গাজায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় কিশোর জুন্নুরাইনদের বাড়ি বিধ্বস্ত হলে তার পরিবারের সকলেই গুরুতর আহত হয়ে একে একে মারা যায়। ভাগ্যক্রমে জুন্নুরাইন বেঁচে যায়। পরিবারের সকলকে হারিয়ে সে ভবঘুরে হয়ে পড়ে। গাজা ছেড়ে সকলে অন্যত্র চলে গেলেও সে প্রতিশোধের আশায় সেখানেই থেকে যায়। ভগ্নস্তূপের মধ্যে যা পায় পাগলের মত তাই খায়। পাগল ভেবে ইসরাইলের সেনারাও তাকে খেতে দেয়। সুযোগ বুঝে ইসরাইলি বাহিনীর গতিবিধি হামাসের নিকট পৌছি দেয়। একদিন বিশ্রামরত ইসরাইলি বাহিনীর একটি দলের উপর গ্রেনেড নিক্ষেপ করে দূরে পালিয়ে যায়।