লাখপুর গ্রামের করিম মাতব্বরের সাথে এলাকার রহীম সাহেবের দীর্ঘদিনের বিরোধ চলছিলো। করিম সাহেব একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে রহীম সাহেব তার চরম বিরোধীতা শুরু করেন। এক পর্যায়ে রহীম সাহেব বলেন, প্রয়োজনে এ গ্রামে আরও একটি মসজিদ তৈরি করব। তবুও করিম সাহেবের সাথে আপোষ করবো না। এ উত্তেজনাকর পরিস্থিতির কথা শুনতে পেরে এলাকার প্রবীণ আলিম মাও. আজিজুল্লাহ সাহেব বলেন আপনারা সকল মতবিরোধ ভুলে গিয়ে দ্বীনের স্বার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় একতাবদ্ধ হন।