Academy

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রী গীতা রাণী সরকার। লেখা-পড়া শেষ করতেই ২৭ বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার সম্বন্ধ আসে এবং দেখাশুনা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। গীতা রাণী লেখা-পড়া শেষে একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। সমাজে অবহেলিত, পশ্চাৎপদ নারীদের গভীর মনোযোগ সহকারে শিক্ষাদান করেন। হঠাৎ প্রতিবেশি কালীচরণ রায় একটি সম্বন্ধ নিয়ে আসে। গীতা তাকে বিনয়ের সঙ্গে জানান- সে এখন আর বিয়ে করতে পারবে না। কারণ সমাজের পিছিয়ে পড়া নারীদের শিক্ষার গুরু দায়িত্ব তিনি নিয়েছেন।

অনুপমকে ‘মাকাল ফলে'র সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে? (জ্ঞানমূলক)

dsuc.created: 1 year ago | dsuc.updated: 1 year ago
dsuc.updated: 1 year ago

ক. অনুপমকে 'মাকাল ফলে'র সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কে?

খ. বলিলেন, "সে কী কথা। লগ্ন" প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। কে কেন বলেছিল?

•• পণ্ডিতমশায় অনুপমকে 'মাকাল ফলে'র সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিলেন।

•• বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বরযাত্রীদের খেতে যেতে বলায় অনুপমের মামা "সে কী কথা। লগ্ন"- কথাটি বলেছিলেন।

• 'অপরিচিতা' গল্পে অনুপমের মামা ছিলেন লোভী ও স্বার্থপর। বিয়ের আসরে তিনি যৌতুকের গহনা যাচাই করার জন্য সেকরা নিয়ে যান। কনের পিতার কাছে প্রস্তাব করেন যে বিয়ের আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখতে চান। কল্যাণীর বাবা মেয়ের গা থেকে গয়না খুলে এনে দেন। এরপর যাচাই- বাছাই হয়ে গেলে তিনি অনুপমের মামাকে বলেন খাওয়া-দাওয়া সেরে নিতে। তখন তার কথার পরিপ্রেক্ষিতে অনুপমের মামা প্রশ্নোক্ত কথাটি বলেন।

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion