বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল দেশ,
দাবি আদায়ে ছাত্রজনতার নেইকো লেশ।
মিছিলে মিছিলে রাস্তায় মানুষের ঢল
আন্দোলন ঠেকাতে ব্যস্ত শাসকের দল।
মুহুর্মুহু ছোড়ে গ্রেনেড, এলোপাতারি গুলি
ভয়ার্ত মানুষের দিগ্বিদিক ছোটাছুটি।
আহত মানুষের বাঁচার সে কী আকুতি
চিৎকার, আর্তনাদ কী হৃদয় বিদারক অনুভূতি।
লাশের কফিন আসে শহর, বন্দর, গাঁয়ে
শোকের মাতম তোলো রিয়া, সাঈদ, আহাদের মায়।