দৃশ্যকল্প-১: আরমান তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বন্ধু হাশমতের নিকট থেকে এক বছরের জন্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা ধার নেয়। ছয়মাস পর আরমান দুই লক্ষ টাকা তার বন্ধু হাশমতকে ফেরত দেয়। এক বছর পর হাশমত অবশিষ্ট দুই লক্ষ টাকা ফেরত চাইলে আরমান তা অস্বীকার করে বলে-তোমার সমুদয় টাকা আমি পূর্বেই ফেরত দিয়েছি। হাশমতের হাতে কোনো প্রমাণাদি না থাকায় সে আরমানকে কিছুই বলতে পারেনি।
দৃশ্যকল্প-২: শামীম গাজি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় বিত্তশালীদের থেকে নগদঅর্থ, জামাকাপড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য সংগ্রহ করে বন্যার্তদের কাছে গিয়ে তা বিতরণের পূর্বেই তিনি নিজের পছন্দনীয় কিছু দামি পোষাক আত্মসাৎ করেন। বাকি মালামাল তাদের মাঝে বিতরণ করেন।