীতে।

ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২)

  • আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন
  • মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি লিটভিন এবং চীনের টি ভি মুগ্ধ জাতিসংঘ ঘোষনার দলিলে স্বাক্ষর করেন।

কাসাব্লাঙ্কা সম্মেলন (১৯৪২)

  • মরক্কোর অন্যতম শহর কাসাব্লাঙ্কা 
  • আফ্রিকার একমাত্র সম্মেলন।
  •  নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য করাই এর মূল উদ্দেশ্য ছিল।

তেহরান সম্মেলন (১৯৪৩)

  •  ইরানের রাজধানী তেহেরানে অনুষ্ঠিত হয়।
  •  বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

মস্কো সম্মেলন (১৯৪৩)

  • সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো।
  •  Big-5 রাষ্ট্রের প্রধানরা মস্কোতে একত্রিত হন।
  •  ৭ দফা "Moscow Declaration" ঘোষনা করা হয়।

ভার্জিনিয়া সম্মেলন (১৯৪৩)

  • ভার্জিনিয়া আমেরিকার একটি অঙ্গরাজ্য।
  • বিশ্ব খাদ্য সংকট নিরসনে FAO গঠিত হয় ।

ব্রিটন উডস সম্মেলন (১৯৪৪)

  • IMF, IBRD & GATT (WTO) গঠনের সিদ্ধান্ত গ্রহণ।
  • ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা ।

ডাম্বারটন সম্মেলন (১৯৪৪)

  • নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ।
  • ১৯৪২ সালের United Nations Declaration টি UNO এ রূপান্তরিত।
  • নিরাপত্তা পরিষদ ও ECOSOC গঠনের সিদ্ধান্ত হয়।

ইয়ান্টা সম্মেলন (১৯৪৫)

  •  ইয়াল্টা শহর অবস্থিত – ইউক্রেনে।
  • ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান ।
  •  Note: Veto ল্যাটিন শব্দ এর অর্থ "আমি ইহা মানি না ।

 

সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)

  •  জাতিসংঘ সনদ (১৯টি অধ্যায়) স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
  • সনদে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র।
  • পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
  • ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর করা হয়
  •  ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।

 

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিসংঘের ভাষা

476
476

জাতিসংঘের ভাষা

১. ইংরেজি 

২. রুশ

৩. ফরাসি

৪. চাইনিজ

৫. স্প্যানিশ

৬. আরবি

  • জাতিসংঘের মোট ভাষা - ৬টি
  • কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি) 
  • জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার প্রস্তাব করা হয় - বাংলাকে।

 

common.content_added_and_updated_by

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা

387
387
common.please_contribute_to_add_content_into জাতিসংঘের বিশেষায়িত সংস্থা.
common.content

ব্রিটন উডস সম্মেলন

491
491

ব্রিটন উডস চুক্তিটি ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উভসে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে সম্পাদিত হয়। ব্রিটন উডস চুক্তি একটি নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল যন্ত্র মাধ্যমে স্বর্ণকে সর্বজনীন মান হিসাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার তৈরি করা যায়।

  • ব্রিটন উডস সম্মেলনটি হয়- ১৯৪৪ সালে। 
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি. সি (যুক্তরাষ্ট্র)।
  •  সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ কিউবা।
  • যে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ব্রিটন উত্স সম্মেলনের মাধ্যমে।
  • ব্রিটন উডস ইনস্টিটিউশন বলতে বুঝায়- ২ টি প্রতিষ্ঠানকে যথা: WB (IBRD) + IMF
common.content_added_by

বিশ্বব্যাংক গ্রুপ

553
553
  • প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
  •  বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয়- Five Institutions, One Group.
  • ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত :

IBRD (1944)

IFC (1956)

IDA (1960)

ICSID (1966)

MIGA (1988)

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion