মা-বাবার মৃত্যুর পর বাদল একা হয়ে যায়। গ্রামের মুদির দোকানে কাজ করে দু'বেলা খায়। হঠাৎ গ্রামে হানাদার বাহিনীর আক্রমণে সবাই পালাতে থাকে। কিন্তু কুঁখে দাঁড়ায় বাদল। নিজের প্রাণ দিয়ে হলেও গ্রামটাকে রক্ষা করবে সে। তার এমন মানসিকতার জন্য অনাথ ছেলেটিই এক সময় "যোদ্ধা বাদল" খেতাব পায়।