ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় রশিদ মোল্লা লোকজনকে বলেন, 'এটা খোদার গজব।' সেই সাথে অর্থের বিনিময়ে পানিপড়া, তাবিজ-কবজ দিতে থাকেন। উক্ত এলাকার প্রগতিশীল যুবক সবুজ মিয়া রশিদ মোল্লার এ সমস্ত কার্যক্রমের বিরোধিতা করে বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এ রোগের চিকিৎসা আছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে হলে সামাজিক সচেতনতার পাশাপাশি মশার প্রজননক্ষেত্র ধ্বংস, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি দিতে হবে।
মামার অভাবের সংসারে মাতৃহারা উজ্জ্বল কিশোরী সুখীর বাস। উক্ত গ্রামে বিপত্নীক করিম শেখ সুখীর মামাকে চাষের জমিজমা প্রদানের বিনিময়ে সুখীকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব শুনে মামি সাথে সাথে রাজি হয়ে যান। বিয়ের ব্যাপারে মামা আমতা আমতা করলে মামি বলেন, বরের বয়স একটু বেশি তাতে দোষ কী? বিয়ে-শাদি খোদার ইচ্ছায় হয়। তাছাড়া এ বিয়ে হলে পরিবারের অভাব যেমন দূর হবে তেমনি সুখীর একটা ভাল ব্যবস্থাও হবে।' কিন্তু সুখীর নীরবতা ও চোখের পানি দেখে মামা বলেন, 'অভাবের তাড়নায় জীবন চলে গেলেও সুখী মাকে বয়স্ক পাত্রের সাথে বিয়ে দিব না।'