স্তবক-১:
চন্দ্র সূর্য-গ্রহ তারা আকাশ বাতাস জল,
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকব না কেবল জনপূর্ণ ভবে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।
স্তবক-২:
সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন
ব্যর্থ হয় কখনো কখনো
ভেঙে যায় সব স্বপ্ন
তবুও দমিয়ে থাকে না তারা
আঁধারে গড়ে আপন ভুবন।