ফাহিম বিশ্বাস করে, আল-কুরআন আল্লাহর বাণী। এটি শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি অবতীর্ণ হয়েছে। সে আল-কুরআনের আদেশ-নিষেধসমূহ মেনে চলার চেষ্টা করে। অপরদিকে ফাহিমের বন্ধু নাঈম তার এলাকার খতিবের নিকট অভিমত ব্যক্ত করেন, আমি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, তবে এ মহাবিশ্ব পরিচালনার জন্য অনেক সহযোগী দরকার। খতিব সাহেব নাঈমকে সতর্ক করে বলেন, আপনার এরূপ মানসিকতা পরিহার করা উচিত অন্যথায় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে।