সাদিক ও হাবিব দু'বন্ধু। তারা দু'জনে সিলেট ভ্রমণে গেল। হাবিব শাহজালাল (র) এর মাজারে গিয়ে কবর যিরারতের উদ্দেশ্যে দোয়া-দরুদ পাঠ করল। এরপর মোনাজাতে বলল, "হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।" তুমি আমার একমাত্র প্রভু। অপরদিকে তার বন্ধু সাদিক বলে, 'হে আল্লাহর ওলি! আমাকে সরকারী মেডিকেলে চান্স পাইয়ে দাও। তোমার অনেক ক্ষমতা।