বিবিসি বাংলা খবর: রমজান মাসে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশ দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুদের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরো ১৬ বছর ধরে এ ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজায়েখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকেই তিনি বৌদ্ধবিহারের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন।