উদ্দীপক-১: মুর্দা ফকির দুর্ভিক্ষে নিজের চোখের সামনে আপনজনদের মারা যেতে দেখেছেন।
মানুষগুলোকে কবর দেওয়ার সামর্থ্যও তার ছিল না। সেই থেকে মানসিক ভারসাম্য হারিয়ে
গোরস্থানের স্থায়ী বাসিন্দা হয়ে যান তিনি।
উদ্দীপক-২:
ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য আনার জন্য,
সারা দেশ জুড়ে রক্তপদ্ম ফোঁটালো যে অনন্য।
দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে।
উদ্দীপক-১: ইসরাইলের দখলদার বাহিনী ফিলিস্তিনের নিরিহ নিরোপরাধ জনগোষ্ঠী নিধনে
মেতে উঠেছে। তারা নির্বিচারে নারী-পুরুষ ও শিশু হত্যা করছে। বিমান হামলা করে গুড়িয়ে
দিচ্ছে তাদের বাড়ি-ঘর। প্রাণভয়ে তারা মিশর, লেবাননসহ পার্শ্ববর্তী দেশের সীমান্তে আশ্রয় নিচ্ছে
উদ্দীপক-২:
এদেশের মাটি আমার শরীরের মাংসের মতো,
কেউ চাইলেই আমার শরীর থেকে
মাংস কেটে দিতে পারি না।
এদেশের বাতাস আমার প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস
কেউ চাইলেই আমার নিঃশ্বাসের বাতাসে
বারুদের গন্ধ ছড়াতে পারে না।