মুক্তিকামী দুরন্ত পথিক বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত এক মুক্তি সৈনিক। সে জানে মুক্তির পথ খুবই দুর্গম। তবু করুণ মৃত্যুকে আলিঙ্গন করতে তার কোনো দ্বিধা নেই। কারণ দুরন্ত পথিক চিরন্তন মুক্তিকামী।
নবাবপুরের বড় পীরের কাছে তার প্রিয় মুরিদ আনোয়ার নিজের মেয়ে হাফসাকে বিয়ে দিতে ইচ্ছুক। কিন্তু পীরসাহেব তাকে বললেন যে, মেয়েকে উপযুক্ত পাত্র খুঁজে কারও সঙ্গে বিয়ে দিয়ে দাও। পীরসাহেবের পরামর্শ অনুযায়ী আনোয়ার মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে। হাফসার সংসারজীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।
মিনা ও রাজু পিঠাপিঠি ভাই-বোন। রাজু স্কুলে গেলেও মিনার সে সুযোগ নেই। মিনা তার মাকে পড়ার কথা বললেও মেয়েদের ঘরের কাজে সাহায্য করাই মূল দায়িত্ব বলে মনে করে ওর মা। মিনার মতামতের কোনো মূল্য দেয় না ওর পরিবার।