রোহানপুরের পীর সাহেবের খ্যাতির অন্ত নেই। বহুদূর থেকে লোক এসে তার কাছে ভীড় জমায় ছোয়াব লাভের আশায়। হঠাৎ পীর সাহেবের স্ত্রী বিয়োগ ঘটলে তাঁরই অত্যন্ত কাছের মুরিদ নিজের মেয়েকে বিয়ে দেবার জন্য একান্ত ইচ্ছা প্রকাশ করে। এ কথা শুনে পীর সাহেব তাঁর মুরিদকে বলেন, 'তোমার কন্যা আমারও কন্যাতুল্য। তাকে বিয়ের কথা আমি ভাততেও পারিনা।'