বায়তুল ফালাহ মাদ্রাসার দাখিল নবম শ্রেণির ক্যাপ্টেন কোনো একটি ঘটনায় ক্লাসের সাধারণ শিক্ষার্থীদের উপর ক্রুদ্ধ হয়ে তাদেরকে কর্কশ কথা বলে। এতে ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনাটির মীমাংসার জন্য কুরআন শিক্ষক ও ইতিহাস শিক্ষক শ্রেণিকক্ষে আসেন। কুরআন শিক্ষক ক্যাপ্টেনকে লক্ষ্য করে বলেন, "ক্রোধ দমন করো। মানুষকে ক্ষমা করো। তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন।" ইতিহাস শিক্ষক বলেন, এক যুদ্ধে সাহাবায়ে কেরাম নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশনার বিপরীতে ইজতেহাদ করায় অনেক ক্ষতির সম্মুখীন হন। এতদসত্ত্বেও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে নরম ভাষায় কথা বলেছেন এবং তাদের ক্ষমা করে দিয়েছেন। ক্লাসের ক্যাপ্টেন হওয়া এক ধরনের নেতৃত্ব। ক্ষমা করা নেতৃত্বের অন্যতম গুণ।